ভারত কোনও দিনই হিন্দু রাষ্ট্র ছিল না। মোহন ভাগবত ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দাবি করার পরেই পালটা দাবি সমাজবাদী পার্টির নেতার। হিন্দু রাষ্ট্র ইস্যুতে সংঘের বক্তব্য নস্যাৎ করে কী বললেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
ভারত হিন্দুরাষ্ট্র, তাই এ দেশে বসবাসকারী প্রত্যেক নাগরিকই হিন্দু। সম্প্রতি নাগপুরের এক অনুষ্ঠান থেকে এই দাবিতে সরব হয়েছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। এবার তাঁর সেই দাবিকেই সপাটে উড়িয়ে দিলেন সমাজবাদী পার্টির নেতা স্বামীপ্রসাদ মৌর্য। দেশের সংবিধানের কথা মনে করিয়ে দিয়ে তাঁর পালটা দাবি, শুধু আজ নয়, ভারত কোনও দিনই হিন্দু রাষ্ট্র ছিল না।
আরও শুনুন: ভারতে যারা জন্মায় তারা সবাই হিন্দু, গুলাম নবি আজাদের দাবিতে শোরগোল নেটদুনিয়ায়
এমনিতে বিজেপি ও আর.এস.এস তথা গোটা গেরুয়া শিবির ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথেই এগোতে চাইছে, এমন জল্পনা ঘনিয়েছে বারে বারেই। হিন্দুত্ববাদী নেতাদের বিভিন্ন মুসলিমবিদ্বেষী মন্তব্যে সে জল্পনা আরও জোরালো হয়েছে। এনআরসি থেকে অভিন্ন দেওয়ানি বিধি জারি করার চেষ্টার মধ্যেও ভারতকে হিন্দু রাষ্ট্র করে তোলার ছক রয়েছে কি না, তা নিয়েও সন্দিহান অনেকেই। আর সংঘ পরিবারের হিন্দু রাষ্ট্রের স্বপ্ন নতুন কিছু নয়। তাঁরা এ নিয়ে লুকোছাপাও করেন না। অমিত শাহ যেমন গোটা বিশ্বের হিন্দুদের জন্য ভারতের দরজা খোলা রাখার কথা বলেছেন, মোহন ভাগবত বারে বারেই সেই উদারতার নেপথ্যের কথাটি বুঝিয়ে দিয়ে বলেছেন, সংঘ আসলে ভারতকে হিন্দু রাষ্ট্র বলেই মনে করে। সম্প্রতি সেই সুরেই মোহন ভাগবত বলেছিলেন, সব ভারতীয়ই হিন্দু, হিন্দু মানেই ভারত। যাঁরা এ কথা মানতে চান না, তাঁদের স্বার্থপর বলেও তোপ দেগেছিলেন আরএসএস প্রধান। এবার তাঁর সেই বক্তব্যেরই পালটা আক্রমণ শানালেন সপা নেতা। সংবিধানের কথা মনে করিয়ে তিনি বললেন, ভারতের সব লোক হিন্দু নয়, তারা ভারতীয়। ভারতের সংবিধান সমস্ত ধর্ম জাতি বর্ণ শ্রেণির নিজস্ব যাপনকে মান্যতা দেয়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এ কথা লিখে তিনি আরও বলেছেন, গোটা ভারতের ধর্ম আগেও হিন্দু ছিল না, এখনও নয়। সহজাতভাবেই ভারত বহুত্ববাদের দেশ।
আরও শুনুন: ইমাম শাহ হলেন সদগুরু মহারাজ, হিন্দু ভক্তরা পিরের নাম বদলে দিতেই ক্ষুব্ধ মুসলিমরা
সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবেই ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, এ দেশে যে কেউ তাঁর ইচ্ছেমতো ধর্মাচরণের অধিকার পাবেন। ‘হিন্দু রাষ্ট্র’র দাবির প্রেক্ষিতে সে কথাটিই ফের মনে করিয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির এই নেতা।