লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পাশে রয়েছেন আরও দুই নারী। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ছবি দেখেছেন সকলেই। কিন্তু কারা ওই দুজন নারী? আসুন, শুনে নেওয়া যাক।
চলতি বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথা মেনেই লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান একটি বিশেষ কারণে ব্যতিক্রমী৷ কারণ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশেই দেখা গিয়েছে দুজন নারীকে। পতাকা উত্তোলনে প্রধানমন্ত্রীকে সাহায্য করেছেন তাঁরা। কিন্তু কারা এই দুজন? বলছি সে কথাই।
আরও শুনুন: যৌনাঙ্গে লঙ্কাবাটা ঢুকিয়ে দেয় ব্রিটিশ পুলিশ, তবুও হার মানেননি প্রথম মহিলা রাজবন্দি ননীবালা
পোশাক থেকেই স্পষ্ট, ওই দুই নারী আসলে সেনা অফিসার। জানা গিয়েছে, তাঁরা দুজনেই ভারতীয় সেনাবাহিনীতে উচ্চপদে কর্মরত। ওই দুজন মহিলার একজন হলেন মেজর নিকিতা নায়ার এবং অন্যজন মেজর জেসমিন কওর। এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে পতাকা উত্তোলনে সাহায্য করার ভার বর্তেছিল তাঁদের উপরেই। প্রধানমন্ত্রী যে সময় পতাকা উত্তোলন করেন, সেই সময় সেনা, বায়ুসেনা, নৌবাহিনী এবং দিল্লি পুলিশের বাছাই করা পাঁচজন অফিসার এবং বিভিন্ন পদমর্যাদার আরও ১২৮ জন আধিকারিক রাষ্ট্রীয় স্যালুটের মাধ্যমে জাতীয় পতাকাকে সম্মান জানান৷ তবে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার কারণে ওই দুজন মহিলা আধিকারিক সকলেরই নজর কেড়েছেন।
নিকিতা নায়ার প্রথমে চেন্নাইয়ে ভারতীয় সেনার অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেন। সেই সময় অফিসার্স ট্রেনি অ্যাকাডেমি বা ওটিএ পুরস্কারও জেতেন তিনি৷ ২০১৬ সালে ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে উন্নীত হন এই দক্ষ আধিকারিক। তবে নিকিতা নায়ার কেবল সেনা আধিকারিকই নন। ২০১৩ সালে ‘মে ক্যুইন মিস পুনে’ শীর্ষক সৌন্দর্য প্রতিযোগিতাতেও বিজয়ী হন তিনি৷ পাশাপাশি নিকিতা ভরতনট্যম নৃত্যশৈলীর একজন শিল্পীও। যদিও নিকিতার সহযোগী মহিলা অফিসারের সম্পর্কে তেমন কোনও তথ্য জানা যায়নি। তবে জেসমিন কওর পদমর্যাদায় নিকিতার মতোই একজন মেজর। স্বাধীনতা দিবসের এই কেন্দ্রীয় অনুষ্ঠানে তিনি যে বিশেষ ভূমিকা পেয়েছেন, তা থেকে সেনাবাহিনীতে তাঁর গুরুত্ব আন্দাজ করে নিতেও ভুল হয় না।
আরও শুনুন: গানের তালে ছুড়ে দিলেন জাতীয় পতাকা! তিরঙ্গাকে অবমাননার অভিযোগে বিপাকে বিদেশিনি
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করতে প্রধানমন্ত্রীকে সাহায্য করবেন দুই মহিলা সেনা আধিকারিক, এমনটা আগেই জানা গিয়েছিল। সেনাবাহিনীর প্রশিক্ষণ অনুযায়ী সুষ্ঠুভাবেই সে কাজ সম্পন্ন করেছেন মেজর নিকিতা নায়ার এবং মেজর জেসমিন কওর।