খাওয়ার শেষে পান না হলে চলে না। এমন অভ্যেস অনেকেরই রয়েছে। শোনা যায়, হজমের জন্য বেশ উপকারী এই পান। কিন্তু পান-এর লোভ দেখিয়ে কি বিদেশি বিনিয়োগ টানা সম্ভব? সম্প্রতি এমন কাণ্ডই ঘটিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ঠিক কী করেছেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
‘খাইকে পান বনারস বালা…’
‘ডন’ সিনেমার বিখ্যাত গান। যা এখনও অনেকের মুখে মুখে ফেরে। সেইসঙ্গে পান খেতে খেতে অমিতাভ বচ্চনের নাচ। সে দৃশ্যও বেশ পরিচিত। শুধু এই সিনেমা নয়, গানের সঙ্গে পানের যোগ আরও রয়েছে। খোদ কিশোর কুমার পান মুখে বিখ্যাত সব গানের দৃশ্যে অভিনয় করেছেন। এবার এই পানের সূত্র ধরেই বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা করলেন মোদি। শুধু পান বললে ভুল হয়, বেনারসি পান!
ঠিক কী ঘটেছে?
ব্যাপারটা খুলেই বলা যাক। সম্প্রতি সিঙ্গাপুর সফরে গিয়েছেন মোদি। সেখানে এক আন্তর্জাতিক বৈঠকে যোগ দিয়েছিলেন। সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। মূলত বিদেশি বিনিয়োগের বিষয়ে আলোচনায় বসেছিলেন তাঁরা। সেখানেই হঠাৎ পানের প্রসঙ্গ তোলেন মোদি। বৈঠকে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে মোদি বলেন, ‘পান খেতে চাইলে কাশীতে বিনিয়োগ করুন’। নিছকই মজা করে এই মন্তব্য করেন মোদি। তবে তাঁর এমন মন্তব্যের নেপথ্যে বিশেষ কারণ ছিল না বললে ভুল হয়।
আসলে, মোদি নিজে কাশীর সাংসদ। লোকসভা ভোটে এই কেন্দ্র থেকেই জিতেছেন। তাই কাশীর বিখ্যাত পানের কথা বলে বিনিয়োগ টানার চেষ্টা করেন তিনি। বলার অপেক্ষা রাখে না, কাশী বা বেনারসের পান জগতবিখ্যাত। বিভিন্ন ধরনের পান পাওয়া যায় বেনারসের অলিতে গলিতে। এখানে ঘুরতে গিয়েছেন অথচ পান খাননি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। পান ভালোবাসলে তো কথাই নেই! একটার জায়গায় ৫-৬ টা সাবাড় হবে নিমেষে। এমনকি যারা পান খেতে পছন্দ করেন না, তাঁরাও চেখে দেখেন বেনারসের পান। স্বাদে গন্ধে অতুলনীয় এই পান। দেশের বিভিন্ন রাজ্যে এই পান পাঠানো হয়। আম্বানি পুত্রের বিয়েতেও কাশীর পান ছিল অন্যতম আকর্ষণ। আন্তর্জাতিক বৈঠকে পানের প্রসঙ্গই তোলেন মোদি। বৈঠকে শুধুমাত্র রাষ্ট্রপ্রধানরাই নন, ছিলেন নামিদামি সংস্থার কর্ণধার-রাও। তাঁরা ভারতে বিনিয়োগ করলে দেশের অর্থনিতি অনেকটাই মজবুত হবে। সেইসঙ্গে ভারতে কর্ম সংস্থান বাড়বে। তাঁদের সঙ্গে এই বিষয়ে আলোচনা তো হয়েছেই। কিন্তু সেই আলোচনার ফাঁকেই কাশীর বিখ্যাত পানের কথা বলে পরিবেশ হালকা করেন মোদি। সহজ কথায় বিনিয়োগকারীদের বুঝিয়ে দেন, ভারতে বিনিয়োগ করায় ঠিক কী লাভ হতে পারে!