কাজের হোক কিংবা অকাজের, একান্তে দুটো কথা বলার জন্য হোয়াটস অ্যাপের বিকল্প নেই। কিন্তু মূর্তিমান উপদ্রব হয়ে সেখানে হাজির হয়েছে গ্রুপগুলি। আপনি জানেনও না, কোন কোন গ্রুপে আপনাকে অ্যাড করা হয়েছে। অথচ সকাল বিকেল তার নোটিফিকেশনের ঠেলায় জীবন ওষ্ঠাগত। জিনিসটা বিরক্তিকর ঠিকই, তবে সেই বিরক্তি থেকে বাঁচার উপায়ও আছে। কীভাবে? আসুন শুনে নিন।
কথায় বলে, একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। প্রযুক্তির এই যুগে এদের জায়গা নিয়েছে ট্যাগ আর গ্রুপে অ্যাড। ফেসবুকে যেমন ট্যাগের ঠেলা, হোয়াটস অ্যাপে তেমনই গ্রুপে অ্যাড। দুয়েরই উদ্দেশ্য এক। ঘাড় ধরে কোনও একটা জিনিসের দিকে ঠেলে দেওয়া। কখনও সখনও তা কাজের বটে, তবে বেশিরভাগ সময়েই এতে বিরক্তি আসে। গ্রুপ মানেই এক জায়গায় অনেক মানুষ। সময়ে সময়ে তাঁদের গ্রুপে অ্যাকটিভিটি বাড়ে, আর নোটিফিকেশন আসতে থাকে। তার জেরে আপনার কাজের দফারফা। বড়জোর তা সাইলেন্ট করে রাখা যেত এতদিন। কিন্তু কোন গ্রুপে আপনাকে অ্যাড করা যাবে, আর কোথায় যাবে না- এ নিয়ন্ত্রণ আপনার হাতে ছিল না। সেই সমস্যা থেকে মুক্তি। হোয়াটস অ্যাপের এই বিশেষ ফিচারটি যদি আপনি জানেন, তবে এবার থেকে আপনার অনুমতি ছাড়া আপনাকে কোনও গ্রুপে যোগ করা যাবে না। আপনি যেখানে থাকতে পছন্দ করবেন সেখানেই আপনি থাকবেন। অর্থাৎ, আপনার অনুমতির গুরুত্বই এখানে সবথেকে বেশি।
আরও শুনুন – Covid Vaccine: হোয়্যাটসঅ্যাপেই কয়েক সেকেন্ডে মিলবে সার্টিফিকেট, জেনে নিন কীভাবে
জিনিসটা যে স্বস্তির তাতে সন্দেহ নেই। কিন্তু কীভাবে সেই কাজটি করবেন, যাতে কেউ আপনাকে গ্রুপে অ্যাড না করতে পারে? আসুন ধাপে ধাপে সেটা শুনে নেওয়া যাক।
আরও শুনুন – SIM Binding: অনলাইন প্রতারণা রুখতে নয়া ফিচার আনল SBI
প্রথমে, আপনার মোবাইলে হোয়াটস অ্যাপ খুলে, সেটিংস অপশনে যান। যেহেতু আপনার ব্যক্তিগত মতামত নিয়ে প্রশ্ন, অতএব এবার আপনাকে যেতে হবে ‘প্রাইভেসি’ অপশনে। ‘প্রাইভেসি’তে ক্লিক করলেই দেখবেন ‘গ্রুপস’ নামে একটি অপশন দেখাচ্ছে। অর্থাৎ, গ্রুপ সংক্রান্ত যাবতীয় ক্রিয়াকর্মের ঠিকানা এটি। অতএব এর মধ্যে আপনাকে ঢুকে পড়তে। ক্লিক করুন ‘গ্রুপস’ অপশনে। এইবার আপনি তিনটি অপশন দেখতে পাবেন। এটিই মূলত আপনাকে জানাচ্ছে, কে আপনাকে গ্রুপে যোগ করতে পারে। প্রথমটি হল, ‘এভরিওয়ান’। এটি ক্লিকের অর্থ আপনি সকলকেই গ্রুপে অ্যাড করা অনুমতি দিচ্ছেন। দ্বিতীয়টি হল ‘মাই কন্ট্যাক্টস’। অর্থাৎ, আপনার কন্ট্যাক্ট লিস্টের সকলকে আপনি ওই অনুমতি দিচ্ছে। আর তৃতীয় অপশনটি হল, ‘মাই কনট্যাক্টস একসেপ্ট’। এটি যদি আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে আসলে আপনি বলছেন, আপনার কন্ট্যাক্ট লিস্টের সকলকে আপনি অনুমতি দিচ্ছেন কিন্তু শর্তসাপেক্ষে। আপনি যদি মনে করেন আপনি গ্রুপে যোগ দেবেন, তাহলে আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। নইলে নয়। অর্থাৎ, আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কোনও গ্রুপে যোগ করতে পারবেন না।
আরও শুনুন – Vaccine নেওয়ার আগে এবং পরে কোন কোন ওষুধ খাবেন না, জেনে রাখুন
অর্থাৎ, এই হল সেই মহৌষধি যা আপনাকে গ্রুপের নোটিফিকেশনের যন্ত্রণা থেকে মুক্তি দেবে। তাহলে আর দেরি কেন? ‘প্রাইভেসি’ থেকে ‘গ্রুপস’ অপশনে গিয়ে কাজের কাজটি করে রাখুন। তাহলেই নিশ্চিন্তি।