সাবানেরও নাকি ধর্মবিচার! হ্যাঁ, একটি বিশেষ সাবানের মধ্যেই হিন্দু মুসলিম দুই ধর্মের চিহ্ন খুঁজে পেয়েছেন এক ব্যক্তি। আর সোশ্যাল মিডিয়ায় সে কথা ভাগ করে নিতেই উসকে উঠেছে বিতর্ক। আসুন, শুনে নেওয়া যাক।
বস্তুর ‘ধর্ম’ বলতে কী বোঝায়, সে কথা ব্যাখ্যা করেছে রসায়ন। কিন্তু মানুষ ‘ধর্ম’ বলতে যা বোঝে, সেই ধর্মের কোনও গুরুত্ব কি সেখানে আছে? থাকার কথা নয়। কিন্তু একটি সাবানের ক্ষেত্রে সেই ধর্মকেই টেনে এনেছেন এক ব্যক্তি। এমনিতে সাবান ব্যবহার করার সময় তার গন্ধ, তার উপাদান, কিংবা অন্যান্য গুণের দিকেই নজর দিই আমরা। কিন্তু সাবানেরও যে ধর্মবিচার করা যেতে পারে, সে কথাই বুঝিয়ে দিয়েছেন এই ব্যক্তি। আর সোশ্যাল মিডিয়াতেই খোলাখুলি জানিয়েছেন তাঁর ভাবনার কথা। সেই পোস্ট ঘিরেই তরজা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
ঠিক কী বলেছেন ওই ব্যক্তি?
আরও শুনুন: বিয়ের জন্য পাত্রী চাই, মিছিল করে জেলাশাসকের দরবারে হাজির অবিবাহিত যুবকের দল
যে কোনও সাবান নয়, ডেটল সংস্থার সাবান নিয়েই বক্তব্য রেখেছেন রীতেশ চৌধুরী নামে ওই ব্যক্তি। তাঁর দাবি, এই সাবানে হিন্দু ও মুসলিম, উভয় ধর্মেরই চিহ্ন খুঁজে পাওয়া যাবে। এমনকি তাতে খ্রিস্ট ধর্মেরও নিদর্শন রয়েছে বলে দাবি তাঁর। কীভাবে? ওই ব্যক্তির কথায়, “এই সাবানের বাইরের মোড়কটি দেখলে মুসলিম বলে মনে হয়। কিন্তু মোড়ক সরালে তা হিন্দু হয়ে যায়।” আসলে এই সাবানের বাইরের মোড়কটির রং সবুজ, আর সাবানটির রং হালকা গেরুয়া বলা চলে। আর এই দুই রংকে দুটি ধর্মের সঙ্গে জুড়ে দিতে চেয়েছেন ওই ব্যক্তি। অবশ্য এখানেই শেষ নয়। তাঁর মতে, ওই হিন্দু অংশের মধ্যেই খ্রিস্ট ধর্মের নিদর্শনও রয়েছে। আসলে ওই সাবানের মাঝে যে ক্রুশের মতো চিহ্নটি আছে, সেইদিকেই ইঙ্গিত করেছেন তিনি। যদিও চিকিৎসাবিদ্যার চিহ্ন হিসেবেও ওই চিহ্নটির ব্যবহার রয়েছে। তবে সব মিলিয়ে গোটা বিষয়টিকেই ধর্মের মোড়কে তুলে ধরেছেন ওই ব্যক্তি। একইসঙ্গে খানিক মজা করেই লিখেছেন, এইজন্যই এই সাবান জীবাণু নাশ করতে পারে।
আরও শুনুন: চুম্বনেই বিপত্তি! বইপ্রকাশ অনুষ্ঠানে হিন্দু তরুণীর প্রতি প্রেম প্রকাশ করে বিপাকে মুসলিম তরুণ
যদিও তাঁর মজা দেখে বিশেষ খুশি হননি নেটিজেনরা। জোর করে ধর্মের তুলনা টেনে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছেন ওই ব্যক্তি, এমনটাই মত তাঁদের একাংশের। অনেকেই এই পোস্টকে অর্থহীন এবং শিশুসুলভ বলেও ব্যঙ্গ করেছেন। সাবানের ‘ধর্ম’ বিচার করার দরুন কোনও প্রশংসা নয়, শেষ পর্যন্ত কার্যত সমালোচনাই কুড়িয়েছেন ওই ব্যক্তি।