বই প্রকাশের এক অনুষ্ঠানে প্রকাশ্যেই একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করেছিল দুই ভিনধর্মের পড়ুয়া। এক হিন্দু তরুণী এবং এক মুসলিম তরুণ। আর তাতেই ঘটল বিপত্তি। ‘লাভ জিহাদ’-এর অভিযোগে রীতিমতো হুমকি ধেয়ে এসেছে ওই তরুণের দিকে। আসুন, শুনে নেওয়া যাক।
প্রেম নয়, গুরুত্ব দিতে হবে ধর্মকেই। এমনটাই দাবি হিন্দুত্ববাদী দলগুলির। আর সেই কারণেই এবার বিপাকে পড়ল কলেজপড়ুয়া দুই তরুণ তরুণী। ধর্মে একজন হিন্দু, অপর জন মুসলিম। সম্প্রতি বইপ্রকাশের এক অনুষ্ঠানে একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করেছিল তারা। আর সেই ঘটনাকে হাতিয়ার করেই ‘লাভ জিহাদ’-এর অভিযোগে সরব হয়েছে হিন্দুত্ববাদীরা। কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে দুই পড়ুয়াকেই। শুধু তাই নয়, প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত হুমকিও দেওয়া হচ্ছে ওই মুসলিম তরুণকে, দাবি এমনটাই। সম্প্রতি সামনে এসেছে কর্ণাটকের এই ঘটনা।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: বিয়ের জন্য পাত্রী চাই, মিছিল করে জেলাশাসকের দরবারে হাজির অবিবাহিত যুবকের দল
জানা গিয়েছে, সম্প্রতি সে রাজ্যে এক বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যে অনুষ্ঠানের অতিথি ছিলেন খোদ বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া। সেই অনুষ্ঠানটিতেই উপস্থিত ছিল ওই তরুণ তরুণী। আর সেখানেই তারা প্রকাশ্যে একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা ছড়িয়ে পড়তেই বিষয়টি সাম্প্রদায়িকতার দিকে মোড় নেয়। যেহেতু ওই তরুণী ধর্মে হিন্দু, এবং তরুণ মুসলিম, এই ঘটনাকে ‘লাভ জিহাদ’-এর তকমা দিয়ে সুর চড়ায় হিন্দুত্ববাদীরা। অবস্থা এতটাই ঘোরালো হয়ে ওঠে যে, নেট দুনিয়ায় বিদ্বেষ ছড়ানো ওই ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে কলেজটি। পাশাপাশি ওই দুই পড়ুয়াকেও বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে হিন্দুত্ববাদীদের দাবি, ওই মুসলিম তরুণকে নয়, কেবল তরুণীকেই বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।
আরও শুনুন: হিন্দু স্ত্রীর জন্য নিজেই ধর্মান্তরিত হলেন মুসলিম ব্যক্তি, নাম হল কৃষ্ণ সনাতনী
এমনিতেই হিন্দু ও মুসলিম দুই ধর্মের দুজন মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে ঘোরতর আপত্তি হিন্দুত্ববাদীদের। এই জাতীয় সম্পর্ককে ‘লাভ জিহাদ’ নাম দিয়েছে তারা। তাদের দাবি, আসলে এহেন সম্পর্কে প্রেম নয়, রয়েছে সাম্প্রদায়িক রাজনীতি। হিন্দু মেয়েকে বিয়ে করে, তাকে ধর্মান্তরিত করে আসলে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা বাড়ানোই এর লক্ষ্য, এমনটাই অভিযোগ হিন্দুত্ববাদীদের। আর তাই বারেবারেই এহেন ঘটনায় খড়্গহস্ত হয়ে উঠেছে তারা। সেই তালিকায় এবার নয়া সংযোজন কর্ণাটকের এই ঘটনা।