গান্ধীজি নয়, নোটে রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। এবার এমনই দাবি নিয়ে সোচ্চার হল অখিল ভারত হিন্দু মহাসভা। সংগঠনটির দাবি, স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান কোনও অংশে কম নয়। তাই গান্ধীজির বদলে এবার নেতাজির ছবি রাখা হোক টাকায়। কিন্তু হঠাৎ এমন বিতর্কিত দাবি কেন উঠল? আসুন শুনে নিই।
ভারতে প্রচলিত কিছু মুদ্রায় নেতাজি সুভাষচন্দ্রের ছবি দেখা গেলেও, নোটে এখনও সর্বাধিকার জাতির জনক মহাত্মা গান্ধীর। এবার সেই ধারাকেই ভেঙে ফেলার আহ্বান জানাল অখিল ভারত হিন্দু মহাসভা। স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানের কথা মাথায় রেখেই নোটে নেতাজির ছবি রাখার দাবি সংগঠনটির।
আরও শুনুন: ১১৫ ফুট মন্দির তৈরি হল রাতারাতি, ‘ভূতের মন্দির’ এখনও শিহরিত করে পর্যটকদের
কিছুদিন আগেই হিন্দু মহাসভা আয়োজিত দুর্গাপুজোয় দেবীমূর্তির পায়ের তলায় অসুরের বদলে ঠাঁই পেয়েছিলেন গান্ধীজি। গান্ধীরূপী অসুরের সেই বিচিত্র মূর্তি নিয়ে বেশ শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। চাপে পড়ে সেই মূর্তি রাতারাতি বদলেছিল সংগঠন। আবারও সেই গান্ধীকে নিয়েই নতুন বিতর্ক সামনে আনল হিন্দু মহাসভা। সংগঠনের কার্যনির্বাহী সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর দাবি, গান্ধীর মতো নেতাজি সুভাষচন্দ্র বসুও স্বাধীনতা সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মহাত্মা গান্ধীর সমতুল্য সম্মান তাঁরও প্রাপ্য। তাই গান্ধীর বদলে এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপানো হোক টাকার নোটে। তাঁর মতে এই মহান দেশনায়কের প্রতি সম্মান জানানোর একমাত্র পথ টাকায় তাঁর ছবি দেওয়া। যদিও তাঁর এহেন মন্তব্যের পরই কটাক্ষের বন্যা ভেসে এসেছে কংগ্রেসের পক্ষ থেকে। দলের তরফে অধীর চৌধুরী গান্ধীহত্যার প্রসঙ্গ টেনে বলেছেন, বর্তমানে গান্ধীজির মতাদর্শও প্রতিনিয়ত হত্যা করছে বিজেপি ও আরএসএস।
আরও শুনুন: মা কালীর বিশেষ কয়েকটি রূপের পুজো করেন না গৃহস্থরা, নেপথ্যে শাস্ত্রের কোন কারণ?
যদিও টাকায় বা নোটে নেতাজির ছবি ছাপানোর দাবি নতুন নয়। এর আগেও বহুবার এই বিষয়ে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ। কয়েক বছর আগেও টাকার নোটের রদবদল নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত ঘিরে শোরগোল শুরু হয়েছিল। অনেকেই তখন ভেবেছিলেন এবার বোধহয় টাকার নোটে নেতাজির ছবি রাখার কথা ভাববে কেন্দ্র। কিন্তু বাস্তবে সেরকম কিছুই হয়নি। আবার সেই প্রসঙ্গটিকেই সামনে এনে বিতর্ক উসকে দিল হিন্দু মহাসভা।