দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫তম বছরটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ২০২১ সালের ১৫ আগস্ট তারিখে শুরু হয়েছিল ‘আজাদি কা অমৃত মহোৎসব’ নামের সেই প্রকল্পটি। আর চলতি বছরের স্বাধীনতা দিবসে তারই উদযাপন হতে চলেছে গোটা দেশ জুড়ে। এই উপলক্ষেই একটি নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্র। আসুন, শুনে নেওয়া যাক।
চলতি বছরের ১৫ আগস্ট তারিখে দেশের ঘরে ঘরে উড়ুক ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। দেশবাসীর কাছে এমনই আবেদন জানাল কেন্দ্র। ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করতেই জানানো হল এহেন আরজি।
আরও শুনুন: ‘আমাদের বাঁচান’, প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্তি কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের তরুণীর
দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫তম বছরটিকে স্মরণীয় করে রাখতে ২০২১ সালেই এক বছর ব্যাপী ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের কথা ঘোষণা করেছিল মোদি সরকার। দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী চেতনা তুলে ধরাই ছিল এই পরিকল্পনার লক্ষ্য। সেই উদ্দেশ্যেই এবার নয়া উদ্যোগ নিল কেন্দ্র। চলতি বছরের ১৫ আগস্ট সূচনা হবে ‘হর ঘর ঝান্ডা’ নামে এক নতুন প্রকল্পের। এই প্রকল্প মোতাবেক, স্বাধীনতা দিবসে দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা তোলার আরজি জানিয়েছে কেন্দ্র। শুধু বাড়িতেই নয়, যে কোনও প্রতিষ্ঠানেও সেদিন তুলতে হবে জাতীয় পতাকা। গাইতে হবে জাতীয় সংগীত। এমনকি এর জন্য আমজনতাকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছে সরকার। এর জন্য লোগবাঘ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপও আনা হয়েছে, যা ডাউনলোড করলেই তার মাধ্যমে জাতীয় সংগীত চালাতে পারবেন দেশের সাধারণ মানুষ। তবে এদিনের জন্য জাতীয় পতাকা বিতরণ করা হবে না বলেই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। বরং দেশের মানুষ যাতে নিজেরা পতাকা কিনে আনেন, সেই বিষয়টিতেই জোর দিতে চাইছে সরকার। সংশ্লিষ্ট মহলের মতে, এর দ্বারাই দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদী চেতনা আরও জেগে উঠবে।
আরও শুনুন: দ্বাদশ শ্রেণির পাঠক্রম থেকে বাদ গুজরাট হিংসা, নয়া বিজ্ঞপ্তিতে জানাল কেন্দ্রীয় সিলেবাস কমিটি
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত দেশের ২০০০টি স্মৃতিসৌধেও সেদিন পতাকা উত্তোলন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি। সেই সংরক্ষিত স্থানগুলিতে যাতে সাধারণ মানুষও যেতে পারেন এবং ওই অনুষ্ঠানে অংশ নিতে পারেন, তা নিয়েও ভাবনাচিন্তা করছে কেন্দ্র।
‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সূচনায় কেন্দ্র সরকার দাবি করেছিল ৭৪ বছর পরে রচনা করা হবে স্বাধীনতার ইতিহাসের নতুন ভাষ্য। সেই উদ্দেশ্যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত অথচ অখ্যাত মানুষ বা গোষ্ঠীকে খুঁজে বার করে, আজাদির মহোৎসবে তাঁদের যুক্ত করার কাজটিও শুরু করেছিল সরকার। এবার ‘হর ঘর ঝান্ডা’ প্রকল্পের মধ্যে দিয়েও একইভাবে সকল দেশবাসীর মধ্যে সেই একতার চেতনা জাগিয়ে তুলতে চাইছে কেন্দ্র।