কাঁটাতার ভাগ করেছে মাটি। মানচিত্র গিয়েছে বদলে। রাজনীতির জলে সময় সময় উঠেছে কত না বিচিত্র ঢেউ! তবু মানুষের মন আজও যেন বন্ধুত্বের জন্য আকুল। আর তাই ভারত এবং পাকিস্তান- এই দুই দেশের নাগরিকদের মধ্যে দেখা হয়ে গেলে এখনও বন্ধুত্বের জন্ম হয়। গল্প জমে ওঠে। মুছে যায় সব ভেদাভেদ। আর সেই বন্ধুত্বের খাতিরেই এক ভারতীয়ের কাছে কোহলিকে তাঁদের দিয়ে দেওয়ার আবদার করে বসলেন পাকিস্তানি বন্ধু। আসুন তাঁদের গল্পটা শুনে নিই।
ভারত-পাকিস্তান মানেই যেন শত্রুভাবাপন্ন দুই দেশ। যেন ‘রণং দেহি’ মূর্তিতে দুই দেশের নাগরিকরা সর্বদা তৈরি বৈরিতার জন্য। রাজনীতি বা কূটনীতির দৌলতে এরকম একটা ছবিই যেন আমাদের চোখের উপর ভাসতে থাকে। কিন্তু বাস্তব কি তাই! যুদ্ধ, হিংসা, ভেদাভেদ সত্যি বটে। তবে সে সব পেরিয়ে আরও একটা দিক আছে। তা হল নিখাদ মানবিকতার। মানুষে মানুষে নির্ভেজাল সম্পর্ক আর বন্ধুতার। সম্প্রতি সেরকমই একটি বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
আরও শুনুন: গন্ধেই যায় চেনা! পোশাক চিনতে অশ্বিনের গন্ধ বিচারে হেসে কুটোপাটি নেটপাড়া
মেয়ে অংশ নিয়েছে একটি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে। সেটি আবার অনুষ্ঠিত হচ্ছে ইসলামাবাদে। সেই কারণেই পাকিস্তানে গিয়েছিলেন জনৈক ভারতীয়। ভিন মুলুকের পথে এক ভদ্রলোকের কাছে তাঁরা লিফট চান। কথায় কথায় সেই ভদ্রলোক জানতে পারেন যে, এঁরা আসলে পাকিস্তানের অতিথি। এসেছেন ভারত থেকে। আর যায় কোথায়! পাকিস্তানি ওই নাগরিক লিফট তো দিয়েইছেন। মেয়েটিকে তাঁর টুর্নামেন্টের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু অতিথিকে কি না খাইয়ে ছাড়া যায়! অতএব জমিয়ে আয়োজন করেছিলেন বিরিয়ানি ভোজের। খেতে খেতে দোস্তিও জমেছে যেমন, গল্পও জমেছে বিস্তর। এদিকে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। আড্ডায় তাই চলে এসেছে ক্রিকেটের গল্পও। আর তখনই মজা করে ওই পাকিস্তানি নাগরিক তাঁর ভারতীয় ‘বন্ধু’র কাছে আবদার করে বলেন, আপনারা বরং বিরাট কোহলিকে আমাদের দিয়ে দিন, আর বিশ্বকাপের ট্রফিটা নিয়ে নিন। এরপর অবধারিত ওঠে হাসির ফোয়ারা।
আরও শুনুন: চুরি করে পাকড়াও কুকুর, গালাগালি দিয়ে বন্দি টিয়া! অদ্ভুত ঘটনায় গ্রেপ্তার পশুপাখিরাও
ভারত-পাকিস্তানের নাগরিকের এই বন্ধুত্বের ছবিই এখন ভাইরাল নেটদুনিয়া। নেটিজেনরা অনেকেই বলছেন, তাঁরা যখন পাকিস্তানে গিয়েছেন তখন সেখানকার নাগরিকদের থেকে এরকম ভালো ব্যবহারই পেয়েছেন। অনেকে আবার বলছেন, পাকিস্তানি নাগরিকদের যেভাবে দেখানো হয়, তাঁরা সেরকম নন। বরং তাঁদের সঙ্গে পরিচয় হলে বোঝা যায় তাঁরা কেমন মানুষ। প্রায় অচেনা দুজন মানুষের বন্ধু হয়ে ওঠার ভিডিও তাই সকলের মন কেড়ে নিয়েছে। এ ভিডিও যেন মনে করিয়ে দিচ্ছে, বৈরিতা-কাঁটাতার-রাজনীতি সব সত্যি হলেও, মানুষই পারে সেসব এক লহমায় মিথ্যে করে দিতে।
I want my Indian friends & followers to watch this video. An Indian family who’re visiting Pakistan for his daughter’s tennis match in Islamabad. They met a good friend of mine Tahir Khan & asked for a lift. They’ve shared their experience in the video. This is Pakistan in real✌️ pic.twitter.com/S7VBrQawss
— Ihtisham Ul Haq (@iihtishamm) November 8, 2022