স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে বছর ষোলো বয়সের কিশোরীকে। আর তার নেপথ্যে দায়ী আর কিছুই না, সেই ধর্ম। ধর্মকে গুরুত্ব দিতে গিয়ে ঠিক কী করেছে এই কিশোরী? শুনে নেওয়া যাক।
ধর্ম কথার আসল অর্থ ধারণ করা। কিন্তু সেই ধর্মকে একেকজন দেখে একেকরকম ভাবে। আর সেই আলাদা আলাদা মতের জেরেই বিরোধ পাকিয়ে ওঠে। ইদানীং কালে গোটা দেশ জুড়ে তেমন বিরোধ মাঝে মাঝেই উসকে উঠেছে। এবার উত্তরপ্রদেশের মিরাটে এক কিশোরীকে ঘিরেও ঘনিয়ে উঠল তেমনই ঘটনা। ধর্মকে গুরুত্ব দিতে গিয়ে এমনই কাণ্ড করে বসেছে ওই বছর ষোলো বয়সের কিশোরী, যে, তার জেরে স্কুল থেকেই বহিষ্কার করে দেওয়া হয়েছে তাকে।
আরও শুনুন: ‘বোরখা পরতে চাই না, ইসলাম ছাড়তে চাই’, যোগী আদিত্যনাথের দ্বারস্থ মহিলা
কিন্তু কী ঘটেছে ঠিক?
কী ঘটেছে, তাই নিয়েই নানা মুনির নানা মত। ওই কিশোরীর মা-বাবার বক্তব্য, হিন্দু ধর্মের নানারকম প্রতীক নিজের শরীরে ধারণ করে মেয়েটি। সে কপালে তিলক কাটে, গলায় রুদ্রাক্ষের মালা পরে। সোজা কথায়, নিজের ধর্মের নানা আচারবিচার পালন করে তাঁদের মেয়ে, এমনটাই দাবি কিশোরীর মা’র। তাঁর সাফ কথা, ধর্মীয় আচার পালন করা নিয়েই আপত্তি স্কুলের, আর সেই কারণেই ওই ছাত্রীকে বহিষ্কার করেছে তার স্কুল।
আরও শুনুন: শ্রাবণমাসে ‘হালাল’ চা দেওয়া হয়েছে বন্দে ভারতে! রেলযাত্রীর অভিযোগে ব্যাপক শোরগোল
কিন্তু স্কুলের দাবি আবার অন্যরকম। মিরাটের ওই বেসরকারি স্কুলটির কর্তৃপক্ষ জানিয়েছেন, স্কুল ইউনিফর্মের সঙ্গে অন্য কিছু পরার নিয়ম নেই। কিন্তু তার থেকেও বড় কথা, ওই কিশোরী কেবল নিজেই ধর্মীয় আচার পালন করেছে এমন নয়। অন্যান্য পড়ুয়াদের হিন্দু ধর্মের গুরুত্ব বোঝানোর পাশাপাশি মুসলিম পড়ুয়াদের থেকে দূরত্ব বজায় রাখার কথা বলত সে। নিজের কথার যুক্তি হিসেবে কাশ্মীর ফাইলস বা দ্য কেরালা স্টোরির মতো সিনেমাগুলির উদাহরণও সে তুলে এনেছে। ওই কিশোরী নিজেও জানিয়েছে, সে লাভ জিহাদ নিয়ে তার বন্ধুদের সতর্ক করতে চেয়েছিল। বলাই বাহুল্য, এই লাভ জিহাদ বিষয়টি নিয়ে বারবার সুর চড়িয়েছে হিন্দুত্ববাদীরাই। যদিও খোদ শীর্ষ আদালতও এই প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দুই ধর্মের মানুষের মধ্যে প্রেম হলেই তাকে লাভ জিহাদ আখ্যা দেওয়া চলে না। তবুও, হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষের মধ্যে প্রেম মাত্রেই তা মুসলিমদের অ্যাজেন্ডা মাত্র, এমনটাই দাবি হিন্দুত্ববাদীদের। আর সেই লাভ জিহাদ নিয়েই সরব হয়েছে এই কিশোরীও, যাকে মুসলিমবিদ্বেষ হিসেবেই দেখছেন স্কুলের কর্তৃপক্ষ। আর সেই কারণেই ওই কিশোরীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। এমনিতেই সাম্প্রতিক কালে দেশে ধর্ম নিয়ে অস্থিরতা লেগেই আছে। সেখানে ভিনধর্মের পড়ুয়াদের প্রতি স্কুলপড়ুয়া কিশোরীটির এহেন মনোভাব রীতিমতো উদ্বেগের, এমনটাই মত সকলের।