যেমন তেমন নয়, একেবারে চুরির অভিযোগ। আর তা জানাতেই সোজা থানায় হাজির এক খুদে পড়ুয়া। তা কী চুরি হচ্ছে? না, তার পেনসিল? কে চুরি করছে? খুদের সন্দেহ, তারই এক সহপাঠী। তার দাবি, পুলিশ যেন একটা অভিযোগ নেয় এ ব্যাপারে। সম্প্রতি এই খুদের কাণ্ড সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
কোনও কিছু চুরি হলে অভিযোগ জানাতে হয়। যেতে হয় থানায়। ছোট থেকে এই কথাটাই শুনে এসেছে এক স্কুলপড়ুয়া। আর তাই পেনসিল চুরির অভিযোগ জানাতে সটান থানায় গিয়ে হাজির হল সে। কে চুরি করেছে? না, স্কুলেরই এক বন্ধু। এমন অভিযোগ শুনে তো চক্ষু চড়কগাছ কর্তব্যরত পুলিশ অফিসারদের।
আরও শুনুন: কার্টুন দেখে পুলিশকে ফোন করতে শেখা, মায়ের প্রাণ বাঁচাল ৩ বছরের খুদে
ঘটনা অন্ধ্রপ্রদেশের। খুদে এই অভিযোগকারীর নাম হনমন্থু। প্রায়শই সে দেখে, তার ব্যাগ থেকে হাওয়া হয়ে যাচ্ছে পেনসিল। এমনকী কখনও টাকা পয়সাও। ওই সামান্য যেটুকু থাকে আর কী! তা সেটুকুও গায়েব হয়ে গেলে কার না রাগ হবে! অনেকদিন সহ্য করারর পর শেষমেশ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে হনমন্থু। সে সোজা চলে গেছে থানায়। জানিয়েছে তার অভিযোগ। এমন খুদে স্কুলপড়ুয়াকে থানায় দেখে তো কর্তব্যরত পুলিশ অফিসাররাও বেশ চমকেছেন। ব্যাপারখানা কী? খুদেকে বসিয়ে তাঁরা জিজ্ঞেস করতে শুরু করেন। খুদে সাফ জানিয়েছে, বেশ কিছুদিন যাবৎ সে খেয়াল করেছে যে, তার ব্যাগ থেকে পেনসিল হাওয়া হয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিন সে যে পেনসিল নিয়ে স্কুলে যায়, তা আর ফিরিয়ে আনতে পারে না। দেখেশুনে তার সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। তাই সোজা চলে এসেছে থানায়। কার দিকে তার সন্দেহ? না, তার মনে হচ্ছে তারই এক বন্ধু এই কাজ করছে। কেননা পেনসিল নিয়ে বন্ধুটি আর কিছুতেই ফেরত দিতে চায় না।
আরও শুনুন: শহর জুড়ে লকডাউন, রাস্তার দখল নিল বিরাট কাঁকড়া-বাহিনী
পুলিশ অফিসার বুঝলেন, খুদের কাছে সমস্যা বেশ গুরুতর। তাই তিনি চাইলেন, এ ব্যাপারে তাঁরা কী সাহায্য করতে পারেন। তখন খুদের স্পষ্ট জবাব, বন্ধুর বিরুদ্ধে তার যে অভিযোগ, তা যেন গ্রহণ করা হয়। সেই কারণেই সে থানায় ছুটে এসেছে। তার কাণ্ড থেকে সঙ্গে থাকা বন্ধুরা একটু হাসাহাসি করেছে বটে, কিন্তু হনমন্থু তার সিদ্ধান্তে অনড়।
বাকি অংশ শুনে নিন।