লাখ ছাড়াবে সোনার দাম। তাও আগামী কয়েক মাসের মধ্যেই। এমনটাই অনুমান বিশেষজ্ঞদের। এদিকে প্রতি বছরের মতো এবারেও ধনতেরসের আগে সোনা কেনার ধুম চোখে পড়ছে। নেপথ্যে কি স্রেফ প্রচলিত রীতি? নাকি বিনিয়োগ বাড়াতে সোনা কিনছেন কেউ কেউ? আসুন শুনে নেওয়া যাক।
কথায় বলে, সোনার আংটি বাঁকা হলেও দামী! অস্বীকারের উপায় নেই। বিপদের দিনে সহায় হয়েছে সোনা, এমন উদাহরণ মধ্যবিত্ত সংসারে কম নেই। তাই একটু টাকা জমলেই অনেকে সোনা কিনে রাখেন। মাসে মাসে টাকা জমিয়েও সোনা কেনার সুবিধা রয়েছে বহু দোকানে। মোটের উপর বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে সোনার জনপ্রিয়তা ভালোই। সেই ধারণা আরও স্পষ্ট হল সাম্প্রতিক সমীক্ষায়। জানা যাচ্ছে, আগামী বছর লাখ ছাড়াতে পারে সোনার দাম। তাই আগেভাগে কিছুটা কমদামে সোনা কিনে রাখলে লক্ষ্মীলাভ আটকায় কে!
আরও শুনুন:
ধনতেরসে সোনা কেনার রীতির নেপথ্যে আছেন এক নারী? শুনে নিন সেই গল্প
এমনিতে বছরভর সোনা কেনার ধুম চোখে পড়ে না। কারও বাড়িতে বিয়ের মতো অনুষ্ঠান হলে আলাদা বিষয়। মধ্যবিত্ত তো বটেই, উচ্চবিত্তরাও অনেকে বছরের নির্দিষ্ট একটা সময় সোনা কেনার জন্য বেছে নেন। ঠিক ধরেছেন, ধনতেরসের কথাই বলছি। উত্তর ও পশ্চিম ভারতের এই উৎসব এখন সারা দেশেই সাড়ম্বরে পালিত হয়। কথাটি এসেছে ধন ত্রয়োদশী থেকে। কালীপুজোর সময় যে দীপান্বিতা লক্ষ্মীর আরাধনা হয়, সেই উৎসবের ছায়া দেখা যায় ধনতেরাস পালনের মধ্যে। মনে করা হয়, কালীপুজোর আগে এই ত্রয়োদশীর দিন দেবী লক্ষ্মী এসে ভক্তদের ধনসম্পত্তি দান করে মনোবাসনা পূর্ণ করেন। তাই এই সময় সোনা-দানা কেনার ধুম চোখে পড়ে সবর্ত্র। যেহেতু ধন ত্রয়োদশীর সঙ্গে সৌভাগ্যের যোগ আছে, তাই সকল গৃহস্থই এ সময় মূল্যবান কিছু কেনাকাটার জন্য সঞ্চয়ে মন দেন। আগামীদিনে সোনা কাজে আসবে, এই ভাবনাতেই অনেকে কিছু না কিছু কিনে রাখেন। অর্থাৎ সোনায় বিনিয়োগ করেন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে পরিস্থিতিতে এই বিনিয়োগ যারপরনায় সঠিক।
আরও শুনুন:
ধনতেরসে সোনা কেনার আগে মাথায় রাখুন এই নিয়ম, না মানলে বিপদ নিশ্চিত
আসলে, সোনার দাম উত্তোরত্তর বাড়তে থাকে। শেয়ার বাজারের সঙ্গেও এর সরাসরি যোগ রয়েছে। একসময় যে টাকায় ১০ গ্রাম সোনা পাওয়া যেত, এখন সেই টাকায় ১ গ্রাম সোনাও মিলবে না। ভবিষ্যতেও বিষয়টা একইভাবে বদলাবে। অর্থাৎ আজকের দিনে সোনার যা দাম, আগামী কয়েক বছরে তা কয়েক গুন বাড়তেই পারে। হিসাব বলছে ২০২৪ সালে ২৩ শতাংশ দাম বেড়েছে সোনার। বিশেষজ্ঞদের অনুমান, আগামী বছর ৩০ শতাংশ দাম বাড়তে পারে সোনার। অর্থাৎ ১০ গ্রামের দাম অনায়াসে লাখ ছাড়াবে। তাই এবছর সোনায় বিনিয়োগ করলে আগামীদিনে তা লাভের মুখ দেখাবেই, অনুমান বিশেষজ্ঞদের। তবে গয়নায় যে সোনা ব্যবহার করা হয় তা খানিক আলাদা। সেইসঙ্গে খাদও মেশানো হয় তাতে। তাই নিখাদ সোনার বার বা ওই জাতীয় কিছুতে বিনিয়োগ করলে ব্যবসায়িক লাভ হতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।