উপরে নারকেল পাতার ছাউনি। চারিদিক বিভিন্ন গাছের পাতা দিয়ে সাজানো। জল রাখা হয়েছে মাটির কলসিতে। কোথাও এতটুকু প্লাস্টিকের ছোঁয়া নেই। প্রথম দফার নির্বাচনে এভাবেই সাজানো হয়েছিল দেশের কয়েকটা পোলিং বুথ। কোথায় জানেন? আসুন শুনে নেওয়া যাক।
ভরা গরমে লোকসভা নির্বাচন। ভোটারদের কথা ভেবে একাধিক ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রতি বুথে জল রাখা থেকে শুরু করে ছাউনি যুক্ত বসার জায়গা, সবই থাকছে। তবে সেইসঙ্গে পরিবেশ সংরক্ষণের কথা ভাবাটাও যে জরুরী, তা মনে করিয়ে দিল কয়েকটি পোলিং বুথ।
আরও শুনুন: মাত্র ৩০ সেকেন্ডেই শেষ ভোটদান! সবচেয়ে কম সময়ে নির্বাচনের নজির গড়ল কারা?
গরমে নাজেহাল গোটা দেশ। বিভিন্ন প্রান্তে হিট ওয়েভের সতর্কতা জারি করেছে প্রশাসন। তবে এমনটা যে হতেই পারে, সে ব্যাপারে বহু আগেই সতর্ক করেছিলেন পরিবেশবিদরা। একাধিক ব্যবস্থার পরামর্শ এলেও, বাস্তবে মানা হয়নি প্রায় কিছুই। আমল দেননি রাজনৈতিক নেতারাও। ভোটের আগে লম্বা চওড়া ইস্তেহারের তালিকা বেরোলেও, সেখানে পরিবেশ নিয়ে কিছু নেই বললেই চলে। শাসক দল বা বিরোধী, কেউই এ ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি। তবু ভোটের সঙ্গে মিশেছে পরিবেশ রক্ষার ভাবনা। আর তা সম্ভব করেছেন তামিল নাড়ুর তিরুপাথুর জেলা প্রশাসন ও স্থানীয় NGO।
আরও শুনুন: দুয়ারে ভোট! দাবি আদায়ে ‘নির্বাচন বয়কট’ ব্রহ্মাস্ত্র জনতার
ঠিক কী করেছেন তাঁরা?
এক কথায় বললে, পরিবেশ বান্ধব পোলিং বুথ গড়েছেন। এমনিতে গরমে ভোট বলে কমিশনের তরফেই একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো সব পোলিং বুথই সাজাতে হয়েছে বিশেষভাবে। তবে তামিলনাড়ুর ওই জেলার মোট ১০ টি বুথ সকলের নজর কেড়েছে এর অদ্ভুত সাজসজ্জার জন্য। সব কটি বুথই সাজানো হয়েছে বিভিন্ন গাছের পাটা দিয়ে। ছাউনি করা হয়েছে বাঁশের সঙ্গে নারকেল পাতা জুড়ে। চারদিকে কলাপাতা আর বিভিন রং বেরঙের ফুল। মাঝে মধ্যেই বেতের ঝুড় ডাস্টবিন হিসেবে রাখা। কেউ যেন প্লাস্টিকের বোতল বা ওই জাতীয় কিছু ফেলে না রাখেন সেকথা ভেবেই এই ব্যবস্থা। এছাড়া জল রাখা হয়েছে মাটির কলসিতে। শুধু তাই নয়, ঢোকার মুখে যে ফ্লেক্স টাঙানো হয়েছে সেটিও কাপড়ের তৈরি। গোটা বুথে কোথাও প্লাস্টিকের কিছু ব্যবহার করা হয়নি। কাজেই সবকটি বুথের পরিবেশ যে চড়া গরমেও সহ্য করার মতো ছিল, তা বলার অপেক্ষা রাখে না। ভোটাররাও বেশ খুশি হয়েই ভোট দিয়েছেন। সম্প্রতি সেখানকার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, হাসিমুখে ভোট দিয়ে বেরিয়ে আসছেন ভোটাররা। গেই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। প্রায় সকলেই প্রশাসনকে কুর্নিশ জানিয়েছে। পরিবেশ নিয়ে কাজ করা ওই NGO-কেও ধন্যবাদ জানিয়েছেন কেউ কেউ। সেইসঙ্গে আগামী দফার নির্বাচনেও যেন এমন পরিবেশ বান্ধব বুথের ব্যবস্থা করা হয় সেই পরামর্শ দিয়েছেন নেটদুনিয়ার বাসিন্দারা। সবমিলিয়ে পরিবেশের কথা ভেবে পোলিং বুথ সাজানোর এই কাণ্ড বেশ প্রশংসা কুড়িয়েছে।
This is a Green Polling Booth in Tirupathur District in TN set up by the District Collector with our young Green fellows working under the TN Climate Change Mission. Around 10 such booths have been made across the state. To beat the heat Coconut and Bamboo Leaves are used for… pic.twitter.com/yDaSO09AsC
— Supriya Sahu IAS (@supriyasahuias) April 19, 2024