লাভ জিহাদের অভিযোগে এই মুহূর্তে উত্তাল দেশের বিভিন্ন প্রান্ত। এর বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলিও। তবে সেই লাভ জিহাদ নিয়েই এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করল বম্বে হাই কোর্ট। আদালতের সাফ কথা প্রেমিক-প্রেমিকা ভিন্ন ধর্মের হলেই তাকে লাভ জিহাদ বলে দাগিয়ে দেওয়া যায় না। ঠিক কোন প্রেক্ষিতে এই মন্তব্য আদালতের? আসুন শুনে নিই।
প্রেমিকা ইসলাম ধর্মাবলম্বী। প্রেমিক অন্য ধর্মের। দুজনের সম্পর্ক এবং বিয়ে নিয়ে জল গড়িয়েছিল আদালতে। প্রত্যাশিত ভাবেই উঠেছিল লাভ জিহাদের অভিযোগ। তবে এই ঘটনাকে লাভ জিহাদ বলতে নারাজ বম্বে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্টই জানিয়েছে, সম্পর্কে থাকা দুই ব্যক্তি দুই ধর্মের হলেই সেই ঘটনাকে লাভ জিহাদ বলা যায় না।
আরও শুনুন: ‘ভুলেও মুসলিম প্রার্থীদের ভোট দেবেন না’, ফের টিপু সুলতান ইস্যু টেনে ফতোয়া বিজেপি নেতার
নির্দিষ্ট এই ঘটনার ক্ষেত্রেও মহিলার পরিবারের দিকে লাভ জিহাদের আঙুল উঠেছিল। এক্ষেত্রে প্রেমিকের অভিযোগকেই গুরুত্ব দেওয়া হয়েছিল। যুবকটি অভিযোগ জানিয়ে বলেছিলেন, মেয়েটি ও তাঁর পরিবার তাঁকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য জোর করেছিল। এমনকী ইসলাম গ্রহণের জন্য অন্য যা যা সংস্কার, তা-ও জোর করে পালন করানো হয়েছিল। এই অভিযোগকেই স্বীকৃতি দিয়েছিল নিম্ন আদালত। তবে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ একেবারে অন্যরকম। যুবকের অভিযোগ বিচারপতিরা সবই শুনেছেন। তবে তাঁদের বক্তব্য, সম্পর্কের গোড়া থেকেই তো যুবক জানতেন যে, প্রেমিকা ইসলাম ধর্মাবলম্বী। তা মেনে নিয়েই সম্পর্কে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং যখন তাঁর উপর চাপ আসতে শুরু করে, তখনও তাঁর বেশ সুযোগ ছিল সম্পর্ক থেকে বেরিয়ে আসার। কিন্তু তিনি তা করেননি। যে এফআইআর দায়ের হয়েছিল, তা থেকেই এই ব্যাপারটি স্পষ্ট বলে মত আদালতের। জানা গিয়েছে, যুবকটি নিজের ধর্মপরিচয় প্রথমে মেয়েটিকে জানাননি। পরে যখন সম্পর্ক পাকা হয়, তখন তিনি তা জানান। এ নিয়ে মেয়েটির পরিবার থেকেও কোনও আপত্তি তোলা হয়নি। এর পরেই কোনও কারণে সম্পর্ক তিক্ততায় গড়ায়। তারপরই যুবকটি মেয়েটি ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনে। মেয়েটিও সেই অভিযোগের পালটা জবাব দিয়েছেন। আর তাই বিচারপতিদের মত, ভালোবাসার সম্পর্ককেই এখানে লাভ জিহাদের রং দেওয়া হচ্ছে। আর এই প্রসঙ্গেই আদালতের গুরুত্বপূর্ণ মন্তব্য, কেবলমাত্র প্রেমিক-প্রেমিকা অন্য ধর্মের হলেই তাকে লাভ জিহাদ বলে দাগিয়ে দেওয়া যায় না। ভালবাসার সম্পর্ককে রাজনৈতিক ভাবে না দেখারই পক্ষপাতী আদালত।
আরও শুনুন: চলছিল ডিভোর্সের ঝামেলা, জঙ্গি বলে ফাঁসানোর চেষ্টা চিনা স্ত্রী-র, যুবকের দাবিতে চাঞ্চল্য
সাম্প্রতিক অতীতে লাভ জিহাদ যেরকম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে, সেই নিরিখে বম্বে হাই কোর্টের এই পর্যবেক্ষণ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই যায়।