সারা পৃথিবী জুড়ে মেয়েরা কত এগিয়ে চলেছে, সেখানে ভারতীয় নারীরা আজও চাঁদের দিকে সরাসরি তাকাতে পারে না! ‘করবা চৌথ’ ব্রতকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করেছেন রাজস্থানের এক মন্ত্রী। তাতেই পালটা জবাবে উঠে এসেছে কল্পনা চাওলার নাম। ভারতীয় নারীরা যে মহাকাশেও যেতে পারে তা মনে করিয়ে দিয়েই সে-রাজ্যের মন্ত্রীকে বিঁধেছে বিজেপি। আসুন শুনে নেওয়া যাক।
সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানের মঞ্চে নারীদের জয়জয়কার। অথচ ভারতীয় নারীরা আজও অনগ্রসর। স্বামীর দীর্ঘায়ু কামনায় ‘চালুনি’ দিয়ে চাঁদের দর্শন করে ব্রত পালন করেন তাঁরা। এমনই মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন রাজস্থানের এক মন্ত্রী। পালটা জবাবে বিজেপি তুলে ধরেছে কল্পনা চাওলার কথা। পাশাপাশি বিশ্বের দরবারে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় নারীদের সাফল্যের কথা তাঁর সামনে তুলে ধরেছে ভারতীয় জনতা পার্টি।
আরও শুনুন: বিজ্ঞাপনে অপমানিত ‘মহাকাল’, দাবি তুলে খাবার ডেলিভারি সংস্থাকে বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের
সম্প্রতি শেষ হওয়া কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা ক্রীড়াবিদরা নজিরবিহীন সাফল্য নিয়ে এসেছে। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় নারীদের জয়জয়কার কোনও আশ্চর্যের বিষয় নয়। কিন্তু সেসব উপেক্ষা করেই ভারতীয় নারীদের সম্পর্কে এমন মন্তব্য করেছেন রাজস্থানের মন্ত্রী, যা বিতর্কের জন্ম দিয়েছে। কংগ্রেসের শাসনাধীন এই রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের দায়িত্বে রয়েছেন গোবিন্দ রাম মেঘয়াল নামে এই মন্ত্রী। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে তিনি ভারতীয় নারীদের সম্পর্কে এমন কথা বলছেন। সরাসরি মার্কিন মুলুক এবং চিনে বসবাসকারী মহিলাদের সঙ্গে ভারতীয় নারীসমাজের তুলনা টেনেছেন তিনি। তাঁর দাবী বিশ্বের এই সব প্রথম সারির দেশগুলিতে মেয়েরা বিজ্ঞানের যুগে বাস করছে। অর্থাৎ তাঁরা অনেক বেশি বিজ্ঞানমনষ্ক। সেখানে ভারতীয় নারীরা এখনও ‘চালুনি’ দিয়ে চাঁদ দেখে ব্রত পালন করছে। স্বামীর দীর্ঘায়ু কামনায় পালন করা ‘করবা চৌথ’ ব্রতটিকেই এখানে উল্লেখ করতে চেয়েছেন তিনি। মূলত অবাঙালি মহিলারাই এই ব্রত পালন করে থাকেন। ব্রতের নিয়মানুসারে সারাদিন না খেয়ে সন্ধেবেলা প্রথমে একটি ‘চালুনি’-র ভিতর দিয়ে আকাশে থাকা চাঁদের মুখ দেখতে হয়। তারপর সেই ‘চালুনি’-র ভিতর থেকেই স্বামীর মুখ দেখার পর সমাপ্ত হয় ব্রত। এভাবে চাঁদকে দেখার নিয়মটিকেই চরম কুসংস্কার বলে মনে করেছেন রাজস্থানের এই মন্ত্রী। তাঁর মতে এই একই কাজ সেই মহিলার স্বামীরা তো পালন করেন না! কোনও দলের নাম করেই তিনি বলেছেন, আজকাল একদল মানুষ ধর্মের নামে কুসংস্কারের পরিপন্থী হয়ে উঠছে। আরেক দল মানুষ শুধু হিংসা আর লড়াইয়ে মেতে উঠেছে।
আরও শুনুন: নেতাজির ‘মৃত্যুবার্ষিকী’ স্মরণ কংগ্রেসের, টুইট করেও মুছে ফেললেন অন্য শিবিরের নেতারা
এরপরই পালটা জবাব এসেছে বিজেপির পক্ষ থেকে। দলের মুখপাত্র রামলাল শর্মা ওই মন্ত্রীকে প্রশ্ন করেছেন, তিনি কল্পনা চাওলার নাম শুনেছেন কি না! প্রথম ভারতীয় নারী হিসেবে যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন। একইসঙ্গে তিনি বলেছেন, বর্তমানে অনেক ভারতীয় নারী পাইলট হিসেবে কর্মরত। সুতরাং মন্ত্রীর এমন মন্তব্য সরাসরি ভারতীয় নারীদের অপমান করেছে বলেই দাবি করেছে বিজেপি। বিজেপির মুখপাত্রের মতে ভারতীয় নারীরা সনাতন ধর্মের শ্রদ্ধা করতে জানে। পাশাপাশি তাঁরা বিজ্ঞানের মঞ্চেও নিজেদের সাফল্য বজায় রাখতে সক্ষম। তাই মন্ত্রীকে সত্ত্বর এমন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। রাজস্থানের মুখ্যমন্ত্রীর কাছেও মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। বিতর্কে জড়িয়ে মুখ খুলেছেন সেই মন্ত্রীও। তাঁর বক্তব্য হিন্দু ধর্মের ব্রতকে অপমান করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। ভারতীয় মেয়েদের মধ্যেও বিজ্ঞানমনস্কতার প্রসার ঘটাতে চেয়ে এমন মন্তব্য তিনি করেছিলেন।