বিতর্কিত অযোধ্যা ইস্যুতে রায়দান সহজ ছিল না। তার জন্য ঈশ্বরের দ্বারস্থ হয়েছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সম্প্রতি সে কথা নিজেই জানিয়েছেন তিনি। তাতেই পালটা তোপ কংগ্রেসের। প্রধান বিচারপতিকে ঠিক কী বলে কটাক্ষ করল হাত শিবির? আসুন শুনে নেওয়া যাক।
দেশের প্রধান বিচারপতি যে ঈশ্বর বিশ্বাসী তা নিয়ে দ্বিমত নেই। তাঁর বাড়ির গণেশপুজোয় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদিকে। তা নিয়ে বিতর্ক কম হয়নি। এবার নতুন করে ঈশ্বরের প্রসঙ্গ তুলে বিতর্কে জড়ালেন চিফ জাস্টিস চন্দ্রচূড়।
দীর্ঘদিনের কর্মজীবন। হাজার হাজার মামলা। তার মধ্যে বিতর্কিত মামলার সংখ্যাও কম নেই। বিচারপতি হিসেবে এই সব প্রত্যক্ষ করেছেন চিফ জাস্টিস চন্দ্রচূড়। সব মামলায় রায়দান যে সহজ ছিল না তা বলাই বাহুল্য। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই এক বিতর্কিত মামলার প্রসঙ্গ তোলেন প্রধান বিচারপতি। তাঁর কথায় উঠে আসে রাম মন্দির ও বাবরি মসজিদ জমি বিতর্কের প্রসঙ্গ। সেইসময় সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চের সদস্য ছিলেন তিনিও। এমন এক মামলা যার সঙ্গে গোটা দেশের আবেগ জড়িয়ে। সামান্য ভুলের পরিণতি হতে পারে মারাত্মক। কাজেই রায়দান মোটেও সহজ ছিল না। এই অবস্থায় কীভাবে নিজেকে শান্ত রাখতেন প্রধান বিচারপতি? তাঁর দাবি, ঈশ্বরের কাছে প্রার্থনাই ছিল একমাত্র উপায়। নিয়মিত ভগবানের কাছে প্রার্থনা করতেন বিচারপতি চন্দ্রচূড়। তাতেই মনের জটিলতা কেটেছিল। বিতর্কিত ইস্যুতে চূড়ান্ত রায় দিতে পরেছিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতির এই মন্তব্যেই প্রশ্ন তুলেছে হাত শিবির। কংগ্রেস নেতা উদিত রাজের দাবি, একইভাবে অন্যান্য ইস্যুর জন্যও প্রার্থনা করতে পারেন প্রধান বিচারপতি। বলার অপেক্ষা রাখে না, কংগ্রেস নেতার এই মন্তব্য কটাক্ষ ছাড়া আর কিছুই না। বিশেষ করে তিনি যে প্রসঙ্গ তুলে প্রধান বিচারপতির মন্তব্যের পালটা দিয়েছেন, তা সেদিকে স্পষ্ট ইঙ্গিত করছে।
এমনিতেই, কেন্দ্রের বিরুদ্ধে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে অন্যায় ভাবে কাজে লাগানোর অভিযোগ তোলে বিরোধী শিবির। বিভিন্ন রাজ্যের অবিজেপি নেতৃত্ব এই প্রসঙ্গ সরব হন। প্রধান বিচারপতিকে কটাক্ষ করতে গিয়ে, সেই প্রসঙ্গও মনে করিয়েছেন কংগ্রেস নেতা। কেন্দ্রীয় সংস্থার ভুল প্রয়োগ বন্ধের জন্য প্রার্থনা করুন প্রধান বিচারপতি, এমনটাই দাবি উদিত রাজের। একইসঙ্গে কেন্দ্রীয় আয়কর বিভাগের কাজ নিয়েও সরব হয়েছেন তিনি। এদিকে কংগ্রেস নেতাকে পালটা দিয়েছে গেরুয়া শিবির। সনাতন ধর্মের প্রসঙ্গ টেনে হাত শিবিরকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সম্বিৎ পাত্র। তবে এই ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন ইস্যুতে সরকার-বিরোধী তরজা লেগেই থাকে। তাতে হামেশাই জড়িয়ে পড়ে দেশের বিচার ব্যবস্থা। নাম জড়ায় প্রধান বিচারপতির। আক্রমণ-পালটা আক্রমণে নিজেদের সঠিক প্রমানের চেষ্টা চালিয়ে যায় রাজনৈতিক দলগুলি। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে মাত্র।