রাম মন্দিরের উদ্বোধন ঘিরে উত্তেজনায় ফুটছে গোটা দেশের গেরুয়া শিবির। সেই আবহে নেটদুনিয়ায় ছড়াল মন্দিরের নব নিযুক্ত পুরোহিতের ভুয়ো অশ্লীল ভিডিও। যদিও গেরুয়া শিবিরের দাবি এই ঘটনার জন্য দায়ী কংগ্রেস। ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে এক কংগ্রেস নেতাকে। আসুন শুনে নিই।
নতুন বছরের শুরুতেই রাম মন্দিরের উদ্বোধন। মন্দিরের পুরোহিত হিসেবে সদ্য ঘোষণা হয়েছে গাজিয়াবাদের যুবকের নাম। ঠিক তারপরই নেটদুনিয়ায় প্রকাশ পেল যুবকের অশ্লীল ছবি, ভিডিও। ঘটনায় রীতিমতো উত্তাল নেটদুনিয়া। যদিও ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে ওই ছবি বা ভিডিও সম্পূর্ণ ভুয়ো। অভিযোগ, এই কাজ করেছেন কংগ্রেস নেতা হিতেন্দ্র পিথাদিয়া।
আরও শুনুন: রামমন্দিরের পুরোহিত হতে চান ৩০০০ জন, বেতন কত জানেন?
দীর্ঘ আন্দোলনের পর মিলেছিল বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির অনুমতি। এই মন্দিরকে সামনে রেখেই একাধিক রাজনৈতিক প্রকল্পের পালে হাওয়া দিয়েছে দেশের গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী মোদির হাতে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর পুরোদমে শুরু হয়েছিল মন্দির নির্মাণের কাজ। বর্তমানে তা প্রায় শেষের মুখে। কেমন হবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই। একইসঙ্গে মন্দিরের পুজোর দায়িত্ব পাচ্ছেন কারা তা নিয়েও কৌতুহলের কমতি ছিল না। জানা গিয়েছিল, রাম মন্দিরের পুরোহিত হওয়ার জন্য আবেদন জানিয়েছেন ৩০০০ জন। সম্প্রতি তাদের মধ্যে থেকে গাজিয়াবাদের মোহিত পাণ্ডের নাম ঘোষণা হয়েছিল। এত কম বয়সে রাম মন্দিরের পুরোহিত হিসেবে নিযুক্ত হওয়ায় সহজেই শিরোনাম দখল করেছিলেন মোহিত। এবার তাঁকে নতুন করে চর্চায় মেতেছে নেটদুনিয়া। নেপথ্যে রয়েছে কিছু অশ্লীল ভিডিও এবং ছবি। ভাইরাল ওই ছবি ও ভিডিওতে ঠিক মোহিতের মতোই এক যুবককে দেখা গিয়েছে। শুধু তাই নয়, ওই যুবকের কপালেও তিলক রয়েছে। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন ভিডিওতে সত্যিই রাম মন্দিরের নবনিযুক্ত পুরোহিত রয়েছেন। আর এই জল্পনা আরও স্পষ্ট হয় কংগ্রেস নেতা হিতেন্দ্র-র পোস্টে। তিনি সরাসরি ওই ছবি শেয়ার করে, রাম মন্দিরের নব নিযুক্ত পুরোহিতের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। ছবি বা ভিডিও আদৌ সত্যি কিনা সেসব যাচাই না করেই এমনটা করেন হিতেন্দ্র। যা একেবারেই ভালো চোখে দেখেনি দেশের গেরুয়া শিবির।
আরও শুনুন: ১০০০ বছরেও দরকার হবে না মেরামতির, কী এমন প্রযুক্তি থাকছে রাম মন্দিরে?
ঘটনায় নেটদুনিয়ায় হইচই শুরু হওয়ার পরই প্রমাণ করে দেওয়া হয় ওই ভিডিও বা ছবি সম্পূর্ণ ভুয়ো। ভিডিওতে দেখতে পাওয়া যুবক যে মোহিত নন, তাও সাফ জানিয়ে দেওয়া হয়। এদিকে না জেনে হিতেন্দ্র কেন রাম মন্দিরের পুরোহিত সম্পর্কে এমন অভিযোগ আনলেন, সেই নিয়ে শুরু হয় বিতর্ক। ঘটনার জল গড়ায় প্রশাসন অবধি। বিজেপির অভিযোগ, কংগ্রেস নেতাই ভিডিও-টির নেপথ্যে রয়েছেন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাম মন্দিরের পুরোহিতের নামে কুৎসা ছড়াতে এমনটা করেছেন তিনি। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এই অভিযোগে কংগ্রেস নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে গুজরাট পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। তবে নেটদুনিয়ায় এখনও ঘটনার রেশ কাটেনি। বিশেষ করে গেরুয়া শিবিরে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তাপ ছড়িয়েছে। আগেও রাম মন্দির ইস্যুতে বচসায় জড়িয়েছে কংগ্রেস-বিজেপি। সাম্প্রতিক ঘটনার জেরে আরও একবার তা উসকে উঠল, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
फर्जी खबरें फैलाने और हिंदुओं की धार्मिक भावनाओं को ठेस पहुंचाने के लिए @Uppolice और @ayodha_police से पंकज पुनिया @PankajPuniaIND और हितेंद्र पिथड़िया @HitenPithadiya खिलाफ कड़ी कार्रवाई करने का अनुरोध🙏 pic.twitter.com/bGgONIxb2V
— 1990 kid (@sank80551) December 12, 2023