শুধু অস্কারে নয়। ভোট প্রচারেও হাজির ‘লাপাতা লেডিস’। সম্প্রতি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে অভিনব উদ্যোগ নিয়েছে কংগ্রেস। ঠিক কীভাবে লাপাতা লেডিস-দের প্রচারে কাজে লাগাবে হাত শিবির? আসুন শুনে নেওয়া যাক।
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন আসন্ন। কোমর বেঁধে প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রত্যেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন কিছু করার। তবে সকলের নজর কেড়েছে হাত শিবিরের প্রচার। সদ্য অস্কারের আশকারা পাওয়া লাপাতা লেডিস সিনেমাকেই প্রচারের ব্যবহার করতে চলেছে। যদিও তার নেপথ্যে রয়েছে বিশেষ এক কারণ।
আরও শুনুন:
স্বর ফিরে পাক ‘লাপাতা’ মেয়েরা, নারীর অধিকার দখলেরই নিশান যেন অস্কারের মনোনয়নে
ভোট প্রচারে অভিনবত্ব থাকাই স্বাভাবিক। একঘেয়ে প্রচার শুনতে বা দেখতে কেউই পছন্দ করেন না। তাই যে কোনও নির্বাচনের আগে অভিনব কায়দায় প্রচারের চেষ্টা চালায় রাজনৈতিক দলগুলি। লোকসভা নির্বাচনেও সেই ছবি স্পষ্ট হয়েছিল। এবার পালা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের। ইতিমধ্যেই ভোট উৎসবের আগমনে নতুন করে সেজে উঠছে মহারাষ্ট্র। আর সেখানেই দেখা গেল লাপাতা লেডিস-দের। ঠিক ধরেছেন, কিরণ রাও পরিচালিত জনপ্রিয় সিনেমাটির কথাই বলছি। সম্প্রতি এই ছবির নাম ও পোস্টারের ধরণ ব্যবহার করে নির্বাচনী প্রচার শুরু করেছে কংগ্রেস। তবে সিনেমার পোস্টারে থাকা নায়িকাদের মুখ এখানে বোঝা যাচ্ছে না। হাতে আঁকা সিল্যুয়েটে অবয়ব স্পষ্ট। সেইসঙ্গে রয়েছে সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, দেবেন্দ্র ফড়নবীর এবং অজিত পাওয়ারের ছবি। সেক্ষেত্রেও অবশ্য চোখ মুখ আঁকা হয়নি। কায়দা করে অবয়বটুকু দেখিয়ে ইঙ্গিত করা হয়েছে নেতাদের। এখানেই শেষ নয়। প্রচারের ছবিতে বড় বড় করে লেখা ‘৬৪০০০ মহিলা এক বছরে নিখোঁজ’। আর সেই সূত্রেই ব্যবহার হয়েছে ‘লাপাতা লেডিস’ শব্দবন্ধ।
আরও শুনুন:
নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন দেশজুড়ে, অথচ সিরিয়াল জুড়ে সেই গার্হস্থ্য হিংসা
আসলে, নির্বাচনী প্রচারে কোনও দল স্রেফ নিজেদের কথা বলে না। বিরোধীদের ভুল ত্রুটি সামনে এনে কটাক্ষও করে। মহারাষ্ট্রে ভোট প্রচারে এমনটাই করেছে কংগ্রেস। বিরোধী শিবির তথা সে রাজ্যের বর্তমান শাসকদল মহিলা সুরক্ষায় ব্যর্থ! এই অভিযোগই সামনে আনতে চেয়েছে হাত শিবির। সোজাসুজি সেকথা বললে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করবে না। তাই লাপাতা লেডিস সিনেমার পোস্টার ব্যবহার করে সাজানো হয়েছে বার্তা। বিভিন্ন জায়গায় এই পোষ্টার লাগানো হয়েছ। ব্যবহার করা হয়েছে মারাঠী ভাষা। যাতে সকলের কাছে বার্তা পৌঁছে যায়। মহারাষ্ট্রে মহিলা সুরক্ষা নিয়ে বরাবরই শাসক শিবিরকে কাঠগড়ায় তোলে বিরোধীপক্ষ। সম্প্রতি বদলাপুরে শিশু নির্যাতনের ঘটনা সেই আগুনে ঘি ঢেলেছে। ভোটের আগে এই ঘটনাকে সামনে রেখেই প্রচারে নামছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। তাতে বিগত কয়েক বছরে রাজ্য থেকে নিখোঁজ হয়ে যাওয়া মহিলাদের তালিকাও জুড়েছে। তথ্য পরিসংখ্যান তুলে ধরে এই ইস্যুতে শাসকদলকে নিশানা করছে কংগ্রেস। একনাথ শিন্ডের সরকারও অবশ্য চুল নেই। মহিলা সুরক্ষায় একাধিক পদক্ষেপের কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। এই আবহে কংগ্রেসের অভিনব প্রচার নতুন করে নজর কেড়েছে সকলের। তবে এর প্রভাব ভোটবাক্সে আদৌ পড়ে কি না তা নিশ্চিতভাবে বলতে পারছে না ওয়াকিবহাল মহল।