আনন্দের জিনিস। জয়রাইড। কিন্তু একটু এদিক ওদিক হলে তা যে কী বিপদ ডেকে আনতে পারে, সম্প্রতি তারই সাক্ষী থাকল বিশ্বাবসী। একটি রাইড যান্ত্রিক ত্রুটির কারণে বিগড়ে যাওয়ায় প্রায় ১০০ ফুট উঁচুতে ঝুলে থাকল দুই খুদে। সেই ছবি প্রকাশ্যে আসতেই ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
আনন্দের মুহূর্ত এক লহমায় বদলে গেল বিপদে। এক কার্নিভালে মজা করতে জয়রাইডে চড়েছিল জনাকয় খুদে। আচমকাই বিগড়ে গেল সেটি। আর তারপরই যা ঘটল তাতে হাড় হিম হল উপস্থিত সকলের। প্রায় ১০০ ফুট উঁচুতে ঝুলে থাকল দুই খুদে।
আরও শুনুন: এ কেমন সাজ! মরণাপন্ন কোভিড রোগীর সাজে পোজ দিয়ে বিতর্কে মডেল
ঘটনা অস্ট্রেলিয়ার। সেখানে চলছিল এক কার্নিভাল। আর সেই উপলক্ষেই বসেছিল জয়রাইড বা নাগরদোলা। প্রত্যাশিত ভাবেই কচিকাঁচাদের ব্যাপক ভিড় ছিল একে ঘিরে। যথানিয়মে তা চালুও হয়েছিল। কিন্তু আচমকাই গিয়ারবক্সে গণ্ডগোল দেখা দেয়। কিন্তু ততক্ষণে জয়রাইড তো চালু হয়ে গিয়েছে। একেবারে উপরে উঠে গিয়েছে দুইজন খুদে। ওই অবস্থাতেই রাইডটি বন্ধ হয়ে যায়। আর ভয়ের স্রোত নেমে আসে উপস্থিত জনতার মধ্যে। খেয়াল করে তাঁরা দেখেন, অনেকগুলি বাচ্চা নেমে আসতে পারলেও, দুজন বাচ্চা আটকে আছে অনেকটা উপরে। অনেকটা মানে অনেকটাই। সাধারণ মানুষের নাগালের একেবারে বাইরে। হিসেব করে দেখতে গেলে তা প্রায় ১০০ ফুটের বেশি উচ্চতা। প্রায় শূন্যে ঝুলছে দুজন বাচ্চা।
আরও শুনুন: পৃথিবীতে ফের ছড়িয়ে পড়তে পারে অজানা ভাইরাস-ব্যাকটেরিয়া, জানেন কীভাবে?
এরপর ক্রমশ কাটতে থাকে আতঙ্কের প্রহর। তড়িঘড়ি খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে। কঠিন পরিস্থিতি থেকে তাঁরা মানুষকে উদ্ধার করেন ঠিকই, তবে এখানে অত উপরে দুজন বাচ্চা ঝুলছিল বলেই তাঁদের কাজটা ছিল বেশ কঠিন। উদ্ধারের পর্যাপ্ত সময়টুকু পাওয়া যাবে কি-না, বাচ্চাগুলো সেই সময়টুকু ধৈর্য ধরে ভয়হীন ভাবে অপেক্ষা করতে পারবে কিনা, এরকম হাজারও চিন্তা ঘুরছিল তাঁদের মাথায়। সেই অবস্থাতেই শুরু হয় কাজ। ক্রেন ও ল্যাডারের মাধ্যমে তাঁরা বাচ্চা দুটির কাছে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু উচ্চতা তো আর কম নয়। এইভাবে ১০০ ফুটের উচ্চতায় পৌঁছানো আর বাচ্চা দুটিকে উদ্ধার করতে সময় লেগে যায় প্রায় আধ ঘণ্টা। তবে সব ভালো যার শেষ ভালো তার। বাচ্চা দুটিকে যে শেষ পর্যন্ত নিরাপদে নামানো সম্ভব হয়েছে, এতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন সকলে।
বাকি অংশ শুনে নিন।