ফের মাওবাদী হামলার স্মৃতি ফিরিয়েছে দান্তেওয়াড়া। বিস্ফোরণে নিহত হয়েছেন ১০ জন জওয়ান। তাঁদের শেষকৃত্যেই দেখা গেল এক মর্মান্তিক দৃশ্য। শহিদ জওয়ানের চিতার উপর শুয়ে পড়লেন স্ত্রী। তাঁর হাহাকারের সামনে শোকস্তব্ধ হয়ে যান সকলেই। শুনে নেওয়া যাক।
শহিদ জওয়ানের চিতার উপরে আছড়ে পড়েছেন স্ত্রী। কেঁদে আকুল হয়ে দুহাত দিয়ে যেন আগলে রাখতে চাইছেন নিহত স্বামীকে। আর এহেন দৃশ্যের সামনে দাঁড়িয়ে চোখের জল ধরে রাখতে পারেননি কেউই। দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় নিহত শহিদের শেষকৃত্যে এমনই মর্মস্পর্শী ঘটনার সাক্ষী হয়ে থাকল গোটা গ্রাম।
আরও শুনুন: অন্য ধর্মের ছেলের সঙ্গে কথা কীসের? মহারাষ্ট্রে তরুণীর হিজাব ধরে টান যুবকদের
সম্প্রতি ফের মাওবাদী হামলার স্মৃতি ফিরিয়েছে দান্তেওয়াড়া। ছত্তিশগড়ের এই এলাকায় মাওবাদী দমন অভিযানেই গিয়েছিলেন ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড তথা ডিআরজি-র জওয়ানরা। সেখানেই পুলিশের কনভয়ের উপর হামলা চালায় মাওবাদীরা। হামলা থেকে বেঁচে ফেরা এক রক্ষী জানিয়েছেন, সাত গাড়ির কনভয়ে মোট ৭০ জন জওয়ান ছিলেন সেদিন। এই কনভয়ে থাকা সাতটি গাড়ির মধ্যে তৃতীয়টিতে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। আইইডি বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক সহ ১০ জওয়ানের। এই নিহত জওয়ানদের মধ্যেই ছিলেন রাজু কারাতাম এবং জগদীশ কাবাসি। দুজনেই দান্তেওয়াড়া জেলার বড়ে গডরা অঞ্চলের বাসিন্দা। বিস্ফোরণের পর শহিদের মর্যাদায় গ্রামে ফিরিয়ে আনা হয় তাঁদের দেহ। কড়া নিরাপত্তার মধ্যেই শেষকৃত্য করা হয় দুই শহিদের।
আরও শুনুন: সুইসাইড নোটের বানান ভুল নিয়ে রসিকতা মোদির, পালটা রাহুল-প্রিয়াঙ্কার
সেই অন্ত্যেষ্টিক্রিয়াতেই রাজুর স্ত্রীকে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি কেউই। এই যুবকের দেহ চিতায় তুলে দেওয়ার পর আকস্মিকভাবেই তার উপরে আছড়ে পড়েন তাঁর স্ত্রী রেশমা। তিনি কাঁদতে কাঁদতে বলতে থাকেন, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। স্বামীর অকালমৃত্যুর পর এই তরুণী যে কার্যত অসহায় হয়ে পড়েছেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে ওই তরুণীর হাহাকার উপস্থিত সকলকেই আরও বিচলিত করে তোলে। কোনোক্রমে তাঁকে সরিয়ে নিয়ে যান অন্যান্য মহিলারা। আর তারপরেই শেষকৃত্য সম্পন্ন করা হয়। মাওবাদী হামলায় নিহত এই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কড়া হাতে সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।