‘পাপা কেহতে হ্যায় বড়া নাম করেগা, বেটা হামারা অ্যায়সা কাম করেগা’ – হিন্দি সিনেমার এই বিখ্যাত গানটি নিশ্চয়ই শুনেছেন। সব বাবা-ই চান তাঁর সন্তান বড় হয়ে এমন কিছু করুক, যা তাঁর মুখ উজ্জ্বল করবে। ছোটবেলা থেকে সন্তানের চেষ্টাও থাকে তেমনই। কিন্তু উত্তরাখণ্ডের এক যুবক বাবার প্রতি ভালবাসা প্রকাশ করতে গিয়েই পড়লেন বেজায় বেকায়দায়। কাণ্ডখানা কী ঘটিয়েছিলেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
বাবা-কে সম্ভবত একটু বেশিই ভালবাসেন উত্তরাখণ্ডের এক যুবক। তাই গাড়ির নম্বর প্লেটে কায়দা করে লিখেছিলেন- ‘পাপা’। এমনকি সেই গাড়ি চালিয়ে দেদার ঘুরেও বেড়িয়েছেন। অবশ্য ধরা পড়তেই মোটা টাকা জরিমানা করল পুলিশ। বদলাতে হল নম্বর-প্লেটও।
আরও শুনুন: এক ঘণ্টা আলিঙ্গনের দাম ৭০০০ টাকা, অভিনব ব্যবসা খুলে তাক লাগালেন ব্যক্তি
কিন্তু নম্বর প্লেটে সংখ্যার বদলে, পাপা কেন লিখলেন ওই যুবক? এ-প্রশ্ন অনেকেরই। আর তার উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল, অদ্ভুত এক কায়দা করতে গিয়েই বেকায়দায় পড়েছেন তিনি। গাড়ির ইংরেজি নম্বরের কিছুটা অংশ এমনভাবে তিনি লিখেছেন, যা হিন্দি হরফে ‘পাপা’ শব্দটির রূপ নিয়েছে। ইংরাজিতে ‘4141’ লিখলে তা হিন্দি হরফে ‘পাপা’ লেখার মতোই দেখতে লাগে। এদিকে যুবকটি আবার তার উপর জুড়েছেন একটি মাত্রা। যার ফলে একেবারেই স্পষ্ট হয়েছে বাবা শব্দের হিন্দি প্রতিরূপ। নিঃসন্দেহে এ ভারী বুদ্ধিমত্তার কাজ। কিন্তু ট্রাফিক আইনের চোখে এমন কাজ একেবারে শাস্তিযোগ্য অপরাধ। টুইটারে একটি ছবি দেখে এই গাড়ির কথা জানতে পারে উত্তরাখণ্ড পুলিশ। তৎক্ষণাৎ গাড়ির মালিককে ডেকে পাঠানো হয়। প্রথমে মোটা টাকার জরিমানা। তারপর গাড়ির নম্বর প্লেট বদলে সাধারণ ভাবে নম্বর লেখার নির্দেশ দেওয়া হয়। টুইটারে একটি ছবি প্রকাশ করেছে পুলিশ। সেখানে দেখা যাচ্ছে, গাড়িটির পুরনো ও নতুন নম্বর প্লেট লাগানো ছবি। এখানেই শেষ নয়। উত্তরাখণ্ড পুলিশের কর্তারা সেই ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন এক মজার প্যারোডি। যার ফলে পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ‘পাপা কেহতে হ্যায়’ গানটির সঙ্গে সঙ্গত রেখেই তাঁরা লিখেছেন মজার ছড়া- ‘পাপা কহতে হ্যায় বড়া নাম করেগা, গাড়িকে প্লেট পর পাপা লিখেগা, মগর ইয়ে তো কোই না জানে, কে অ্যায়সে প্লেট পর হোতি হ্যায় চালান।’ বেশ বোঝা যাচ্ছে পুলিশ এই ধরনের নম্বর প্লেট ব্যবহার না-করতেই সতর্ক করেছেন সমস্ত চালককে।
আরও শুনুন: অনস্ক্রিন প্রেমিকাকে চুমু খাওয়ার জন্য আত্মত্যাগ! মাংস খাওয়াই ছাড়লেন ‘থর’ সিনেমার নায়ক
১৯৮৯ সালের মোটর ভেহিকল আইন অনুযায়ী এ-দেশে সব গাড়িতে নম্বর প্লেট বসাতে হয়। সেই আইন বলছে, ব্যক্তিগত চার চাকার গাড়ি ও দু’চাকার যানে সাদা ফলকের উপর কালো কালি দিয়ে নম্বর লিখতে হবে। ফলকে কোনও ছবি, বিশেষ শৈলী, কারও নাম ব্যবহার করা যাবে না। কিন্তু মুশকিল একটাই। আমাদের দেশে এত নিয়ম কজন মানেন? গাড়ির উপর অজস্র স্টিকার বা ছবি হামেশাই দেখা যায়। অনেকে নিজের নাম বা প্রিয়জনের নাম বেশ কায়দা করেই লিখে রাখেন গাড়িতে। সে নয় তাও মানা গেল। তবে নম্বর প্লেটে এমন কায়দা করলেই বরাদ্দ জরিমানার কোপ। পুলিশের এই পোস্ট ভাইরাল হতেই আরও অনেককে বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায়। সব জায়গাতেই দেখা যাচ্ছে গাড়ির নাম্বার প্লেটে কায়দা করে অন্য কিছু লেখা। পুলিশকে ট্যাগ করে তাঁরা ব্যবস্থা নিতে বলেছেন সেইসব গাড়ির চালকদের বিরুদ্ধেও।