আরও একবার প্রধানমন্ত্রী হন মোদি। আশায় বুক বেঁধেছেন গেরুয়া সমর্থকরা। তবে স্রেফ দেশের মানুষ নয়, প্রবাসীরাও চাইছেন মসনদে ফিরুন মোদিই। সমর্থন বোঝাতে এবার কার র্যালির আয়োজন করলেন তাঁরা। কোথায় জানেন? আসুন শুনে নেওয়া যাক।
এ যেন কলিকালের ‘অশ্বমেধ যজ্ঞ’! স্রেফ ঘোড়ার অভাব। বদলে ছিল গাড়ি। তৃতীয়বারের জন্য মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে এমনই এক ‘যজ্ঞের’ আয়োজন করেছিলেন প্রবাসীরা। যা আদপে বিরাট এ কার র্যালি। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে তা করা হয়েছে, তাতে অনায়াসে অশ্বমেধ যজ্ঞের সঙ্গে তুলনা করা যায়।
আরও শুনুন: ভোট এগোতেই বদলে যাচ্ছে ‘৪০০ পার’ স্লোগানের অর্থ, পালটে দিলেন খোদ মোদিই
আগেকার দিন এই বিশেষ যজ্ঞ রাজার ক্ষমতা প্রদর্শণের ধরণ ছিল। যজ্ঞ শেষে রাজার ঘোড়া ছেড়ে দেওয়া হত। উন্মত্ত ঘোড়া নিজের মতো যেদিকে ইচ্ছা ছুটে যেত। শহর, গ্রাম এমনকি গোটা রাজ্যও পেরিয়ে যেত ওই ঘোড়া। নিয়ম ছিল, যে যে অঞ্চলের উপর দিয়ে ওই ঘোড়া যাবে তার বাসিন্দারা রাজার বশ্যতা স্বীকার করবেন। বাধা দিলেই শুরু হবে যুদ্ধ। মানে প্রতিবাদ জানালে বুঝিয়ে দিতে হবে, সে রাজার থেকেও ক্ষমতাবান। গণতান্ত্রিক ভারতবর্ষে রাজা নেই। কেউ নিজেকে রাজা বলে দাবিও করেননি। তবু সমর্থকরা যে মোদিকে খানিক ওই নজরেই দেখেন, এমনটা বলাই যায়। তাই সকলেই চাইছেন মসনদে আবার ফিরুন নরেন্দ্র মোদি। একই দাবি প্রবাসীদেরও। তবে স্রেফ দাবি তুলেই থেমে থাকেননি তাঁরা। আয়োজন করেছেন এমন এক কর্মসূচির যাকে অশ্বমেধের সঙ্গে তুলনা করাই যায়।
আরও শুনুন: হিন্দু রাজাদের ইংরেজ-প্রীতির নিন্দে, অথচ রাহুলকে মুসলিম-খোঁচা দিতে মোদির হাতিয়ার তাঁরাও
আসলে, মোদি সমর্থন বোঝাতে বিরাট কার র্যালির ব্যবস্থা করেছিলেন প্রবাসীরা। বেশিরভাগই গুজরাটের মানুষ। কর্মসূত্রে বা অন্য কোনও কারণে দেশের বাইরে থাকেন। তবে ভোট দিতে দেশে ফিরেছেন সকলেই। এই কদিন এখানে থেকেই মোদির হয়ে গলা ফাটাবেন। সেই কর্মসূচির অংশ এই কার র্যালি। যদিও একে অশ্বমেধের সঙ্গে তুলনার বিশেষ কারণ রয়েছে। প্রবাসীরা র্যালির আয়োজন করেছিলেন আমেদাবাদ থেকে সুরাট অবধি। এর মধ্যে ৯টি লোকসভা কেন্দ্র পড়ে। অনেকেই মনে করছেন, ওই ৯টি লোকসভাই যেন বিজেপির দখলে থাকে, তা নিশ্চিত করতেই এই কার র্যালি। যদিও এখানে র্যালির গাড়ি আটকানোর মতো ব্যাপার ঘটেনি। হলেও অবশ্য কেউ যুদ্ধ করতে যেতেন না। কাজেই প্রবাসীদের অনেকেই মনে করছেন এই র্যালির প্রতি সমর্থন জানিয়েছেন ওই এলাকার মানুষজন। ২৭০ কিমির এই র্যালিতে অংশ নিয়েছিলেন প্রায় ৩০০ প্রবাসী। গুজরাটের বাসিন্দা নন এমন মানুষও ছিলেন র্যালিতে। সম্পূর্ণ আয়োজনের সঙ্গে যোগ ছিল স্থানীয় বিজেপি নেতৃত্বেরও। সবমিলিয়ে কার্যত সফল ভাবেই সম্পন্ন হয় এই র্যালি। কিছুদিন আগে মোদির জয় লাভের প্রার্থনা জানিয়ে রামমন্দিরে হাজির হয়েছিলেন প্রবাসীরা। এবার এই কার র্যালির আয়োজন করেও নিজেদের মোদি সমর্থনের কথা সকলের সামনে তুলে ধরলেন তাঁরা।