জন্মসূত্রে একজন ব্রাহ্মণও ভারতীয় নন, তাঁরা সকলেই ভিনদেশি। তাই অবিলম্বে ব্রাহ্মণদের দেশ থেকে তাড়ানো হোক। সম্প্রতি এমনই বিতর্কিত মন্তব্য করেছেন এক আরজেডি নেতা। ঠিক কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি? আসুন শুনে নিই।
ব্রাহ্মণরা ভারতীয় নন। জন্মসূত্রে তাঁরা রাশিয়ান। এঁদের জন্যই দেশজুড়ে এত সমস্যা। তাই ব্রাহ্মণদের দেশ থেকে তাড়ানো হোক। সম্প্রতি এমনই দাবি তুলেছেন এক আরজেডি নেতা। তাঁর সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। এহেন মন্তব্যের জেরে উসকে উঠেছে বিতর্ক। বিহারের নেতাকে তোপ দেগেছে বিজেপি শিবিরও।
আরও শুনুন: থ্রি-ডি প্রিন্টারেই তৈরি আস্ত বাড়ি! সংস্থার অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা মোদির
বর্তমানে বিহারের মসনদের দখল আরজেডি-র হাতেই। লালু-যুগ পেরিয়ে দলের দায়িত্ব পৌঁছেছে লালুপুত্র তেজস্বী যাদবের হাতে। সেই আরজেডি দলেরই জনপ্রিয় নেতা যদুবংশ যাদব, সম্প্রতি এক দলীয় কর্মীসভায় এমন বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর দাবি, কোনও ব্রাহ্মণ ভারতীয় নন। জন্মসূত্রে তাঁরা রাশিয়ান। ব্রাহ্মণদের ডিএনএ পরীক্ষা নাকি এমনটাই জানাচ্ছে, বলে দাবি ওই নেতার। একইসঙ্গে তাঁর বক্তব্য, ব্রাহ্মণদের জন্যই দেশে এত সমস্যা। এঁরা এ দেশে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছেন। তাই আরজেডি নেতার পরামর্শ, অবিলম্বে দেশ থেকে ব্রাহ্মণদের বিতাড়িত করা হোক। সেইসঙ্গে তাঁর আরও দাবি, তাঁরা অর্থাৎ যাদব বংশের সদস্যরাই হলেন আসল ভারতীয়।
আরও শুনুন: ৩ লাখের পেয়ালায় চা পান নীতা আম্বানির! কেন এই কাপের এত দাম?
তাঁর এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা দেখার পর ওই নেতাকে কটাক্ষ করেছেন অনেকেই। স্বাভাবিকভাবেই এহেন মন্তব্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপিও। শুধু যদুবংশ যাদব-ই নন, পাশাপাশি গোটা আরজেডি দলেরই সমালোচনায় সরব হয়েছেন এক বিজেপি নেতা। এইসব মন্তব্যের কারণেই দেশে হিংসাত্মক ঘটনা ঘটে বলে তাঁর দাবি। কোনোভাবেই এই মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে সাফ জানিয়েছেন তিনি। গেরুয়া শিবির থেকে যেখানে বারেবারেই এনআরসি প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়, উঠে আসে হিন্দুত্ববাদী মন্তব্যও, সেখানে ব্রাহ্মণদেরই বহিরাগত বলা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি।