দেশের যাবতীয় সমস্যা, অভিযোগ এড়িয়ে রাজনৈতিক দলগুলি যদি কেবল ধর্ম নিয়েই মাতামাতি করে, তবে তার ফল হতে পারে মারাত্মক। এমনটাই মনে করতেন আম্বেদকর। রাম মন্দির উদ্বোধনের আগে তাঁর সেই ভাবনাকেই ফেরালেন বাবাসাহেবের নাতি। কী প্রসঙ্গে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠলেন আম্বেদকর? আসুন, শুনে নেওয়া যাক।
প্রাতিষ্ঠানিক ধর্মের ভেতরে যে অনেকসময়েই বিভাজনের সূত্রগুলি মাথাচাড়া দিয়ে ওঠে, নিজের জীবন দিয়ে সে কথা জেনেছিলেন আম্বেদকর। আর সেই বিভাজনের রাজনীতিকে নাকচ করার জন্যেই ছিল তাঁর জীবনভর লড়াই। রাম মন্দির ঘিরে যখন ফের উসকে উঠছে ধর্মীয় রাজনীতির প্রশ্নটি, সেই সময়ে বাবাসাহেবের সেই ভাবনাকে মনে করালেন তাঁরই নাতি প্রকাশ আম্বেদকর। রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ হাতে নিয়েও আম্বেদকরের ধর্মভাবনাকেই গুরুত্ব দিলেন তিনি।
আরও শুনুন: বাবরি ধ্বংস উচিত কাজ হয়নি! শেষবেলায় পুরনো বিতর্ক উসকে দিলেন কর্নাটকের ধর্মগুরু
জমির মালিকানা চেয়ে মন্দির ও মসজিদ পক্ষের টানাপোড়েন চলছিল দীর্ঘদিনই। তার মধ্যেই তিন দশক আগে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই বিতর্কিত জমিতেই শেষ পর্যন্ত গড়ে উঠেছে রাম মন্দির। যা ঘিরে দেশজুড়ে সাজো সাজো রব। ভক্তির সেই বিপুল স্রোতে আপাতত দেশের অন্যান্য ইস্যু অনেকখানিই ব্যাকফুটে। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই মন্দিরকে যে নির্বাচনী হাতিয়ার করেছে গেরুয়া শিবির, তা বলার অপেক্ষা রাখে না। যার জেরে বিরোধীদেরও মন্দির রাজনীতি নিয়ে মাথা না ঘামিয়ে উপায় নেই। আর এই পরিস্থিতিতেই ফিরল বাবাসাহেব আম্বেদকরের ধর্মভাবনার কথা।
আরও শুনুন: ‘রাম নয়, তাঁবুতে পুতুল সাজিয়েছিল বিজেপি’, মন্দির উদ্বোধনে বিস্ফোরক কর্নাটকের কংগ্রেস মন্ত্রী
আসলে মন্দির উদ্বোধনে ডাক পেয়েছেন আম্বেদকরের বংশধর প্রকাশ। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় তিনি খোলাখুলি জানিয়েছেন, এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না তিনি। আর সেই অংশ না নেওয়ার কারণ ধর্মের বিরোধিতা নয়, রাজনীতির বিরোধিতা। তাঁর সাফ বক্তব্য, বিজেপি-আর.এস.এস শিবির যেভাবে এই অনুষ্ঠানের দখল নিয়েছে, তাতে একে প্রায় ভোট রাজনীতির কর্মসূচি বানিয়ে ফেলা হয়েছে। এই প্রসঙ্গেই বাবাসাহেবের কথা টেনে প্রকাশ বলেছেন, এই ইস্যু নিয়ে আগেই সতর্ক করেছিলেন বাবাসাহেব। তিনি বলেছিলেন, যদি রাজনৈতিক দলগুলি দেশের আগে ধর্মকে স্থান দেয়, তাহলে দেশের স্বাধীনতাই ফের প্রশ্নের মুখে পড়বে, এবং হয়তো বরাবরের মতোই স্বাধীনতা হারাবে দেশ। সত্যি বলতে, যে দেশ নানারকমভাবে বৈচিত্র্যকে ধারণ করে আছে, একমাত্রিক ভাবনায় পুরে দিলে এমনিতেই সেই বৈচিত্র্যের স্বাধীনতা হরণ করা হয়। আম্বেদকরের সেই ভাবনাই বর্তমান ভারতে সত্যি হয়ে দাঁড়িয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন তাঁর উত্তরসূরি। রাম মন্দিরের আমন্ত্রণ ফেরানোর পাশাপাশি তাই আম্বেদকরের ভাবনাকেও আরও একবার উসকে দিলেন প্রকাশ।