বিরোধীদের দাবি, বাবরি ধংস করে রামমন্দির গড়ার নেপথ্যে বড় ভূমিকা তাঁরই। উত্তরপ্রদেশের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, কল্যাণ সিং-এর মৃত্যুদিনটিকেই এবার দেশজুড়ে ‘হিন্দু গৌরব দিবস’ বলে পালন করতে চায় বিজেপি। আর এই ঘোষণাতেই উসকে উঠেছে নয়া বিতর্ক। শুনে নেওয়া যাক।
পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। তার আগে হিন্দুত্বের তাস খেলতে তৎপর বিজেপি শিবির। তাই এবার দেশজুড়ে ‘হিন্দু গৌরব দিবস’ পালনের ডাক বিজেপির। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং-এর মৃত্যুদিনটিকেই এই উপলক্ষে বেছে নিয়েছে কেন্দ্রের শাসক দল। যে ঘোষণা নতুন করে বিতর্ক উসকে দিল রাজনৈতিক মহলে।
আরও শুনুন: ইমাম শাহ হলেন সদগুরু মহারাজ, হিন্দু ভক্তরা পিরের নাম বদলে দিতেই ক্ষুব্ধ মুসলিমরা
আসলে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং-এর দিকে বারবারই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপিবিরোধীরা। বাবরি ধ্বংসের ঘটনায় অন্যতম কারিগর ছিলেন তিনিই, এমনটাই অভিযোগ করেন অনেকে। আসলে ১৯৯২-এর ৬ ডিসেম্বর, যেদিন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়, সেই সময়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। সুপ্রিম কোর্টে বাবরি রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল তাঁর সরকার। কিন্তু বিরোধীদের অভিযোগ, কল্যাণের নির্দেশেই পুলিশ-প্রশাসন সেদিন হাত গুটিয়ে ছিল। যার ফলে প্রকাশ্যে দিনের আলোতেই বাবরি মসজিদ ভেঙে ফেলে হিন্দু করসেবকেরা। আর সুপ্রিম কোর্টের রায়ে সেই মসজিদের জায়গাতেই এখন গড়ে উঠছে রামমন্দির। বাবরি মসজিদ অক্ষত থাকলে রামমন্দির মামলার জল যে আরও গড়াত, তা বলাই যায়। সেই থেকেই বিজেপি-সহ হিন্দুত্ববাদীদের চোখে হিন্দু বীরের মর্যাদা পেয়ে আসছেন কল্যাণ সিং। যদিও বাবরি রক্ষার প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে ৬ ডিসেম্বরই কল্যাণ সিংয়ের সরকারকে কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকার বরখাস্ত করে। তবে হিন্দুত্ববাদীদের স্বপ্নপূরণের নেপথ্যে উত্তরপ্রদেশের এই বিজেপি নেতার যে বড় ভূমিকা ছিল, তা খোলা গলায় স্বীকার করে গেরুয়া শিবির। আর লোকসভা ভোটের আগে সেই গুরুত্বকেই ফের তুলে ধরতে চাইছে তারা, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। শুধু ‘হিন্দু গৌরব দিবস’ পালনই নয়, যোগীরাজ্যের স্কুলে কল্যাণ সিং-এর জীবনী পড়ানোর ঘোষণাও করা হয়েছে।
আরও শুনুন: প্রতি স্বাধীনতা দিবসে বদলে যায় প্রধানমন্ত্রী মোদির পাগড়ি, নেপথ্যে কি ভোটের অঙ্ক?
২০২১ সালে কল্যাণ সিং-এর শেষকৃত্যে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষ নেতানেত্রীরা। এবার তাঁর মৃত্যুদিনে, ‘হিন্দু গৌরব দিবস’ পালন করতে হাজির থাকবেন অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ সকলেই। রাজনৈতিক অঙ্ক মাথায় রেখেই ‘হিন্দু আইকন’ হিসেবে কল্যাণ সিং-কে তুলে ধরতে তৎপর বিজেপি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।