বিতর্ক যেন পিছু ছাড়ছে না কংগ্রেসের। সম্প্রতি দুই বিজেপি সাংসদকে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। এবার ভারতের বিকৃত মানচিত্র ব্যহারের অভিযোগ উঠল সেই হাত শিবিরের বিরুদ্ধেই। ঠিক কী ঘটেছে? আসুন শুনে নেওয়া যাক।
ভারতের ম্যাপ, কিন্তু যেমনটা সবাই চেনে তেমন নয়। কাশ্মীরের কিছু অংশ তাতে বাদ রাখা হয়েছে। আর সেই মানচিত্রের ছবিই ব্যবহার হয়েছে কংগ্রেসের বিজ্ঞাপনে। ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি। দলের তরফে রীতিমতো কটাক্ষ করা হয়েছে হাত শিবিরকে।
ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক এই প্রথম নয়! এর আগেও বিকৃত মানচিত্র ব্যবহারের অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে। তালিকায় বিজেপির নামও ছিল। বিকৃতি বলতে পূর্ব-পশ্চিম বা দক্ষিণের কোনও অংশ নিয়ে নয়, স্রেফ কাশ্মীর নিয়ে। ২০২৩ সালে মোদিকে নিয়ে করা এক ভিডিওতে দেখানো মানচিত্রে বাদ পড়েছিল কাশ্মীর এবং লাদাখ। সম্প্রতি কংগ্রেসের বিরুদ্ধে প্রায় একই অভিযোগ উঠেছে। দাবি, হাত শিবিরের দলীয় অধিবেশনের বিজ্ঞাপনে যে মানচিত্রের ছবি রয়েছে সেখানে ‘পাক অধিকৃত কাশ্মীর’ এবং ‘আকসাই চিন’ অনুপস্থিত। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত মনে করছে বিজেপি। তাই এই ইস্যুতে কংগ্রেসকে রীতিমতো কটাক্ষ করেছে মোদির দল। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর দাবি, বিশেষ কাউকে তুষ্ট করতেই এমনটা করা হয়েছে। তাঁর ইঙ্গিত, এইভাবে ভোটব্যাঙ্ক ভরাতে চাইছে কংগ্রেস। শুধু তাই নয়, বিজেপির আরও অভিযোগ, এমন বিকৃত মানচিত্রের ছবি বিজ্ঞাপনে রেখে, কাশ্মীরকে ‘পাকিস্তানের অংশ’ এবং আকসাই চিনকে ‘চিনের অংশ’ প্রমাণ করতে চাইছে কংগ্রেস। যা ভারতের সার্বভৌমত্বের প্রতি চূড়ান্ত অশ্রদ্ধাকে ইঙ্গিত করে বলেই দাবি বিজেপি নেতার। তবে স্রেফ বিকৃত মানচিত্র প্রকাশ নয়, আরও একটা কারনে এই ইস্যু নিয়ে এত জলঘোলা হচ্ছে।
ঠিক কী সেই কারণ?
শুনতে অবাক লাগলেও, এই অনুষ্ঠানের সঙ্গে দেশের স্বাধীনতার ঐতিহ্য জড়িয়ে। যে বিজ্ঞাপন নিয়ে এত হইচই, তা কর্নাটকের বেলগাভিতে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে প্রকাশ্যে এসেছে। দাবি, ওই অধিবেশনেরই বিজ্ঞাপন এটি। স্রেফ বিকৃত মানচিত্র নয়, সেখানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের ছবিও রয়েছে। তবে এর ঐতিহাসিক গুরুত্ব অন্য জায়গায়। আসলে, ১০০ বছর আগে ১৯২৪ সালে মহাত্মা গান্ধীর সভাপতিত্বে এই বেলগাভিতেই কংগ্রেসের অধিবেশন বসেছিল। আর সেটিই ছিল গান্ধীর সভাপতিত্বে কংগ্রেসের একমাত্র অধিবেশন। দলের তরফেও এই অধিবেশনকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। কিন্তু সেখানে যে এমন বিতর্ক দানা বাঁধবে, তা কল্পনাও করেননি কেউ। এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতে প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেসও। যদিও এর জন্য ক্ষমা চায়নি হাত শিবির। বরং বিষয়টাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছে হাত শিবির। কংগ্রেসের এক মুখপাত্রের দাবি, এটি দলের অফিসিয়াল বিজ্ঞাপন নয়, কোনও অনুগামীর তৈরি। ভুলের দায় সরাসরি দলের নয়, এমনটাই ইঙ্গিত কংগ্রেস নেতার। তবে বিষয়টা নিয়ে তাঁরাও খোঁজখবর করছেন বলেই জানিয়েছেন তিনি। তবে এটুকুতে চিঁড়ে ভেজেনি! বরং কংগ্রেসের এই সাফাই নিয়েও পালটা কটাক্ষ করেছে বিজেপি। সবমিলিয়ে এই ইস্যুতে নতুন করে বিতর্ক তৈরি হল কংগ্রেসের বিরুদ্ধে।