বাস স্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়টি দেখতে অনেকটা মসজিদের মতো। আর এই আদলই না-পসন্দ এক বিজেপি নেতার। তাহলে কী করণীয়? অবিলম্বে তা ভেঙে ফেলতে হবে। নিদান নেতার। আর তাতেই শুরু হয়েছে জোর বিতর্ক। ঘটনায় কী প্রতিক্রিয়া কংগ্রেসের? আসুন শুনে নিই।
ভারতীয় রাজনীতিতে বেশ কিছুদিন হল অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে বুলডোজার। অবৈধ নির্মাণ ভাঙা থেকে শুরু করে যে কোনও কাজে বুলডোজারের আবির্ভাব মানেই নেপথ্যে থাকে কিছু-না-কিছু রাজনৈতিক চাপানউতোর। কখনও কখনও এ নিয়ে জল গড়িয়েছে আদালত পর্যন্ত। সেই বুলডোজারকেই ফের শিরোনামে ফিরিয়ে আনলেন কর্ণাটকের বিজেপি নেতা প্রতাপ সিংহ। মসজিদের আদলের তৈরি বাস স্ট্যান্ডের এক যাত্রী প্রতীক্ষালয় নিয়ে তাঁর মন্তব্য, যদি সেগুলো ভেঙে না ফেলা হয়, তো তিনিই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবেন। তাঁর এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক।
আরও শুনুন: অন্য ধর্মের কথা জানাও জরুরি, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে তাই পাঠ গীতা-উপনিষদের
সে-রাজ্যের এই বিশেষ যাত্রী প্রতীক্ষালয়ের ছবিটি বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল। নেহাতই মসজিদের আদলে নির্মিত একটি প্রতীক্ষালয় নাকি এটা আসলে মসজিদই- এই নিয়ে আলোচনা চলছিল। কেউ কেউ আবার মসজিদের আদলে যাত্রী প্রতীক্ষালয় তৈরির বিরোধিতাও করেছিলেন। সেই আলোচনার সূত্রেই মন্তব্য করেন বিজেপি সাংসদ। তিনি জানান, নেটদুনিয়ার এই চর্চা তাঁর চোখে পড়েছে। তিনি নিজেও খেয়াল করে দেখেছেন যে, প্রতীক্ষালয়ের মাঝখানে আছে একটি বড় গম্বুজ। তার দু-পাশে দুটি ছোট গম্বুজ। তাঁর মতে, এই আদল যে মসজিদের তা নিয়ে সংশয় নেই। আর এতেই তাঁর আপত্তি। নেতা দাবি করেন, অবিলম্বে প্রশাসন ব্যবস্থা নিয়ে এই প্রতীক্ষালয় ভেঙে দিক। নইলে তিনিই দায়িত্ব নিয়ে জেসিবি দিয়ে এই নির্মাণ গুঁড়িয়ে দেবেন।
প্রশাসনের পক্ষ থেকে যদিও এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। এই নির্মাণের নকশায় প্রশাসন সায় দিয়েছিল, নাকি নির্মাণকারী সংস্থা নিজের মর্জিমতো এটি বানিয়েছে, তা-ও স্পষ্ট নয়। তবে মসজিদের আদলে বাস স্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয় যে থাকতে পারে না, তা নিয়ে নেতার মতামত স্থির। তাঁর দাবি, যে ইঞ্জিনিয়ররা এটা তৈরি করেছেন, তাঁদেরই উচিত এই নির্মাণ ভেঙে ফেলা।
আরও শুনুন: ক্যানসারে আক্রান্ত প্রেমিকা মৃত্যুর মুখে, গোটা হাসপাতাল সাজিয়ে বিয়ের আয়োজন যুবকের
নেতার এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেসও। কর্ণাটকের কংগ্রেস প্রধান সেলিম আহমেদ জানিয়েছেন, রাজ্যের প্রশাসনিক ভবনগুলির কোনও কোনওটাতে গম্বুজ দেখা যায়। বিজেপি নেতা কি এবার সেগুলোও ভাঙতে শুরু করবেন? এই ধরনের মন্তব্য যে সাংসদের বোকামির পরিচয়, এমনটাই দাবি কংগ্রসের।