মাস পয়লা মানেই ব্যাঙ্কে ছোটা। হ্যাঁ এই ডিজিটাল যুগেও পুরনো সেই ছবিটা মোটামুটি রয়েই গিয়েছে। ২০২২-এর প্রথম মাস প্রায় শেষ, ক্যালেন্ডারের পাতা উলটে গেল বলে! ফেব্রুয়ারিতে ব্যাঙ্কে যাওয়ার প্ল্যান করছেন যাঁরা, তাঁরা জানেন তো, কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? হ্যাঁ, নিয়মিত ছুটি ছাড়াও রাজ্যভেদে আরও কয়েকটি আলাদা ছুটির দিন থাকছে ফেব্রুয়ারিতে। আসুন, শুনে নেওয়া যাক।
পেনশনভোগী হোন বা চাকুরিজীবী – মাসের গোড়ায় ব্যাঙ্কে একবার যেতেই হয়। গোড়ায় না হলেও মাসে একবার না একবার আজও বহু মানুষই ব্যাঙ্কে যান। সেরে নেন প্রয়োজনীয় কাজকর্ম। এদিকে আবার করোনার চোখরাঙানি তো পুরোপুরি যায়নি। তাই অনেকেই আগেভাগে পরিকল্পনা করে রাখেন। অর্থাৎ কবে কোনসময় ব্যাঙ্কে যাবেন তা ঠিক করে রাখেন। তার জন্য জেনে রাখা জরুরি যে, কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু বেশ কয়েক দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। হ্যাঁ, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার যেরকম ধরাবাঁধা ছুটি থাকে, তা তো থাকছেই। তা ছাড়াও এ মাসে আছে বেশ কয়েকটি ছুটির দিন। জানা যাচ্ছে, এ মাসে অন্তত ১১ দিন ছুটি রয়েছে ব্যাঙ্কের। এমনিতেই ফেব্রুয়ারি ক্যালেন্ডারের সব চেয়ে ছোট মাস। রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার নির্দেশ অনুসারে, এই ছুটির দিনগুলো রাজ্যভেদে আলাদা আলাদা। দেখে নেওয়া যাক, কোন কোন দিন কোথায় কোথায় বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা।
আরও শুনুন: জালিয়াতি করতে এসে ৭৩ বছরের বৃদ্ধার বুদ্ধিতে কুপোকাত, শ্রীঘরে যুবক
২ ফেব্রুয়ারি, বুধবার সিকিমে বন্ধ থাকবে ব্যাঙ্ক। স্থানীয় সোনম লোচর উপলক্ষে সেদিন ছুটি ব্যাঙ্ককর্মীদের।
৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। সেই উপলক্ষে কলকাতায় বন্ধ ব্যাঙ্ক। বন্ধ থাকবে ভুবনেশ্বর ও আগরতলাতেও।
৬ ফেব্রুয়ারি, রবিবার এমনিতেই ছুটি থাকে ব্যাঙ্কের।
১২ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় শনিবার। ফলে এই দিনটা নিয়মমাফিক বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৩ ফেব্রুয়ারি ফের রবিবার, অর্থাৎ ছুটির দিন।
১৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার। হজরত আলির জন্মদিন উপলক্ষে লখনউ ও কানপুরে ছুটি ব্যাঙ্কে। আবার ওই দিনই মণিপুরে বিশেষ উৎসব, ফলে সেখানেও বন্ধ থাকবে পরিষেবা।
১৬ ফেব্রুয়ারি, বুধবার। এইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে চণ্ডিগড়ে।
১৯ ফেব্রুয়ারি, শনিবার ছত্রপতি শিবাজী জয়ন্তী উপলক্ষে মুম্বই, নাগপুর ও বেলাপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২০ ফেব্রুয়ারি, রবিবার নিয়মমাফিক ব্যাঙ্কের ছুটি।
২৬ ফেব্রুয়ারি, মাসের চতুর্থ শনিবার অর্থাৎ স্বাভাবিক নিয়মেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
আর ২৭ ফেব্রুয়ারি রবিবারও নিয়মমাফিক ছুটি ব্যাঙ্ককর্মীদের।
আরও শুনুন: একই দেশে দুই ছবি… আয় কমল ৮৪% দেশবাসীর, ওদিকে ফুলেফেঁপে উঠছেন ধনকুবেররা
সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক ছুটি ছাড়াও বেশ কয়েকটি অতিরিক্ত ছুটিও থাকছে। তাই হুটহাট পৌঁছে গিয়ে ফিরে না এসে, এই তালিকা মেনেই বরং কবে ব্যাঙ্কের কাজ করবেন তা ঠিক করে ফেলুন।