‘ডানা’র দাপটে কারও যেন ক্ষতি না হয়, আগাম সতর্ক ছিল প্রশাসন। বিভিন্ন স্তরে তৎপরতার সঙ্গে কাজও হয়েছে। এই আবহে নেটদুনিয়ায় ভাইরাল এক মহিলার ভিডিও। দেখা যাচ্ছে, কাঁধে করে এক বৃদ্ধাকে আশ্রয় শিবিরে নিয়ে যাচ্ছেন তিনি। জানেন তাঁর পরিচয়? আসুন শুনে নেওয়া যাক।
ওড়িশা এবং বাংলা, দুই রাজ্যেই প্রভাব ফেলবে ‘ডানা’। এমনই পূর্বাভাস ছিল হাওয়া অফিসের। সেইমতো তৎপর ছিল প্রশাসন। ঝড় আসার আগে উপকূল এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়। আর সেখানেই দেখা যায়, এক মহিলা কাঁধে করে বৃদ্ধাকে নিয়ে যাচ্ছেন। ঘটনার ভিডিও প্রকাশ পেতেই মহিলার প্রশংসায় পঞ্চমুখ হয় নেটদুনিয়া।
আরও শুনুন:
ওড়িশা ছুঁয়ে ‘ডানা’র ঝাপট কি লাগবে বাংলায়? শত শত বছর আগেও একই ভয় দেখাত ঘূর্ণিঝড়
সাইক্লোন জাতীয় শক্তিশালী ঝড় এলে সবথেকে বেশি ক্ষতি হয় উপকূল এলাকার। তাই প্রশাসনের তরফেও এই অঞ্চলের মানুষদেরই সবার আগে নিরাপদে সরানো হয়। কিন্তু চাইলেই তো একবারে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। উদ্ধারকাজে সময় লাগে। তবে ঝড় সেকথা মানবে কেন! যে কোনও সময় তা আগেই আছড়ে পড়তে পারে স্থলভাগে। তখন বিপদ আরও বাড়বে। তাই এতটুকু সময় নষ্ট করতে চাননি শিবানী মণ্ডল। বৃদ্ধার হাঁটতে অসুবিধা হচ্ছে দেখে কাঁধে তুলে নেন তাঁকে। সেই ভাবেই রওনা দেন ত্রাণ শিবিরের উদ্দেশে। ঠিক ধরেছেন, এই মহিলার ভিডিও-ই নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে। শিবানী পেশায় একজন আশাকর্মী। ঝড়ের আগে সকলকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তাঁর। তবে সরকারি নির্দেশে কোথাও লেখা ছিল না, কাঁধে করে দুর্গতদের নিয়ে যেতে হবে। নিজে থেকেই শিবানী এমনটা করেছেন মানবতার খাতিরে। তাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। জানা গিয়েছে, এই ঘটনা ওড়িশার কেন্দ্রাপাড়ার খাসমুন্দা নামে এক গ্রামের। ভিডিওতেই বোঝা যাচ্ছে, এলাকায় রীতিমতো বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট পিছল। তার মধ্যে বয়স্কদের হাঁটাচলা করা কঠিন। তাই একবারও না ভেবে বৃদ্ধাকে কাঁধে তুলে রওনা দেন শিবানী।
আরও শুনুন:
লাদাখের জন্য শুধু নয়, ভোগবাদের বিরুদ্ধে ওয়াংচুকের অনশনের ডাকে নতুন ভাবনা
ওড়িশার এক সংবাদ সংস্থার তরফেই ঘটনার ভিডিও পোস্ট হয়। সেখানেই শিবানীর পরিচয় জানানো হয়েছে। সংস্থার তরফে তাঁর প্রশংসা করে লেখা হয়েছে, নারীশক্তিকে শুভেচ্ছা। নেটদুনিয়ায় অন্যান্যরাও এর সঙ্গে সহমত হয়েছেন। শিবানীর প্রশংসা করে বাকিরাও একইকথা লিখেছেন। এইভাবে সাহসীকতার পরিচয় দিয়ে সকলের মন জয় করেছেন আশাকর্মী শিবানী।