বিলকিস বানোর ধর্ষকরা ব্রাহ্মণ, অতএব সুসংস্কারী। বিজেপি শিবিরের বিধায়কের এই মন্তব্যের পালটা দিলেন আসাদউদ্দিন ওয়াইসি। এই ইস্যুতে গান্ধী হত্যার প্রসঙ্গও তুলে আনলেন তিনি। ঠিক কী বললেন ওয়েইসি? আসুন, শুনে নেওয়া যাক।
বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১১ জনকেই দেশের স্বাধীনতা দিবসে মুক্তি দিয়েছে গুজরাট সরকার। জেল থেকে মুক্তি পাওয়ার পর গলায় মালা পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে কার্যত বরণ করে নেওয়া হয়েছে তাদের। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। আর সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে গোধরার বিধায়কের মন্তব্য। এবার তার পালটা দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
আরও শুনুন: বিলকিস বানোর ধর্ষণকারীদের মুক্তিতে চলল মিষ্টি বিতরণ, কী বলছেন বিলকিসের স্বামী?
বিলকিস বানোর গণধর্ষকদের মুক্তি দেওয়ার অন্যতম পরিকল্পনাকারী, গোধরার বর্তমান বিধায়ক সি কে রউলজি সম্প্রতি বলেন, ওই ব্যক্তিরা সকলেই ব্রাহ্মণ, সুতরাং তারা সুসংস্কারী। তাঁর সাফ দাবি, “এখানে নিশ্চয়ই কারও খারাপ উদ্দেশ্য ছিল ওদের কোণঠাসা করে শাস্তি দেওয়ার।” যদিও ধর্ষকদের নিয়ে তাঁর এহেন মন্তব্যের জেরে বিতর্ক শুরু হতেই ওই বিধায়ক জানিয়েছেন, আসলে তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তবে এই পরিস্থিতিতে ওই মন্তব্যের তীব্র সমালোচনা করে গেরুয়া শিবিরের উদ্দেশে তোপ দেগেছেন ওয়াইসি। তাঁর মতে, গুজরাট হোক কি কাঠুয়া, ধর্ষকদের পাশে দাঁড়ানোই আসলে বিজেপির নীতি। এই ইস্যুতে কাঠুয়ার আসিফা-হত্যার প্রসঙ্গ টেনেও বিজেপি শিবিরকে বিঁধলেন ওয়াইসি। প্রশ্ন তুললেন, গণধর্ষণ কিংবা কোনও শিশুকে হত্যা করাই কি তাহলে ভাল সংস্কার বলে গণ্য হবে? এই সুযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নারী শক্তি’ সংক্রান্ত বক্তব্যকেও বিঁধতে ছাড়েননি ওয়াইসি। প্রধানমন্ত্রীর কাজে ও কথায় বিপুল ফারাক রয়েছে বলেই দাবি তাঁর। পাশাপাশি এআইএমআইএম প্রধানের বক্তব্য, ভয়ংকর অপরাধ করার পরেও সামাজিকভাবে উঁচু জাত হওয়ার কারণে ছাড়া পেয়ে যাচ্ছে কোনও কোনও অপরাধী। এদিকে জাত ধর্মের সুবাদেই প্রমাণ সাবুদ কিছু ছাড়াই বিনা প্রমাণে বছরের পর বছর ধরে অনেককে জেলে আটকে রাখা হচ্ছে। অপরাধীদের কারামুক্তির ইস্যুতেই ওয়াইসি তুলে এনেছেন মহাত্মা গান্ধীকে হত্যার কথাও। গান্ধিকে হত্যার দায়ে অভিযুক্ত নাথুরাম গডসে-কে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছিল বলে ঈশ্বরের উদ্দেশেই ধন্যবাদ জানিয়েছেন ওয়াইসি।
আরও শুনুন: নেতাজির ‘মৃত্যুবার্ষিকী’ স্মরণ কংগ্রেসের, টুইট করেও মুছে ফেললেন অন্য শিবিরের নেতারা
বিলকিস বানো মামলার দোষীদের মুক্তি দেওয়া নিয়ে সরগরম দেশ। ধর্ষকদের মুক্তির নির্দেশ প্রত্যাহারের আরজি জানিয়ে ইতিমধ্যেই ছহাজারেরও বেশি আবেদন জমা পড়েছে আদালতে। এবার কার্যত সেই সুরেই সুর মেলালেন আসাদউদ্দিন ওয়াইসিও।