যৌন হেনস্তার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে দিনের পর দিন আন্দোলন করে চলেছেন কুস্তিগিরেরা। তারপরেও সম্বল হতাশাই। আর সাক্ষী মালিকদের এই বিক্ষোভের মাঝেই ভারতীয় ক্রীড়ায় অবদান নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরালেন অঞ্জু ববি জর্জ। কী বলেছেন তিনি? শুনে নেওয়া যাক।
ভারতীয় ক্রীড়াজগতে বিপ্লব এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে খেলাধুলোর যা পরিস্থিতি ছিল, তার সম্পূর্ণ ভোল বদলে দিয়েছেন তিনি। সম্প্রতি এই মর্মেই প্রধানমন্ত্রীকে দেদার প্রশংসায় ভরালেন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পদকজয়ী প্রথম ভারতীয়, অঞ্জু ববি জর্জ। শুধু তাই নয়, নিজে ভুল সময়ে খেলার দুনিয়ায় এসেছিলেন বলেও আফসোস করতে ছাড়েননি তিনি। তাঁর দাবি, মোদির আমলে যদি তিনি দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে নামতেন, তবে তা তাঁকে অনেক বেশি সুযোগ সুবিধা দিত।
আরও শুনুন: প্রতিবাদে কুস্তি ছাড়লেন সাক্ষী, তবু যেন নির্বিকার স্বদেশ
বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লংজাম্পের কিংবদন্তি তারকা অঞ্জু। সেখান থেকেই ইদানীং কালে দেশের ক্রীড়াজগতের হালচাল নিয়ে কথা বলেন তিনি। অঞ্জু জানান, প্রায় ২৫ বছর ধরে খেলার জগতে রয়েছেন তিনি। ফলে এই জগতের অদলবদল অনেকটাই তাঁর নিজের চোখে দেখা। এই ইস্যুতেই নিজের অভিজ্ঞতার কথাও জানান তিনি। বছর কুড়ি আগে তাঁর হাত ধরেই অ্যাথলেটিকসে প্রথম আন্তর্জাতিক পদক পেয়েছিল দেশ। ২০০৩ সালে প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে উইমেন’স লং জাম্প বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অঞ্জু। সেখানেই ব্রোঞ্জ পদক জিতে নিয়েছিলেন তিনি। আক্ষেপের সুরে অঞ্জু জানিয়েছেন, তারপরেও তাঁর কর্মক্ষেত্রে পর্যন্ত প্রোমোশন মেলেনি। কিন্তু সম্প্রতি নীরজ চোপড়ার পদকজয়ের পর যেভাবে সেই জয় উদযাপন করা হয়েছে, তাতেই জাতীয় ক্রীড়াজগতের ভোলবদল চোখে পড়ছে বলে মত অঞ্জুর। তিনি মনে করেন, নারীর ক্ষমতায়ন কথাটি এই আমলে আর কথার কথা নয়। বরং দেশের মেয়েদের পক্ষে এখন স্বপ্ন দেখা সহজ, কারণ তারা জানে সেই স্বপ্ন সত্যি হবে।
আরও শুনুন: এ কোন ‘অমৃতকাল’! সাক্ষী-ভিনেশরা মাটিতে পড়ে, মাটিতে মিশল দেশের সম্মানও
এ কথা সত্যিই যে, সাম্প্রতিক কালে বিশ্বের দরবারে বারবার দেশের নাম উজ্জ্বল করেছেন ভারতের ক্রীড়াবিদরা। অলিম্পিকে কিংবা বিশ্বকাপে ভারতের সাফল্যের পর ক্রীড়াবিদদের সাধুবাদ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তবে এর উলটো পিঠটিও তো রয়েছে। জাতীয় স্তরের কুস্তিগিরদের দীর্ঘ আন্দোলন যে দিকটিকে ফের সামনে নিয়ে এসেছে। বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগত, বজরং পুনিয়া-রা। কিন্তু সেই আন্দোলন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে ক্রীড়াজগতের তাবড় ব্যক্তিত্ব, প্রায় সকলেই। নয়া সংসদ ভবনের সামনে ধরনা দেওয়া কুস্তিগিরদের কার্যত টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ফেডারেশনে নতুন করে নির্বাচন হলেও শীর্ষে বসেছেন ব্রিজভূষণের ঘনিষ্ঠই। এই পরিস্থিতিতে কুস্তি ছেড়ে দেওয়ার ঘোষণাও করে ফেলেছেন হতাশ সাক্ষী মালিক। সেই ইস্যুতে অবশ্য আগাগোড়া নিশ্চুপেই ছিলেন অঞ্জু ববি-রা। তবে সাম্প্রতিক কালে সাক্ষীদের ক্ষোভ যখন ফের নতুন করে ঝড় তুলছে দেশের ক্রীড়াজগতে, সেই সময়েই খেলার দুনিয়ার উন্নয়ন নিয়ে মুখ খুললেন পদকজয়ী তারকা।