দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সমান গুরুত্ব দিতে হবে মেয়েদেরও। যে কোনও কাজে নারীরা যদি সমানভাবে অংশগ্রহণ করেন তাহলেই সমাজের সামগ্রিক উন্নতি সম্ভব। এ কথা বলে নারীদের সমানাধিকারের পক্ষেই এবার সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। কোন প্রসঙ্গে এমন মন্তব্য করলেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
মহিলাদের সম্পর্কে সাধারণত প্রাচীনপন্থী ধারণারই পরিচয় দেয় আর.এস.এস, এমনটাই মত রাজনৈতিক মহলের। সেই ধারণাকে ভেঙে ফেলতেই এবার সচেষ্ট হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। নাগপুরে আয়োজিত আরএসএসের বার্ষিক র্যালির সূচনা করার পর সংঘ প্রধান মোহন ভাগবতের মুখে শোনা গেল মেয়েদের সমানাধিকারের কথা। পাশাপাশি কর্মক্ষেত্রে মেয়েদের সমান সুযোগ দেওয়ার কথাও তুলে ধরলেন তিনি।
আরও শুনুন: স্কুলের মধ্যেই মাজার বানানোর নির্দেশ, আপত্তি সরস্বতী পুজোয়… মধ্যপ্রদেশে বরখাস্ত মুসলিম শিক্ষিকা
এদিন ভাগবত বলেন, সমাজের অর্ধেক অংশ জুড়ে রয়েছেন নারীরা। জগতে সৃষ্টির মূল আধার তাঁরাই। আমরা তাঁদের জগৎজননী বলে সম্মান করি। অথচ সামাজিক স্বীকৃতির ক্ষেত্রে তাঁদের অস্তিত্ব সবসময় পর্দার আড়ালে। কোনও কাজের প্রসঙ্গ এলেই তাঁদের অধিকারের সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়। শুধুমাত্র কোনও বিদেশি শক্তির আক্রমণ হলেই আমাদের সেই মায়ের কথা মনে পড়ে। তখন তিনিই রক্ষাকর্ত্রী। আর বাকি সময় তাঁর পায়ে অদৃশ্য শিকল। বিজয়া দশমীর পর আরএসএসের মঞ্চে দাঁড়িয়ে কার্যত সমাজে মেয়েদের সমানাধিকারের পক্ষেই জোর সওয়াল করলেন মোহন ভাগবত। সমাজে নারীর গুরুত্ব সম্পর্কেও সকলকে অবহিত করতে চাইলেন তিনি।
আরও শুনুন: জামা পরলেই হওয়া যাবে অদৃশ্য, নয়া আবিষ্কারের পথে বিজ্ঞানীরা
একইসঙ্গে সংঘের প্রতি প্রচলিত ধারণার বিরুদ্ধাচরণ করেছেন মোহন ভাগবত। এই হিন্দুত্ববাদী সংগঠনটির ভাবনাচিন্তা রীতিমতো পিতৃতান্ত্রিক বলেই মনে করেন অনেকে। সেই ধারণার পালটা হিসেবেই এবার সংঘ প্রধান তুলে আনলেন এমন কয়েকজন নারীর কথা, সংঘ প্রতিষ্ঠার সময় থেকেই যাঁদের যথাযথ সম্মান দিয়ে আসছে কেন্দ্র। তাঁর মতে, সংঘের অভ্যন্তরে ভারসাম্য বজায় রাখার স্বার্থেই পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বিভাগ করা হয়েছে। কিন্তু সেবামূলক কাজের ক্ষেত্রে লিঙ্গভেদ ভুলে গিয়ে তাঁরা সকলেই একত্রে কাজ করেন। একইসঙ্গে দেশের জনসংখ্যায় ভারসাম্যহীনতাকে গুরুত্বপূর্ণ বিপদ বলে চিহ্নিত করেন তিনি। এক্ষেত্রে বলপূর্বক ধর্মান্তরকেই দায়ী করেছেন তিনি। সম্প্রতি নবরাত্রির সময় লাভ জিহাদ ইস্যুতে বারেবারে সরব হয়েছিল গেরুয়া শিবির। এবার নিজের বক্তব্যে বলপূর্বক ধর্মান্তর করার কথা টেনে পরোক্ষে মুসলিমদেরই আবার বিঁধলেন মোহন ভাগবত।