ইন্ডিয়া থেকে ভারত, এই নামবদলের বিতর্কের মাঝেই অখণ্ড ভারত গড়ার কথা মনে করালেন সংঘপ্রধান মোহন ভাগবত। দাবি করলেন, কল্পনা নয়, বাস্তবে রূপ নেবে অখণ্ড ভারতের ধারণা। আর তাও হবে খুব তাড়াতাড়িই, এমনটাই বুঝিয়ে দিলেন আরএসএস প্রধান। ঠিক কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
অলীক কল্পনা নয় অখণ্ড ভারত (Akhand Bharat)। খুব শীঘ্রই সেই ভারতের ধারণা বাস্তব হতে চলেছে। দেশের নামবদলের জল্পনার মাঝেই এমন আশ্বাস দিলেন খোদ সংঘপ্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। সম্প্রতি নাগপুরে এক ছাত্র সমাবেশে তিনি সাফ জানিয়ে দিলেন, বয়স বাড়ার আগেই এই প্রজন্ম সেই অখণ্ড ভারতের সাক্ষী হবে। শুধু তাই নয়, তিনি ইঙ্গিত দিলেন, সেই অখণ্ড ভারত বাকিদের ঈর্ষার কারণ হবে। যারা আগেই এ দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে নয়া দেশ গড়েছিল, নতুন ভারতে ফেরার জন্য তারা আপশোশ করতে বাধ্য হবে বলেই দাবি সংঘপ্রধানের। যদিও এরপরেই তিনি মনে করিয়ে দেন, কেবল মানচিত্রের বিভেদ মুছে দিলেই ভারতীয় হওয়া সম্ভব নয়। ভারতীয় হওয়ার অর্থ ভারতের স্বভাবকে আত্মস্থ করা। অর্থাৎ ইচ্ছে করলেই যে অখণ্ড ভারতে যে কেউ থাকতে পারবে না, সে কথা কার্যত স্পষ্ট করে দিয়েছেন মোহন ভাগবত (Mohan Bhagwat)।
আরও শুনুন: Bharat: ‘ইন্ডিয়া’ নামের দাবিদার কি পাকিস্তান? ভারতের নামবদলের জল্পনার মাঝেই নয়া রটনা
এ কথা সকলেরই জানা যে, ব্রিটিশ আমল পর্যন্ত ভারতবর্ষের যা মানচিত্র ছিল, স্বাধীনতার সময় তা পালটে যায়। কিছু অংশ নিয়ে পাকিস্তান গড়ে ওঠে, আর বাকি অংশটি একত্রে স্বীকৃতি পায় ইন্ডিয়া নামে। দেশীয় ভাষায় তাকে ভারত বলা হলেও, ইংরেজি নামটিই মান্যতা পেয়েছে দেশবিদেশের প্রশাসনিক ক্ষেত্রে। সেই অনুযায়ীই তৈরি হয়েছে দেশের সংবিধান। কিন্তু ভারতীয় সংবিধান যা-ই বলুক না কেন, অখণ্ড ভারতের ধারণা, ইন্ডিয়ার বদলে ভারত নামকরণ, সবকিছু নিয়েই বারবার সওয়াল করে গিয়েছে সংঘ। আরএসএস নেতাদের যুক্তি, ব্রিটিশদের দেওয়া ইন্ডিয়া নামটি আসলে ‘অখণ্ড ভারত’-এর (Akhand Bharat) ধারণার পরিপন্থী। সেই কারণেই বিজেপি সরকার এবার দেশের নামবদলের পথে ঝুঁকতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই জল্পনার মধ্যেই ‘অখণ্ড ভারত’ ইস্যুতে সরব হলেন সংঘপ্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)।
আরও শুনুন: Bharat: ইন্ডিয়াই ভারত! সংবিধানের প্রসঙ্গ টেনে বিরোধীদের একহাত নিলেন জয়শঙ্কর
সম্প্রতি নাগপুরে এক সমাবেশে ছাত্রদের মুখোমুখি হন তিনি। সেখানেই অখণ্ড ভারত নিয়ে এক প্রশ্নের জবাবে সংঘপ্রধান বলেন, ঠিক কবে অখণ্ড ভারতের ধারণা বাস্তবায়িত হবে, তা নিশ্চিত করে বলা যায় না। তবে এই ধারণাকে বাস্তব করে তোলার জন্য ছাত্রদেরও পরিশ্রম করতে হবে বলে মনে করিয়েছেন তিনি। আর সেই পরিশ্রমের জোরেই তারা শীঘ্রই অখণ্ড ভারতকে বাস্তব করে তুলবে, এমনটাই আশা মোহন ভাগবতের।