লোকসভা অধিবেশনে রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। রাহুলের দেখানো অভয়মুদ্রা নিয়েও জোর চর্চা চলছে। নিজের বক্তব্যে রাহুল যেভাবে বিজেপিকে বিঁধেছেন, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মোদি-শাহ সকলেই। তবে স্রেফ বিজেপি নেতৃত্ব নন। রাহুলের মন্তব্যে ভুল খুঁজে পেয়েছেন আজমের শরিফের প্রধানও। ঠিক কী দাবি তাঁর? আসুন শুনে নেওয়া যাক।
ভয়হীন হওয়ার বার্তা দেয় অভয়মুদ্রা। লোকসভা অধিবেশনে এই চীহ্ন দেখিয়েই বিজেপিকে বিঁধেছেন রাহুল গান্ধী। একইসঙ্গে অভয়মুদ্রা কীভাবে অন্যান্য ধর্মের সঙ্গে জড়িত সেই উদাহারণও দিয়েছেন কংগ্রেস নেতা। তাঁর মন্তব্য ইসলামের প্রসঙ্গও এসেছে। এতেই আপত্তি মুসলিম ধর্মগুরুর। রাহুলের মন্তব্যকে খন্ডন করে তিনিও সাফ জানিয়েছে, ইসলামে অভয়মুদ্রা নেই।
আরও শুনুন: চোখা বক্তৃতায় বাজিমাত রাহুলের, তবুও কোন কোন অংশ বাদ গেল সংসদের খাতায়?
লোকসভার অষ্টাদশ অধিবেশনে শুরু থেকেই শাসক-বিরোধী তরজা তুঙ্গে। একের পর এক দুর্নীতির প্রসঙ্গ ধরে কেন্দ্রকে বিঁধছেন বিরোধী শিবিরের নেতারা। এই আবহে ধর্মের প্রসঙ্গ টেনে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। স্রেফ মুখের কথা নয়, বক্তব্যের মাঝে বিশেষ প্রতীকী এবং কিছু ধর্মীয় ছবি দেখিয়েছেন রাহুল। তাঁর আচরণে আপত্তি তোলেন স্পিকার ওম বিড়লা। তাতেও এতটুকু দমে যাননি বিরোধী দলনেতা। সকলের উদ্দেশে ভয়হীন হওয়ার বার্তা দিয়েছেন রাহুল। আর সেখানেই ব্যবহার করেছেন অভয়মুদ্রা। কখনও শিবের ছবি, কখনও ইসলামের প্রতীক দেখিয়ে রাহুল বোঝাতে চেয়েছেন সব ধর্ম এইভাবে ভয়হীন হওয়ার কথা বলে। প্রতিটি ছবি ব্যাখ্যাও করেছেন রাহুল। প্রথমে শিবের ছবি দেখিয়ে, মহাদেবের অভয়মুদ্রা কী অর্থ বহন করছে তা বুঝিয়ে দেন রাহুল। এরপরই ইসলামের প্রতীক বোঝাচ্ছে এমন একটি ছবি সামনে আনেন। কোরানের অংশ পাঠ করে রাহুল বলেন, ইসলাম ধর্মও ভয়হীন হওয়ার কথাই বলে। এই ধর্মের সঙ্গেও যোগ রয়েছে অভয়মুদ্রার। রাহুলের কথায় নমাজ পাঠের সময় মুসলিমরা যখন দুই হাত সামনের দিকে রাখেন, তখন ডান হাত অভয়মুদ্রার প্রতীক বহন করে।
আরও শুনুন:
বিচারপতিকে ‘ভগবান’ মনে করলেই সর্বনাশ! হুঁশিয়ারি খোদ প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের
তবে রাহুলের এই মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন আজমের শরীফের প্রধান। তাঁর দাবি, রাহুল যেভাবে ইসলামের সঙ্গে অভয়মুদ্রার যোগ দেখিয়েছেন তা সম্পূর্ণ ভুল। ইসলামে এমন কিছুর উল্লেখ নেই। এমনকি ইসলাম কোনও মূর্তির উল্লেখ নেই বলেই জানিয়েছেন মুসলিম ধর্মগুরু। এ প্রসঙ্গে ইসলাম ধর্মের নিয়মের কথা উল্লেখ করেছেন তিনি। তবে এসবের সঙ্গে কোনওভাবেই অভয়মুদ্রার যোগ নেই। যদিও স্রেফ ইসলাম নয়। নিজের বক্তব্যে শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টধর্মের সঙ্গেও অভয়মুদ্রার যোগ দেখিয়েছেন রাহুল। সব ধর্মের প্রতীক দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন কীভাবে কোন ধর্মের সঙ্গে অভয়মুদ্রা জড়িয়ে রয়েছে। তবে ইসলাম ধর্মের ক্ষেত্রে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তা মেনে নেননি মুসলিম ধর্মগুরুই।