ফিল্ম স্কুলের পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে কী ভাবছেন তিনি? প্রশ্ন করতেই সিপিএম সাংসদকে পালটা তোপ দাগলেন অভিনেতা প্রকাশ রাজ। বুঝিয়ে দিলেন, কথায় নয়, কাজের উপরেই তাঁর ভরসা। পড়ুয়াদের দাবির প্রেক্ষিতে ওই নেতা সাংসদ হিসেবে কী ভূমিকা পালন করছেন, এই মর্মে চোখা প্রশ্ন ছুঁড়লেন অভিনেতা। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
জাতপাত ইস্যুতে বৈষম্য তৈরি করেছেন অধ্যক্ষ, এই অভিযোগে বিক্ষোভে শামিল হয়েছেন কেরলের সরকার-চালিত ফিল্ম স্কুলের পড়ুয়ারা। কে আর নারায়ণন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিজুয়াল সায়েন্স অ্যান্ড আর্টস-এর পড়ুয়াদের এই প্রতিবাদের পাশে দাঁড়িয়েছেন সিনে-দুনিয়ার অনেকেই। এবার তাদের পাশে দাঁড়িয়েই রাজনৈতিক নেতাদের প্রতি কড়া আক্রমণ শানালেন অভিনেতা প্রকাশ রাজ। ফিল্ম স্কুলের পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে তাঁর মতামত চাওয়া মাত্র সিপিএম সাংসদকে পালটা তোপ দাগলেন অভিনেতা। সাফ বললেন, ওই অধ্যক্ষকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা উচিত। সাংসদ হিসেবে ওই নেতা সে কাজ করছেন না কেন? অর্থাৎ, তিনি বুঝিয়ে দিলেন, কোনও সমস্যা নিয়ে স্রেফ কথার উপর কথার পাহাড় জমিয়ে লাভ নেই। বরং যা করার, তা কাজেই করতে হয়। প্রশাসনিক ব্যক্তি হিসেবে সাংসদের তা করার অধিকারও রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে তিনি ঠিক কী করছেন, এই প্রশ্ন তুলে সরব হলেন প্রকাশ রাজ।
আরও শুনুন: ‘বেশরম’ উরফি! খোলামেলা গেরুয়া পোশাকে বিজেপিকে পালটা দিলেন তারকা, দাবি নেটিজেনদের
প্রায় মাসখানেক আগে থেকেই এই বিক্ষোভের সূত্রপাত। অভিযোগ, ওই প্রতিষ্ঠানের কর্ণধার শঙ্কর মোহন পড়ুয়া এবং কর্মীদের মধ্যে জাতপাতের ভিত্তিতে বৈষম্য জিইয়ে রাখতে চান। এমনকি প্রতিষ্ঠানের কিছু মহিলা সাফাইকর্মীকে তিনি তাঁর বাড়িতে গৃহকর্ম করতে বাধ্য করেছেন, এমন অভিযোগও উঠেছে। সেখানেও জাতিগত কারণে অসম্মানের মুখে পড়েছেন বলে জানিয়েছেন ওই কর্মীরা। এরপরেই শঙ্কর মোহনকে এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করার দাবিতে গর্জে উঠেছেন পড়ুয়ারা। এদিকে তাঁকে প্রথম থেকেই সমর্থন করেছেন প্রতিষ্ঠানের সভাপতি তথা বর্ষীয়ান পরিচালক আদুর গোপালকৃষ্ণন। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভে শামিল হয়েছেন পড়ুয়ারা। আপাতত কেরল চলচ্চিত্র উৎসবের চত্বরে সরিয়ে আনা হয়েছে এই কর্মসূচি, যাতে তা সিনে দুনিয়ার আরও বেশি মানুষের চোখে পড়ে। সম্প্রতি কেরল সাহিত্য উৎসবের মঞ্চে ওই বিক্ষোভের প্রসঙ্গ তুলেই প্রকাশ রাজ-এর মতামত জানতে চান সিপিএম সাংসদ জন ব্রিটাস। আর তার উত্তরে কোনোরকম রাখঢাক না করেই অভিনেতা সাফ জানান, “কোনও মত নেই। ওঁকে স্রেফ বের করে দেওয়া উচিত।” একইসঙ্গে সাংসদ নিজে এ বিষয়ে কী করছেন, সে প্রশ্ন ছুঁড়ে দিতেও ভোলেননি অভিনেতা।
আরও শুনুন: গান্ধী-গডসেকে নিয়ে তৈরি ছবি সিবিএফসি-র ছাড়পত্র পাবে! ধন্দে ছিলেন খোদ পরিচালকই
এমনিতেই স্পষ্টবক্তা বলে খ্যাতি রয়েছে এই তারকার। চলতি হাওয়ার পক্ষে নয়, বরং বরাবরই তার বিপরীতেই হেঁটেছেন প্রকাশ। আর তার জন্য রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মুখ খুলতেও কোনোরকম দ্বিধা নেই তাঁর। কেরলের ফিল্ম স্কুলে বিক্ষোভের প্রসঙ্গে ফের একবার নিজের সেই অনমনীয় চরিত্রেরই প্রমাণ রাখলেন অভিনেতা প্রকাশ রাজ।