সধবারাই কপালে টিপ পরেন। বিধবাদের ক্ষেত্রে তা নিষিদ্ধ। প্রাচীন এই সংস্কারের কথা ফের ভেসে উঠল ফাইভ জি-র দিকে এগিয়ে যাওয়া আধুনিক ভারতে। সৌজন্যে সমাজকর্মী সম্ভাজি ভিডে। শুধু টিপ না পরার কারণেই এক মহিলা সাংবাদিকের কথা বলতে নারাজ হলেন তিনি। আসুন পুরো ঘটনাটি শুনে নিই।
বিতর্কিত মন্তব্যে তাঁর জুড়ি মেলা ভার। চন্দ্রাভিযান কেন সফল হয়েছিল? এ বিষয়ে তাঁর তত্ত্ব ছিল এই যে, একাদশীর দিন রওনা হয়েছিলেন বলেই আর্মস্ট্রংরা চাঁদে নামতে পেরেছিলেন। আবার তিনিই দাবি তুলেছিলেন, তাঁর বাগানের আম যে মহিলারা খেয়েছিলেন তাঁরা সকলেই নাকি পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন। এইসব মন্তব্য যাঁর, সেই সমাজকর্মী সাম্ভাজি ভিডের নয়া মন্তব্যে ফের বিতর্ক। এবার তিনি টিপ না পরায় এক মহিলা সাংবাদিকের সঙ্গে কথা বলতে রাজি হলেন না। প্রশ্ন তুললেন, ভারতমাতা কি বিধবা?
আরও শুনুন: ৮৮তম বিয়ের জন্য তৈরি বিয়েপাগল ব্যক্তি, পাত্রী তাঁরই প্রাক্তন স্ত্রী
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সম্ভাজির বহুদিনের সম্পর্ক। স্বয়ং প্রধানমন্ত্রী একবার তাঁকে গুরুজি বলেও সম্বোধন করেছিলেন। ভীমা-কোরেগাঁও হিংসার ঘটনাতেও তার নাম জড়িয়েছিল। সেই সাম্ভাজিই ফের উঠে এসেছেন খবরে। মহারাষ্ট্রের মুখ্যমুন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করে বেরোচ্ছিলেন তিনি। সে সময় জনৈক মহিলা সাংবাদিক তাঁর বাইট নিতে এগিয়ে যান। সাংবাদিক যখন তাঁকে প্রশ্ন করছেন, তখনই তাঁর মুখের দিকে তাকান সাম্ভাজি। আর প্রশ্ন করেন, কেন ওই মহিলা সাংবাদিক টিপ পরেননি? সাম্ভাজির বক্তব্য, নারী তো ভারতমাতারই প্রতীক। কপালে টিপ ছাড়া তাই কোনও নারীরই বিধবার মতো থাকা উচিত নয়। শুধু এই কথা বলেই ক্ষান্ত হননি তিনি, টিপ না-পরার কারণে ওই সাংবাদিকের সঙ্গে তিনি আর কথা বলতেও চাননি।
আরও শুনুন: ‘এ ফর অর্জুন’, ‘বি ফর বলরাম’… যোগীরাজ্যে হিন্দু পুরাণেই শুরু ইংরেজি বর্ণপরিচয়
ঘটনার ভিডিও ভাইরাল হতেই এ নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ঘটনায় ক্ষুব্ধ মহারাষ্ট্রের স্টেট উইমেন কমিশন। সংস্থার তরফ থেকে সমাজকর্মীকে এ ব্যাপারে নোটিশ পাঠানো হয়েছে। কমিশনের চেয়ারপার্সন এই মন্তব্যের নিন্দা করে জানিয়েছেন, নারীদের অধঃস্তন হিসাবে দেখার ফলেই এই ধরনের কথাবার্তার সূত্রপাত। তাঁর সাফ কথা, টিপ হোক বা টিকলি- সেগুলি কোনও মহিলার সাফল্যের পরিচায়ক হতে পারে না। এই ধরনের কথা বলে মহিলা সাংবাদিকটিকে অপমানই করেছেন সমাজকর্মী, দাবি কমিশনের। আর তাই সমাজকর্মীর কাছে এই মন্তব্যের ব্যাখ্যাও চাওয়া হয়েছে।