প্রায় শেষের মুখে একটা বছর। নতুন বছরকে স্বাগত জানাতে আমাদের হাতে আর মাত্র ক-দিন। করোনা-কাঁটায় ফালা ফালা হয়ে গিয়েছে বিগত দু-বছর। ২০২২ যেন সে সবের থেকে আলাদা হয়, সমস্ত বিপদ-দুর্ঘটনা-অসুখ মুক্ত হয়। এমন আশাতেই বুক পাতছি আমরা। তবে ২০২২ সালের ভাগ্যে কী লেখা আছে, তা পাঁচশো বছর আগে বসেই আন্দাজ করতে পেরেছিলেন এক ফরাসি ভবিষ্য়ৎদ্রষ্টা। এর আগে তাঁর বহু ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। ২০২২ নিয়ে কী বলেছিলেন নস্ত্রাদামুস, শুনে নিন।
মিশেল দ্য নস্ত্রদাম বা নস্ত্রাদামুস। ১৫০০ শতাব্দীর এই ফরাসি জ্যোতিষির ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে বহুবারই। তা হিটলারের মতো স্বৈরাচারী শাসকের উদ্ভব হোক বা আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাস হামলা। এমনকি অতিমারি নিয়েও আগাম সতর্কতাও তাঁর বই ‘দ্য প্রফেসিস’-এ জানিয়ে গিয়েছিলেন নস্ত্রাদামুস।
নতুন বছর পড়ার মুখে মুখে নস্ত্রাদামুসের সেই বইয়ে একবার চোখ বুলিয়ে নিতে চায় সকলেই। কী লেখা রয়েছে ২০২২ সালের ভাগ্যে! করোনা অতিমারি, রোগভোগ, মৃত্যু, বন্যা, ঘূর্ণিঝড়- সব মিলিয়ে ২০২০ বা ২১, কোনওটাই খুব একটা সুখকর হয়নি। তবে সব আবর্জনা ঝেড়ে ফেলে নতুন বছরটা হয়ে উঠুক সুস্থ, সুন্দর- অশান্তিহীন। আর তা কে না চায় বলুন! তবে তেমন আশার কথা কি শুনিয়েছেন নস্ত্রাদামুস?
আরও শুনুন: ২০২২ সাল কেমন যাবে? কী জানিয়েছিলেন এই রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা?
নস্ত্রাদামুস যা বলে গিয়েছিলেন, সেই তালিকায় প্রথমেই রয়েছে কোনও বড় রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু বা পতনের পূর্বাভাস। যার ফলে বড় রদবদল হতে পারে বিশ্বরাজনীতিতেও। কেউ কেউ মনে করেন, উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের জন্যই এই ভবিষ্যদ্বাণী প্রযোজ্য। কেউ বা আবার আঙুল দেখিয়েছেন ব্রিটেনের রাজ পরিবারের দিকে। তবে নিশ্চিত করে কিছুই বলা যায় না।
তার পরেই রয়েছে বিশ্ব উষ্ণায়ণের সতর্কতা। ২০২২ সালে আরও বাড়বে সমুদ্রের জলস্তর। আর উষ্ণতা এতটাই বাড়তে পারে যে সমস্ত সামুদ্রিক প্রাণী সিদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। আসতে পারে ভয়ঙ্কর সৌরঝড়ও। রয়েছে ভূমিকম্পের সম্ভবনাও।
এখানেই শেষ নয়, দেখা দিতে পারে খাদ্যাভাবও। অবস্থা এমন দাঁড়াবে যে মানুষ মানুষের মাংস খাবে, এমনই ভবিষ্যদ্বাণী করেছেন নস্ত্রাদামুস।
আরও শুনুন: মানুষের রক্তই তার প্রিয় খাদ্য! আসলে কে এই কাউন্ট ড্রাকুলা?
কৃত্তিম মেধার বাড়বাড়ন্ত হবে বলেই জানিয়েছিলেন তিনি। এমনিতেই রোবোটিকস নিয়ে ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গিয়েছে বিশ্ব। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা কৃত্তিম মেধার প্রয়োদ এখন সর্বত্র। ২০২২ সালে সে সব আরও বাড়বে। নস্ত্রাদামুসের কথা অনুযায়ী, একটা সময় মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে সেই কৃত্তিম মেধাই। আর সে কথা খুব একটা মিথ্যেও বলেননি তিনি। বর্তমান সময়ে বিশেষত কোভিড পরবর্তীতে আমরা ইন্টারনেটের ফাঁদে বন্দি বললে কিছু ভুল হবে না।
বাকি অংশ শুনে নিন।