বিয়েবাড়ি যেন কুস্তির আখড়া! প্রথমে বচসা, তারপর রীতিমতো হাতাহাতি। কারণ একটাই। কে আগে ছবি তুলবে? এই নিয়েই ঝামেলা পাত্র ও কন্যা পক্ষের। আর তাতেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি উত্তরপ্রদেশের এক বিয়েবাড়িতে।
ভারতীয় বিয়ে মানে শুধু একজন পুরুষ আর নারীর বন্ধনে আবদ্ধ হওয়া নয়। তার সঙ্গে জড়িয়ে থাকে দুই পরিবারের মানুষও। তাঁদের ইচ্ছে-অনিচ্ছে, মত-অমতে রং বদলায় বিয়ের। এ তো জানা কথাই। তবে বিয়েবাড়িতে কে আগে ছবি তুলবে, এই নিয়ে দু-পক্ষের হাতাহাতি হবে, এ বেশ অপ্রত্যাশিত ঘটনাই। সেই অবাক কাণ্ডের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের এক বিয়েবাড়ি।
আরও শুনুন: পাকিস্তানে নববধূকে গাধা উপহার স্বামীর, কারণ জেনে মুগ্ধ নেটিজেনরা
বিয়ে মানে জীবনের এক স্মরণীয় মুহূর্ত। আর সে মুহূর্তকে সকলেই চান ক্যামেরাবন্দি করে রাখতে। তবে ইদানীং বিয়েবাড়িতে ছবি ও ভিডিও তোলার হিড়িক একটু বেশিই। লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় এর জন্য। সেই ছবি তোলা নিয়ে বচসাই হাতাহাতিতে গড়াল এই বিয়েবাড়িতে। এমনকি পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হল পুলিশকেও।
আরও শুনুন: বরাদ্দ ছিল সেনার জন্য, কৌশলে ৪০০০ ডিম হাতিয়ে চম্পট অটোচালকের
জানা গিয়েছে, বেশ ধুমধাম করেই বসেছিল বিয়ের আসর। রামপুর কারখানা অঞ্চল থেকে আনন্দে মাধবপুর গ্রামে গিয়ে পৌঁছন বরযাত্রীরা। বিয়ের অনুষ্ঠান শুরু হয়। মালাবদলের সময়ই ঘটে কাণ্ডটা। পাত্রপক্ষের দাবি, তারাই আগে ছবি তুলবে। ওদিকে কন্যাপক্ষও একই দাবিতে অনড়। এদিকে পাত্রপক্ষের অনেকে নাকি আনন্দে মশগুল হয়ে কিঞ্চিৎ মদ্যপানও করেছিলেন। দু-এক কথায় দুই পক্ষের মধ্যে বেধে যায় বচসা। ক্রমে তা গড়ায় হাতাহাতিতে। পাত্রের কাকা মধ্যস্থতা করতে গিয়ে আহত হন বলেই জানা গিয়েছে। ঝামেলার মধ্যে আরও দু-একজন চোট পান। মুহূর্তে বিয়েবাড়ি যেন হয়ে ওঠে রণক্ষেত্র।
আরও শুনুন: বেঁচে ফিরলেন ‘নিহত’ তরুণী, ঘটনায় হতবাক খুনের দায়ে জেলবন্দি আসামি
পরিস্থিতি এমন বেগতিক হয়েছিল যে, দুই পক্ষের আত্মীয়-স্বজনদের কেউই সেই ঝামেলা মেটাতে পারছিলেন না। শেষমেশ খবর দেওয়া স্থানীয় থানায়। পুলিশ আসরে নেমে তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনা এমন তিক্ত জায়গায় পৌঁছেছিল যে, বিয়ে করতেই রাজি ছিলেন না পাত্র। শেষমেশ অবশ্য তিনি বিয়েতে রাজি হন। বিয়ের মুহূর্তগুলি স্মরণীয় করেই রাখতে ছবি তোলার বন্দোবস্ত। তবে ছবি নয়, ছবি তোলার জন্য এই ধুন্ধুমারের জেরেই সম্ভবত স্মরণীয় হয়ে থাকবে এই বিয়ের আসর।