খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশপাথর, লিখেছিলেন রবীন্দ্রনাথ। খ্যাপা হোক বা না হোক, পরশপাথরের লোভ যে মানুষকে দিব্যি খেপিয়ে তুলতে পারে, তারই প্রমাণ মিলল সম্প্রতি। এ নাকি এমন পাথর, যা লোহাকে সোনা করে দিতে পারে। আর সেই পাথর খোঁজার জেরেই প্রাণ পর্যন্ত হারালেন এক ৭০ বছরের বৃদ্ধ। আসুন, শুনে নেওয়া যাক।
একেই বোধহয় বলে লোভে পাপ, আর পাপে মৃত্যু। লোহাকে সোনা করে দিতে পারে যা, সেই আশ্চর্য পাথর নিয়ে দেশে দেশে তৈরি হয়েছে কত না গল্প। কেউ বলে সেসব নিছকই গল্প, কেউ আবার একে সত্যি বলে ভাবতেই ভালবাসে। আর সেই বিশ্বাসের জেরেই এই বিস্ময়কর পাথর খুঁজতেও বেরিয়ে পড়েছেন অনেকেই। কিন্তু নিছক বিশ্বাস যে কীভাবে ক্ষতিকর হয়েও দাঁড়াতে পারে, সম্প্রতি সে কথাই ফের প্রমাণ করে দিল এই ঘটনা। যেখানে এই পাথরের জন্যেই চুরি, ডাকাতি থেকে ঘটনাক্রম গড়িয়ে গেল খুন পর্যন্ত।
আরও শুনুন: ‘অভিশাপ’ দূর করতে কবর খুঁড়ে শবদেহের মুখে জল গ্রামবাসীদের, নেপথ্যে কোন বিশ্বাস?
কী হয়েছে ঠিক? আসছি সে কথাতেই।
সম্প্রতি ছত্তিশগড়ে দশ ব্যক্তির হাতে খুন হয়েছেন এক ৭০ বছরের বৃদ্ধ, এমনটাই দাবি করা হয়েছে সেখানকার পুলিশ প্রশাসনের তরফে। আরও জানা গিয়েছে, এই খুনের নেপথ্যে রয়েছে একটি পাথর, যা লোহাকে সোনা করে দিতে পারে বলে অভিযুক্তদের বিশ্বাস। সোজা কথায়, চটজলদি বড়লোক হওয়ার লোভেই এই খুন করেছে তারা। কিন্তু ঘটনা হল, এই লোভ কেবল তাদেরই ছিল না, ছিল মৃত ব্যক্তি বাবুলাল যাদবেরও। পেশায় ‘বাইগা’ তথা গুনিন বাবুলাল নিজেই বস্তুত ওই পাথরটি চুরি করেছিল বলে দাবি করেছে অভিযুক্তরা। তাদের বক্তব্য অনুযায়ী, গ্রামেরই এক বাসিন্দা অবতার সিং-এর কাছে ছিল সেই ‘পরশমণি পাথর’। খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত টেকচাঁদ জয়সওয়াল সে কথা জানতে পারে। এরপর সে বাবুলাল যাদবের দ্বারস্থ হয়। তারা দুজনে মিলেই অবতার সিং-এর বাড়িতে ঢোকে চুরির মতলবে। সেখান থেকে একটি ঝলমলে পাথরও হস্তগত করে তারা। কিন্তু গোল বাধে এরপরেই। পরের দিন পাথরটি হারিয়ে যায়। কিন্তু শেষমেশ জয়সওয়াল জানতে পারে যে আসলে তা নিজের কাছেই গোপনে রেখে দিয়েছে বাবুলাল যাদব। অতএব তাকে শাস্তি দেওয়ার জন্য আরও নয় সঙ্গীকে জড়ো করে জয়সওয়াল। একদিকে কয়েকজন বাবুলালকে ডেকে নিয়ে যায় জঙ্গলের ভিতরে, সেখানে তাকে খুন করে পুঁতে দেওয়া হয়। অন্যদিকে সেই সময়েই তার বাড়িতে ডাকাতি করে টাকা গয়না মিলিয়ে মোট ২৩ হাজার টাকা আত্মসাৎ করে বাকিরা।
আরও শুনুন: খুনের কিনারায় হিমশিম গোয়েন্দা, আততায়ীকে ধরিয়ে দিল ছাপোষা এক ডাকটিকিট
পরশপাথর আছে কি নেই, সে তর্কের মীমাংসা হয়নি। কিন্তু আশ্চর্য পাথর বা সাধারণ পাথর, যাই হোক না কেন, তা শেষ পর্যন্ত কারোরই ভাগ্যে জুটল না। বরং সীমাহীন লোভ যে মানুষকেই কার্যত পাথরে পরিণত করতে পারে, কেড়ে নিতে পারে তার অন্তরের সব মানবিক গুণ, সে কথাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।