প্রায় ৩০০ জন স্কুল পড়ুয়াকে জোর করে নিজের সৎসঙ্গ অনুষ্ঠানে হাজির করেছেন ধর্ষণ ও খুনের অপরাধী বাবা রাম রহিম। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও দেখে এমনই অভিযোগ উঠেছে ওই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। কোথায় ঘটেছে এই কাণ্ড? আসুন, শুনে নেওয়া যাক।
আবারও বিতর্কের কেন্দ্রে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। এবার স্কুল পড়ুয়াদের জোর করে নিজের সৎসঙ্গ অনুষ্ঠানে নিয়ে আসার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সম্প্রতি উত্তরপ্রদেশের শাহজাহানপুরে একটি ভিডিও দেখে এমন অভিযোগ উঠেছে ওই বাবা-র বিরুদ্ধে। ইতি মধ্যেই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের বেসিক শিক্ষা আধিকারিক।
আরও শুনুন: লম্বা হওয়ার অপারেশন! ৩ ইঞ্চি লম্বা হতে কোটি টাকা খরচ ব্যক্তির
সম্প্রতি বাবা রাম রহিম পরিচালিত ডেরা সাচ্চা সৌদা-র পক্ষ থেকে একটি অনলাইন সৎসঙ্গের আয়োজন করা হয়। বড় স্ক্রিন লাগিয়ে অনলাইন মাধ্যমে সেই সৎসঙ্গের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা ছিল। এদিন উত্তরপ্রদেশের রোজা এলাকায় অবস্থিত থানার চত্বরেই সেই বড় স্ক্রিন লাগিয়ে সৎসঙ্গের ভিডিও দেখানো হয়। যা দেখতে জড়ো হয়েছিলেন প্রায় ২০০০ মানুষ। সূত্রের খবর অনুযায়ী, সেই ভিডিওটিতেই স্কুল ইউনিফর্ম পরা প্রায় ৩০০ জন পড়ুয়াকে দেখা গেছে। যাদের সঙ্গে স্কুলের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। সদ্য প্যারোলে মুক্তি পাওয়া ধর্ষণ ও খুনের অপরাধী রাম রহিমের আয়োজিত অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের দেখে স্বাভাবিক ভাবেই বিতর্ক শুরু হয়েছে।
আরও শুনুন: অকূল সমুদ্রে একা টিকে থাকার লড়াই, ৪০০ দিন পেরিয়ে ঘরে ফিরেছিলেন ‘জয়ী’ ব্যক্তি
বিএসএ-র তরফে সুরেন্দ্র কুমার জানিয়েছেন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্কুল পড়ুয়াদের সৎসঙ্গের অনুষ্ঠানে দেখতে পাওয়ার ঘটনাটি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। কোন স্কুলের পড়ুয়ারা সেখানে ছিল তা জানতে ব্লক শিক্ষা আধিকারিককে নির্দেশ দিয়েছেন তিনি। আপাতত রিপোর্ট পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পাওয়া ডেরা সাচা সৌদা প্রধানকে নিয়ে দেশ জুড়ে বহু নিন্দার ঝড় বয়েছে। তাঁর এহেন মুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এই আবহের মধ্যেই তাঁর আয়োজিত সৎসঙ্গ অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের উপস্থিতি স্বাভাবিক ভাবেই বিতর্কের আঁচ আরও বাড়িয়ে দিল।