সীমা হায়দার কাণ্ডের মধ্যেই এবার পাকিস্তানে উসকে উঠল নয়া বিতর্ক। এক হিন্দু ব্যবসায়ীর তিন মেয়েকেই অপহরণ করে ধর্মান্তরণের অভিযোগ উঠল পাকিস্তানের সিন্ধ এলাকায়। শুধু তাই নয়, অপহরণকারীদেরই বিয়ে করতেও বাধ্য হয়েছেন ওই তিন হিন্দু তরুণী। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
এক হিন্দু যুবকের প্রেমে পড়ে পাক বধূ সীমা হায়দারের সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসার ঘটনায় সরগরম দুই দেশই। পাক তরুণীকে দেশে না ফেরালে পাকিস্তানের হিন্দু মেয়েদের উপর এর পালটা শোধ নেওয়া হবে, এই মর্মে আগেই হুমকি দিয়েছিল বালোচ জঙ্গিরা। এই পরিস্থিতিতেই এবার নয়া কাণ্ডের জেরে শোরগোল পড়ল সে দেশে। অভিযোগ, পাকিস্তানের সিন্ধ এলাকায় এক হিন্দু ব্যবসায়ীর তিন মেয়েকেই অপহরণ করা হয়েছে। জোর করে ধর্মান্তরিতও করা হয়েছে ওই তিন হিন্দু তরুণীকে। শুধু তাই নয়, এরপর অপহরণকারীদেরই বিয়ে করতে বাধ্য হয়েছেন ওই তরুণীরা, অভিযোগ এমনটাই। সীমা হায়দার কাণ্ডের পর থেকেই ওই অঞ্চলের হিন্দুদের উপর হুমকি, আক্রমণের হার বেড়ে গিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আর সেই পরিস্থিতিতেই এবার সামনে এল এই ঘটনা।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: বলতে হবে ‘জয় শ্রীরাম’, ইমামকে গেরুয়া চাদর পরিয়ে নির্দেশ, যোগীরাজ্যের ঘটনায় ফের বিতর্ক
জানা গিয়েছে, পাকিস্তানের সিন্ধ প্রদেশের ধারকি এলাকায় ঘটেছে এই ঘটনা। সেখানকার এক হিন্দু ব্যবসায়ী লীলা রামের তিন মেয়ে, চাঁদনি, রোশনি এবং পরমেশ কুমারী- তিনজনকেই সম্প্রতি অপহরণ করে দুষ্কৃতীরা। আর তারপর ওই তরুণীদের জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে বলেই অভিযোগ। জানা গিয়েছে, জাভেদ আহমেদ কাদরি নামে এক পিরের সহায়তায় এই ধর্মান্তরণের কাজ সম্পন্ন হয়েছে। অপহরণকারী ব্যক্তিরা ধর্মে মুসলিম। ধর্মান্তরণের পর ওই ব্যক্তিদেরই বিয়ে করতে বাধ্য হয়েছেন এই হিন্দু তরুণীরা। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নয়া বিতর্ক। এহেন ঘটনাকে সীমা হায়দার কাণ্ডের ফলশ্রুতি বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই। যেমন পাকিস্তান দারেওয়ার ইত্তেহাদ-এর প্রধান শিভা কাচ্চি এই ঘটনার কথা জানিয়ে বলছেন, হিন্দু মেয়েদের এইভাবে জোর করে ধর্মান্তর করার ঘটনা আদৌ নতুন নয়। তাঁদের সংগঠনের তরফে বারবার আবেদন নিবেদন জানিয়েও এই ঘটনা থামানো যাচ্ছে না বলেই দাবি তাঁর। এমনকি ঘটনায় পুলিশ প্রশাসনও কার্যত নিষ্ক্রিয় হয়ে থাকছে বলেই অভিযোগ করেছেন তিনি। আর সীমা হায়দার কাণ্ডের পর এই জাতীয় ঘটনা আরও বাড়ছে বলেই দাবি করেছেন ওই ব্যক্তি।
আরও শুনুন: সত্যিই গুপ্তচর! পাক বধূর বেনামে ভারতে প্রবেশ নিয়ে দানা বাঁধছে সন্দেহ
অনলাইন গেমের সূত্রে নয়ডার এক হিন্দু যুবকের প্রেমে পড়েন পাক বধূ সীমা হায়দার। সেই প্রেমের টানেই বেআইনিভাবে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন তিনি। এর জেরে একদিকে ভারত সরকারের টানাপোড়েন চলছে তাঁকে নিয়ে, অন্যদিকে পাকিস্তান থেকেও একাধিকবার তাঁকে দেশে ফেরানোর জন্য হুমকি এসেছে। এমনকি পাক তরুণীকে পাকিস্তানে ফেরানো না হলে সে দেশের হিন্দু মেয়েদের ধর্ষণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল বালোচ জঙ্গিরা। সেই পরিস্থিতিতেই এবার সামনে এল এই নয়া ঘটনা।