১৬ বছর বয়স হলেই যৌনসঙ্গমে সম্মতি জানানোর অধিকার পাবে যে কেউ। সম্প্রতি এক মামলার রায়দানে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে মেঘালয় আদালত। কোন মামলার প্রেক্ষিতে এমন পর্যবেক্ষণ আদালতের? আসুন শুনে নেওয়া যাক।
বয়স হতে হবে ১৬। তাহলেই মিলবে যৌনতায় সমত্তি জানানোর অধিকার। সংবিধান অনুযায়ী ১৮-র আগে কেউ প্রাপ্তবয়স্ক নয়। কিন্তু সম্মতিসূচক যৌনতার ক্ষেত্রে ১৬ বছরকেই ন্যূনতম হিসেবে ঘোষণা করেছে মেঘালয় আদালত। বিশেষ এক ‘পকসো’ মামলায় রায়দানের সময় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আদালতের বিচাপতি।
আরও শুনুন: বিয়ের আগে যৌনতা ইসলাম মতে ‘পাপ’, রায় এলাহাবাদ হাইকোর্টের
সম্মতিসূচক যৌনতা অপরাধ নয়। কারও সঙ্গে যদি বলপূর্বক যৌনতা না করা হয় তাহলে তা কখনই শাস্তিযোগ্য অপরাধ নয়। এমনটাই জানায় ভারতীয় দণ্ডবিধি। সম্প্রতি এক পকসো মামলায় এই ইস্যুকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে। এক্ষেত্রে মূলত নাবালক বা নাবালিকার পরিবারের কথা মতোই প্রাথমিক অভিযোগ গ্রহণ করা হয়। একইসঙ্গে পকসো আইন কড়া ভাবে শিশুদের যৌনহেনস্তা প্রতিরোধের চেষ্টা করে। তাই অন্যান্য যৌনহেনস্তার অভিযোগে যে পদক্ষেপ নেওয়া হয়, পকসো আইনের ক্ষেত্রে তা আরও দ্রুত হয়। কিন্তু অনেক সময় ঘটনার তদন্তে নেমে দেখা যায়, আসলে শাস্তিযোগ্য অপরাধের মতো কোনও ঘটনাই ঘটেনি। তেমনই এক বিশেষ মামলা সম্প্রতি মেঘালয়ে হাইকোর্টে উঠেছিল। মূল অভিযোগ ছিল এক নাবালকের বিরুদ্ধে। জানা গিয়েছিল, সে নাকি এক নাবালিকাকে যৌনহেনস্তা করেছে। মেয়েটির মা নিজেই এই অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে তিনি সাফ জানিয়েছিলেন, তাঁর মেয়েকে জোর করে যৌনতায় বাধ্য করেছে অভিযুক্ত নাবালক। তাঁর কথায়, অভিযুক্ত তাঁদের বাড়িতে কাজ করত। কিন্তু সেই অছিলায় তাঁর মেয়েকে অপহরণ ও তারপর বলপূর্বক সঙ্গম করে। এমন গুরুতর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। আটক করা হয় অভিযুক্ত নাবালককেও। কিন্তু এরপর পুলিশের সামনে উঠে আসে এক অদ্ভুত তথ্য। আর সেই তথ্য পুলিশের হাতে তুলে দেয় কেসের সঙ্গে জড়িত নাবালিকা নিজেই। সে জানায়, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অর্থাৎ ওই নাবালক আসলে তার প্রেমিক। তারা দুজনে স্বেচ্ছায় যৌনসঙ্গমে লিপ্ত হয়। কোনওভাবেই তাকে জোর করা হয়নি বলেই পুলিশের কাছে দাবি করে ওই নাবালিকা। একই কথা আদালতে বিচারকের সামনে জানায় সে। ঘটনায় রীতিমতো অবাক হন বিচারক নিজেও। তিনি অভিযুক্তকে নির্দোষ হিসেবেই ঘোষণা করেন।
আরও শুনুন: সিলেবাসে কেন নেই মুসলিম লিগ নেতাদের আত্মজীবনী? যোগী সরকারকে প্রশ্ন সমাজবাদী নেতার
একইসঙ্গে বিচারপতি জানিয়েছেন, ১৬ বছর বয়স হলেই যৌনতায় সম্মতি দেওয়ার অধিকার পাবে যে কেউ। আদালতের পর্যবেক্ষণ বিভিন্ন পকসো আইনের ঘটনায় এমনটা দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই নাবালক বা নাবালিকারা প্রণয়ের জেরে যৌনসম্পর্কে লিপ্ত হয়। এক্ষেত্রে উভয়ের সম্মতি থাকলে যৌনতায় কোনও অসুবিধা নেই বলেই জানিয়েছে আদালত। একইসঙ্গে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক স্থিতি ১৬ বছর বয়সে তৈরি হয়ে যায়। তাই এই ১৬ বছর বয়সীদের এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের অনুমতি দিয়েছে আদালত।