বয়স মাত্র দশ। এই বয়সে চুরির দায়ে অভিযুক্ত খুদে। তাও আবার সাধারণ কোনও জিনিস নয়, ১ লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কিন্তু এত টাকা ঠিক কীভাবে চুরি করেছে সে? আসুন শুনে নিই।
ছোট ছেলেমেয়েদের দিয়ে চুরি করানো হচ্ছে। এমন দৃশ্য সিনেমায় হামেশাই দেখা যায়। কিন্তু সম্প্রতি বাস্তবেই ঘটেছে এমন কাণ্ড। এক দশ বছরের খুদে ব্যাঙ্ক থেকে ১ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অবাক খোদ পুলিশও।
আরও শুনুন: গৃহবধূরা ফেলনা নন! সিভি-তে ১৩ বছর ঘর সামলানোর কথা লিখে প্রশংসা কুড়োলেন মহিলা
ঘটনাটি বিহারের। সেখানকার এক ব্যাঙ্কের কাউন্টার থেকেই এতগুলো টাকা নিয়ে পালিয়েছিল ওই খুদে। ব্যাঙ্ক খোলা থাকলে সেখানে গ্রাহকে আনাগোনা লেগেই থাকে। কে কোন উদ্দেশ্য নিয়ে আসছে তা আগেভাগে বোঝা প্রায় অসম্ভব। এই ঘটনাও ঘটেছে সেই অবসরেই। ব্যাঙ্কে তখন বিশেষ ভিড় নেই। অভিযুক্ত খুদে ও তার এক সঙ্গী এক মহিলা এইসময় ব্যাঙ্কে ঢোকে। মহিলা অবশ্য বয়সে তার থেকে বড়। নাহলে ১০ বছর বয়সী ওই খুদের পক্ষে বিনা বাধায় ব্যাঙ্কে ঢোকা সহজ হত না। ঢোকার পর দুজন আলাদা হয়ে যায়। খুদে চলে আসে নির্দিষ্ট একটা কাউন্টারের দিকে। আর মহিলা দূর থেকে চারিদিকে নজর রাখতে থাকে। আগে থেকেই যেন সবটা পরিকল্পনা করা ছিল। অন্তত তাদের গতিবিধি দেখে তেমনটাই মনে হতে বাধ্য। কারণ ওই খুদে যে কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিল, তা আসলে ব্যাঙ্কের টাকা জমা দেওয়ার জায়গা। লাইনে দাঁড়িয়ে অনেকেই সেখানে টাকা জমা দিচ্ছিলেন। আর কাউন্টারের ওপারে থাকা ব্যাঙ্ককর্মী সেগুলি নির্দিষ্ট জায়গায় রাখছিলেন। দীর্ঘক্ষণ ধরে তাঁকে লক্ষ করছিল খুদে। অপেক্ষা ছিল স্রেফ সঠিক সুযোগের। একসময় ওই ব্যাঙ্ককর্মী কোনও এক দরকারে কাউন্টার ছেড়ে বেরিয়ে আসেন। ব্যাস এই সুযোগের জন্যই তো অপেক্ষা করছিল ওই খুদে। সবার চোখের অলক্ষে কাউন্টারের সামনে রাখা টাকার ব্যাগটা বার করে ফেলে সে। আর তক্ষণি চম্পট দেয় ব্যাঙ্ক থেকে। কেউ কিছু বুঝে ওঠার আগে তার সঙ্গী সেই মহিলাও ব্যাঙ্ক থেকে বেরিয়ে পড়েন।
আরও শুনুন: ভরপেট খেয়ে আয়েশে ঘুম! বিছানা পেতে খাদ্যরসিকদের জন্য অভিনব ব্যবস্থা রেস্তরাঁয়
কাউন্টারে ফিরেই সবটা বুঝতে পারেন ওই কর্মী। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। সিসিটিভি ফুটেজ দেখে সবটা বুঝতে পারেন পুলিশ আধিকারিকরা। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন তাঁরা। তবে এইটুকু বয়সেই কেউ নিখুঁতভাবে চুরি করতে পারে, তা দেখে রীতিমতো অবাক সকলেই।