ফের বিজ্ঞাপনে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ। এবারের বিজ্ঞাপনটি মঙ্গলসূত্রের। কদিন আগেই একই কারণে ডাবর আর ফ্যাবইন্ডিয়া ঝামেলায় পড়েছিল। শেষ পর্যন্ত দুই সংস্থাই নিজেদের বিজ্ঞাপন তুলে নেয়। নিঃশর্ত ক্ষমাও চায় তারা। বিখ্যাত ফ্যাসান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কেও কি তাই করতে হবে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নয়া মঙ্গলসূত্রের কালেকশন লঞ্চ করেছেন ভারত বিখ্যাত ফ্যাসন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তাঁর নয়া কালেকশনের নাম ‘দ্য রয়াল বেঙ্গল মঙ্গলসূত্র’। সেই বিজ্ঞাপনের ধরন নিয়েই আপত্তি উঠল এবার। নগ্নতা তথা অশ্লীলতার অভিযোগ তো উঠেছেই, এই সঙ্গে হিন্দু ভাবাবেগে আঘাতের প্রশ্নেও শুরু হয়েছে তুমুল বিতর্ক।
ইনস্টাগ্রামে নিজেই নতুন ডিজাইনের মঙ্গলসূত্রের বিজ্ঞাপন শেয়ার করছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়। একটি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, একজন মহিলা কালো অন্তর্বাস পরে একজন পুরুষের নগ্ন বুকে মাথা রেখে আছেন। অন্য বিজ্ঞাপনে দেখা যাচ্ছে নয়া মঙ্গলসূত্র পরে একজন মহিলা একজন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। আরও অভিযোগ, বাঙালি ফ্যাশন ডিজাইনারের বিজ্ঞাপনে সমলিঙ্গের সম্পর্কও দেখানো হয়েছে। সবটা মিলিয়েই আপত্তি তুলেছে নেটিজেনদের একাংশ।
আরও শুনুন: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বন্ধ বিজ্ঞাপন, প্রগতিশীলতা কি বিপন্ন?
কারও প্রশ্ন, “এটা আদতে কীসের বিজ্ঞাপন?” কেউ লিখেছেন, “দুর্ভাগ্যজনক এর মধ্যে যে জিনিসটার বিজ্ঞাপন, সেই গয়নাটা কোথায়?” কারও মতে, সব্যসাচীর বিজ্ঞাপন আসলে বি গ্রেড সিনেমার পোস্টার ছাড়া কিছু নয়। এখানেই থেমে না থেকে কেউ কেউ সরাসরি হিন্দু ভাবাবেগে আঘাতের প্রশ্নও তুলেছেন। এক মহিলা লিখেছেন, “কী হয়েছে আপনার সঙ্গে সব্যসাচী? আপনি সুস্থ আছেন তো? কে এভাবে মঙ্গলসূত্র বিক্রি করে? আপনি কি এভাবে বোরখা বা তাবিজ বিক্রি করতে পারতেন? এভাবে বারবার হিন্দু ভাবাবেগে আঘাত করা বন্ধ করুন।”
আরও শুনুন: মিলছে না মনের মতো সঙ্গিনী, ডেটিং অ্যাপের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত যুবকের
ক্ষিপ্ত নেটিজেনদের একাংশের দাবি, এই বিজ্ঞাপন অতি দ্রুত তুলে নিতে হবে সব্যসাচী মুখোপাধ্যায়কে। না হলে তাঁর বিরুদ্ধ আন্দোলন চলবে নেটপাড়ায়। প্রশ্ন হল, এখন কী করবেন ভারত বিখ্যাত ফ্যাসান ডিজাইনার। তিনিও কি ডাবরের, ফ্যাবইন্ডিয়ার মতো পিছু হটবেন। বিজ্ঞাপন তুলে নিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হবেন। উত্তর দেবে সময়।