শেষমেশ আটকানো গেল না যুদ্ধ। ইতিমধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। এর আগে রাষ্ট্রসংঘ যুদ্ধ আটাকানোর চেষ্টা করেছিল ঠিকই। কিন্তু তা কার্যকরী হল না। মস্কোর ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে কিয়েভে। পালটা মার দিচ্ছে ইউক্রেনও। রুশ বিমান ও হেলিকপ্টারকে গুলি করে নামাতে দেখা গিয়েছে তাদের। সব মিলিয়ে বাড়ছে চাঞ্চল্য। কিন্তু কেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বাঁধাল রাশিয়া? এই যুদ্ধে ভারতের ভূমিকাই বা কী হবে? বিস্তারিত আলোচনায় মণিশংকর চৌধুরী।
বিশ্বের যে দেশের মধ্যেই যুদ্ধ বাধুক না কেন, বর্তমান রাজনীতির প্রেক্ষিতে কোনও দেশই তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকা-সহ ন্যাটো ও চিনের ভূমিকার প্রভাব পড়বে ভারতের মতো দেশেও। ইউক্রেনের রাষ্ট্রদূত বলছেন, এই যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে যুযুধান শিবিরের একদিকে রাশিয়া, অন্যদিকে আমেরিকা – এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা ঠিক কী হতে পারে, সেদিকে তাকিয়ে আছে বিশ্বের অনেক দেশই।