২০২৪-এর ১ জানুয়ারিই উদ্বোধন হবে অয্যোধ্যার রাম মন্দিরের। সদ্য এ ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার ঠিক পরেই এ নিয়ে বিতর্ক বাড়ালেন আরজেডি নেতা জগদানন্দ সিং। ঘৃণার জমিতে তৈরি হয়েছে এই মন্দির, মত এই নেতার। এর কী জবাব দিল বিজেপি? আসুন শুনে নিই।
রাম মন্দির নিয়ে আরও একবার বিতর্কে সরগরম জাতীয় রাজনীতি। অয্যোধ্যার বিতর্কিত জমিতে মন্দির তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০১৯-এর সেই রায়ের পর, ২০২০-তে মন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৪-এই যে রাম মন্দির সর্বসাধারণের জন্য খুলে যাবে, সম্প্রতি সে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই প্রেক্ষিতেই মন্তব্য করেছেন বর্ষীয়ান নেতা জগদানন্দ সিং। বিতর্কিত জমির প্রতি দৃষ্টি আকর্ষণ করে তাঁর বক্তব্য, অয্যোধ্যার এই রাম মন্দির তৈরি হয়েছে ঘৃণার ভূমির উপর।
আরও শুনুন: এবার রাজনীতিতে গেরুয়া বিতর্ক! যোগীকে গেরুয়া বসন ছাড়ার নিদান কংগ্রেস নেতার
এটুকু বলেই অবশ্য ক্ষান্ত হননি তিনি। রাম মন্দির উদ্বোধনের ঘোষণা শুনে তাঁর প্রশ্ন, ‘তাহলে কি ভগবান রাম এবার মন্দিরে বন্দি হয়ে থাকবেন? মানুষের হৃদয়ে শ্রী রামের যে অধিষ্ঠান, তা কি আর থাকবে না?’ তাঁর সাফ কথা, মানুষের হৃদয় থেকে রামকে ছিনিয়ে নিয়ে কেবলমাত্র বিলাসবহুল পাথরের মন্দিরে তাঁকে বন্দি করে রাখা যায় না। তাঁর আরও প্রশ্ন, ‘শ্রীরাম কি এখন থেকে সারা দেশের কেউ নন, শুধু মন্দিরের সম্পত্তি?’ বিজেপিকে একহাত নিয়ে বর্ষীয়ান নেতা বলেন, “রামকে এভাবে বন্দি করা যায় না। ভারতবাসী ‘হে রাম’ বোলে এসেছে চিরকাল, জয় শ্রী রাম বলেনি।” রাম-মন্দির নিয়ে যে বিজেপির রাজনীতি করছে, মন্দির ও রামচন্দ্রকে কুক্ষিগত করছে, ঘুরিয়ে সেই কথাই বলতে চেয়েছেন বর্ষীয়ান নেতা।
আরও শুনুন: ‘বেশরম’ উরফি! খোলামেলা গেরুয়া পোশাকে বিজেপিকে পালটা দিলেন তারকা, দাবি নেটিজেনদের
প্রত্যাশিত ভাবেই এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, কাকতালীয় ভাবে নেতা এই মন্তব্য করেননি। বরং এটাই হল ভোটব্যাঙ্কের রাজনীতি। সেই কারণেই রাম মন্দির নিয়ে বিহারের আরজেডি প্রেসিডেন্ট এতগুলো কথা বলছেন। এর আগেও তিনি হিন্দুদের অপমান করেছেন দাবি করে, গেরুয়া শিবির তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আরজি জানিয়েছে।
RJD Bihar Chief Jagdanand Singh makes shocking comment on Ram Mandir & Ram Janmabhoomi
Says: “अब राम कण-कण से निकलकर नफरत की जमीन पर बनी चार दीवारी में बैठ जाएंगे! इस देश में उन्मादी के राम बचे हैं गरीबों के राम नहीं”
Abusing Hindu Astha = secularism for RJD-Cong? 1/2 pic.twitter.com/pGzeRPD1Y6
— Shehzad Jai Hind (@Shehzad_Ind) January 6, 2023
২০২৪-এর নির্বাচনকে পাখির চোখ করেই কি রাম মন্দিরের উদ্বোধন? অমিত শাহের ঘোষণা মাত্রই এ প্রশ্ন উঠেছিল রাজনীতির অন্দরে। সেই বিতর্কেই যেন এবার ঘি ঢাললেন আরজেডি নেতা জগদানন্দ সিং। আর সব মিলিয়ে আরও একবার জাতীয় রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে চলে এল অয্যোধ্যার রাম মন্দির।