পর্নগ্রাফি তৈরি এবং অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া বর্তমানে বেশ চালু একটি ব্যবসা। সরাসরি পর্নগ্রাফি না বলে এই ধরনের অ্যাপ সফট পর্ন বা ইরোটিক কনটেন্ট সরবরাহ করে। মুম্বই পুলিশের তদন্তে উঠে এসেছে, এই ইন্ডাস্ট্রির বেশ কিছু তথ্য।
শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে পর্ন ইন্ডাস্ট্রির যোগাযোগ নিয়ে তোলপাড় সারা দেশ। যত দিন যাচ্ছে, তত ঘটনার এক একটি দিক উঠে আসছে। জানা যাচ্ছে, বিভিন্ন অ্যাপের মাধ্যমেই চলত পর্নের জোরদার ব্যবসা।
সম্প্রতি ইউটিউবার পুনিত কুমার অভিযোগ করেন যে, রাজ কুন্দ্রা তাঁকে একটি অ্যাপের লিংক পাঠিয়ে প্রলোভিত করেছিল। ‘হটশটস’ নামে এই অ্যাপে মিলত পর্নগ্রাফি। পুলিশ তদন্ত করে জেনেছে, রাজ কুন্দ্রা ইউকে-র একটি প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত। যার সঙ্গে আবার যোগ আছে এই হটশটস নামে অ্যাপের। এই যোগসূত্র ধরেই পর্ন তৈরি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
আরও শুনুন: Sex Slave: যৌনদাসীর দিনরাত, ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছিলেন Nadia Murad
ভারতে এই ধরনের পর্নগ্রাফি তৈরি এবং অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া বর্তমানে বেশ চালু একটি ব্যবসা। সরাসরি পর্নগ্রাফি না বলে এই ধরনের অ্যাপ সফট পর্ন বা ইরোটিক কনটেন্ট সরবরাহ করে। মুম্বই পুলিশের তদন্তে উঠে এসেছে, এই ইন্ডাস্ট্রির বেশ কিছু তথ্য। সাধারণত খুব ছোট টিম নিয়ে তৈরি হয় এই কনটেন্ট। মুম্বই থেকে একটু দূরে ভাড়া নেওয়া হয় বাংলো। মাত্র পাঁচ কি ছয়জনের টিমেই সেরে ফেলা হয় শুটিং। অনেকসময় অভিনেত্রীদের অন্য কোনও ওয়েব সিরিজে বা অন্য সিনেমায় কাজ দেওয়ার নাম করে প্রলোভিত করা হয়। তারপর শুটিং করিয়ে নেওয়া হয় ইরোটিক কনটেন্টের জন্য। এরপর এই কনটেন্ট আপলোড করা হয় বিভিন্ন অ্যাপে।
আরও শুনুন: Sexual Pandemic: এবার কি যৌন অতিমারী গ্রাস করবে বিশ্বকে?
সেই অ্যাপে আবার থাকে ওটিটি প্ল্যাটফর্মের মতোই সাবস্ক্রিপশন মডেল। লক্ষ লক্ষ মানুষ এর গ্রাহক হওয়ায় এবং গ্রাহকসংখ্যা দিনকে দিন বাড়তে থাকায় মাশরুমের মতোই বেড়ে উঠেছে এই ইরোটিক কনটেন্ট সরবরাহকারী ইন্ডাস্ট্রি। কোনও কোনও অ্যাপ আবার দেশের বাইরের সার্ভার ব্যবহার করে এই ধরনের কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার জন্য।
বাকিটা শুনে নিন প্লে বাটন ক্লিক করে।