রাহুল গান্ধী নাকি ভারতীয়ই নন। তাই তাঁকে কখনোই দেশপ্রেমিক বলা যায় না। সম্প্রতি কংগ্রেস নেতাকে তোপ দেগে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির হরনাথ সিংহ। হঠাৎ কোন প্রসঙ্গে এমন মন্তব্য করলেন তিনি? আসুন শুনে নিই।
রাহুল গান্ধী একজন বিদেশি। তাঁর শরীরে রয়েছে বিদেশি রক্ত। তাই তাঁকে কখনোই দেশপ্রেমিক বলা যায় না। কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী সম্পর্কে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা হরনাথ সিংহ। একইসঙ্গে তাঁর দাবি, রাহুল নাকি দেশের মাটিতে দাঁড়িয়ে চিনের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছেন।
আরও শুনুন: ‘মন্দিরে গেলে কটাক্ষ, গুরুদ্বারে গেলে হয় না তো?’ রাহুলের পাশে দাঁড়িয়ে প্রশ্ন কানহাইয়ার
কংগ্রেসের পুরনো ঐতিহ্য ফিরে পেতে রাহুল গান্ধীর উদ্যোগে শুরু হয়েছে ভারত-জোড়ো যাত্রা। গান্ধী পরিবারের উত্তরসূরি স্বয়ং সেই যাত্রার মিছিলে পা মিলিয়েছেন শতাধিক সাধারণ মানুষের সঙ্গে। তাঁর লক্ষ্য দেশের প্রতিটি রাজ্যের উপর দিয়েই এই যাত্রা নিয়ে যাওয়ার। পরিকল্পনা মতোই সেই যাত্রার সঙ্গে পায়ে হেঁটে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন রাহুল গান্ধী। স্বাভাবিকভাবেই এই যাত্রা নিয়ে বিতর্কের অন্ত নেই। বিশেষত কেন্দ্রে থাকা বিজেপি সরকার এই যাত্রার ব্যাপক বিরোধিতা করে চলেছে। বিভিন্ন সভা থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন রাজ্যের বিজেপি নেতাদের এই যাত্রার বিরুদ্ধে কথা বলতে শোনা যাচ্ছে।
আরও শুনুন: দুই ভারতের গল্প… রাহুলের বক্তৃতা কি কমেডিয়ান বীর দাসের লেখা? প্রশ্ন নেটদুনিয়ায়
সেইরকমই এক মঞ্চ থেকে রাহুল গান্ধীকে সরাসরি বিদেশি বলে উল্লেখ করলেন বিজেপি নেতা হরনাথ সিংহ। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর প্রতি ইঙ্গিত করে তাঁর দাবি, রাহুলের শরীরে রয়েছে বিদেশি রক্ত। তাই তিনি কোনওভাবেই রাহুলকে দেশভক্ত বলতে পারেন না। একইসঙ্গে তাঁর অভিযোগ, রাহুল গান্ধী চিনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছেন। আসলে ভারত জোড়ো যাত্রা নিয়ে কেউ মন্তব্য করলে যোগ্য জবাব দিতে ছাড়েন না রাহুল। প্রায়শই এই মর্মে দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিজেপি নেতাদের কটাক্ষ করতে দেখা যায় তাঁকে। কিছুদিন আগে তেমনই এক সভা থেকে রাহুল গান্ধী ভারতীয় সেনা সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন। যেখানে ভারতীয় সেনা ও চিন সেনার সংঘর্ষের প্রসঙ্গটি উল্লেখ করে তিনি যা বলেছিলেন তা মোটেই পছন্দ হয়নি কেন্দ্রীয় সরকারের। তারপর থেকেই ভারতীয় সেনার অপমান করেছেন রাহুল, এমন অভিযোগ এনে বিভিন্ন মঞ্চ থেকে কংগ্রেস নেতাকে কটাক্ষ করছিলেন বিজেপি নেতারা। এবার সেই তালিকায় নতুন সংযোজন হল বিজেপি নেতা হরনাথ সিংহের মন্তব্যটিও।