আজকালকার বিয়েবাড়ি মানেই নাচ-গানের জোয়ার। আগেকার থেকে বিয়েবাড়ির ধরণ-ধারন অনেকটাই বদলেছে। ইদানীং তাই বিয়েতেও থাকছে ডিজে। কিন্তু এ নিয়ে ঘোর আপত্তি জানালেন উত্তরপ্রদেশের মৌলবীরা। কী বললেন তাঁরা? আসুন শুনে নিই।
বিয়েবাড়িতে একটু হইহুল্লোড় হবে, এ তো জানা কথাই। কিন্তু হালফিলের বিয়েবাড়ি যেন ইভেন্টে পরিণত হয়েছে। নাচ-গানের জন্য সেখানে থাকছে আলাদা আয়োজন। ভাড়া করা হচ্ছে ডিজে। এই সংস্কৃতি নিয়েই তীব্র আপত্তি জানালেন উত্তরপ্রদেশের মৌলবিরা। তাঁদের সাফ কথা, এই প্রথা চলতে থাকলে তাঁরা অন্তত ‘নিকাহ’ বা বিয়েতে অংশ নেবেন না।
আরও শুনুন: বাইরে মুসলিম, ভিতরে হিন্দু! সাবানের ‘ধর্ম’ বিচার ঘিরে বিস্মিত নেটিজেনরা
বুলন্দশহর জেলার মৌলবিরা সম্মিলিত ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের এক সমাবেশে এই ঘোষণা করে জানানো হয়েছে, যে সব বিয়েবাড়িতে এই ধরনের কাজকর্ম চলবে, সেখানে নিকাহ সম্পন্ন করতে তাঁরা থাকবেন না। কেন তাঁদের এই সিদ্ধান্ত? মৌলবিরা জানিয়েছেন, নাচ-গান ডিজে বাজানো ইত্যাদি ইসলামি সংস্কৃতির অংশ নয়। তবে শুধুমাত্র এটুকুই কারণ নয়। তাঁদের এই সিদ্ধান্তের নেপথ্যে একটি মানবিক দিকও রয়েছে। তাঁদের মতে, এই নাচ-গান-ডিজের কারণে বিয়েবাড়িতে অযথা প্রচুর খরচ হয়, যা কখনই কাম্য নয়। তাই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। যাতে নাচ-গানের অজুহাতে মেয়ের বাড়ির উপর খরচের চাপ না দেওয়া হয়। শুধুমাত্র ডিজে-র জন্য কন্যাপক্ষকে যেন বাড়তি খরচের ভার না বইতে হয়। এই ভাবনা থেকেই তাঁদের এই সিদ্ধান্ত।
আরও শুনুন: বিয়ের জন্য পাত্রী চাই, মিছিল করে জেলাশাসকের দরবারে হাজির অবিবাহিত যুবকের দল
সিনেমা-সিরিয়ালের কল্যাণে আজকাল বিয়েবাড়িতে নাচ-গানের সংস্কৃতি বেশ ভালভাবেই জায়গা করে নিয়েছে। ইসলাম ধর্মাবলম্বীরাও একই পথ অনুসরণ করেছেন। মৌলবীদের এই সিদ্ধান্ত কি বিয়েবাড়িগুলিকে তা থেকে মুক্ত করতে পারবে? আগামী দিনেই অবশ্য মিলবে সে জবাব।