মণ্ডপসজ্জায় জুতোর ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’। দমদম পার্কের পুজো কমিটিকে আইনি নোটিস। সাতদিন পর জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিসকে। লখিমপুর কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে রেল অবরোধের ডাক কিষান মোর্চার। বিজেপিতে আরও বড় ভাঙনের ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম।
হেডলাইন:
আরও শুনুন: 8 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- পুজোয় অনুদান মিলবে ক্লাবগুলির, সবুজ সংকেত দিল হাই কোর্ট
আরও শুনুন: 7 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- অঞ্জলি দিতে লাগবে টিকার জোড়া ডোজ, নির্দেশ আদালতের
বিস্তারিত খবর:
1.কৃষক আন্দোলনের মতো বড় ইস্যু নিয়ে সেজে উঠেছে দেবী দুর্গার মণ্ডপ। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে জুতো, চটি। যা ধর্মীয় ভাবাবেগে আঘাত, এই অভিযোগ তুলে দমদম পার্ক ভারতচক্রের পুজো কমিটিকে আইনি নোটিস পাঠানো হল। পুজোর ঠিক আগে এই নোটিসে অস্বস্তিতে পড়েছে পুজো কমিটি। কলকাতার বিখ্যাত এই পুজো নিয়ে চর্চা এখন তুঙ্গে।
তেভাগা, তেলেঙ্গানা আধিয়ার থেকে শুরু করে সন্ন্যাসী আন্দোলন। শাসকের বিরুদ্ধে ঝড় তোলা সব বিষয় নিয়ে পুজো মণ্ডপ সেজেছে তিলোত্তমায়, তবে আইনি নোটিশের কথা আগে শোনা যায়নি।
তবে কিনা দীর্ঘদিন বাদে দেশ রক্তঝরা এক লড়াইকে চাক্ষুষ করছে। সাক্ষী হয়েছে লখিমপুরের মর্মান্তিক ঘটনারও। আর সেই প্রেক্ষাপটেই মণ্ডপের দেওয়াল লিখন, “মোটরগাড়ি ওড়ায় ধুলো, পিষে মরে চাষিগুলো।” যা বাস্তবে শাসকদের কঙ্কালসার চেহারাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর তাই বাংলার সীমানা পেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই পুজোর কথা। কিষান মোর্চার সদস্যরাও আন্দোলনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এই পুজোর থিমকে।
এহেন থিম ফুটিয়ে তুলতে আনুষঙ্গিক উপাদানও ব্যবহার করা হয়েছে মণ্ডপসজ্জায়। সেখানেই আপত্তি জনৈক আইনজীবীর। তাঁর অভিযোগ, মণ্ডপসজ্জায় জুতো, চটি ব্যবহার করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। সেই কারণে আইনজীবী নোটিস পাঠিয়েছেন দমদম পার্ক ভারতচক্রের পুজো উদ্যোক্তাদের। এই ইস্যুতে সরব হয়েছে বিজেপিও। টুইটে করে প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
2. পালিয়েও পুলিশের নজর এড়ানো গেল না। লখিমপুর খেরিতে কৃষকদের পিষে মেরে ফেলার ঘটনায় প্রায় সপ্তাহখানেক পর শনিবার বেলায় উত্তরপ্রদেশের ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে এসে হাজিরা দিলেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে অভিযুক্ত আশিস মিশ্র। এদিন সকাল ১০টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সেই মর্মে শুক্রবার তাঁর বাড়িতে নোটিস ঝোলানো হয়েছিল। সেই নির্দেশ মেনে এদিন নির্দিষ্ট সময়ে হাজিরা দিয়েছেন আশিস।
রবিবার ওই ঘটনার পরই বেপাত্তা হয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস। অভিযোগ, তার গাড়িতে চাপা পড়ে লখিমপুর খেরিতে ৪ কৃষকের মৃত্যু হয়েছে। এর জেরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হওয়া এলাকায় অশান্তির মধ্যে পড়ে মৃত্যু হয় আরও চারজনের।
এর মধ্যে অভিযুক্ত আশিস মিশ্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ। যদিও সাতদিন পর শনিবার সকালে ক্রাইম ব্রাঞ্চের অফিসে গিয়ে হাজিরা দিয়েছেন আশিস মিশ্র। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে রেল রোকোর ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা। সংগঠনের তরফে অন্যতম নেতা যোগেন্দ্র যাদবকে উদ্ধৃত করে একটি সংবাদসংস্থা জানিয়েছে, লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।